Babli

Babli 󱢏ROBBI HABLI MULKAN💙🌼"
Laa YEAM BAGILEY AHAD💚✨"
ALHAMDULILLAH🧡󱢏

07/04/2025

গা/জা কখনো শেষ হবেনা, এইটা কুরআনের ওয়াদা! আবেগে অযাচিত শব্দ ব্যবহার করবেন না"

19/03/2025

ইজরাইল যেভাবে বোমা মেরে গাজাকে শেষ করে দিচ্ছে এটা হলো কার্পেট বোম্বিং। ব্যাপারটা এমন যে বাদ যাবে না এক ইঞ্চি ভুমি। প্রতিটা যায়গাতেই বোমা মেরে সব কিছু শেষ করা হবে।

এই সেইম কাজ দুনিয়াতে আজকেই নতুন না। এই সেইম কাজ সিরিয়াতেই হয়েছে, জাস্ট এক দশক আগের ঘটনা। সিরিয়াতে আমেরিকা রাশিয়া যৌথ ভাবে মিলে এই বোম্বিং করেছে। এমন নির্বিচারে বোমা হামলা আমেরিকা ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, লিবিয়া তে করেছে। ২০০১-২০২১ পর্যন্ত আমেরিকা লক্ষাধিক মানুষকে বোমা মেরে এভাবে হত্যা করেছে। যেখানে রয়েছে নারী শিশু, অসহায় সিভিলিয়ান।

তবে এসব যায়গায় আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা জঙ্গী এবং আমেরিকা হলো আব্বো।

©মুর্তজা শাহরিয়ার

16/03/2025

একদিন তুমি খুশিতে কেঁদে দিবে এবং বলবে ইয়া আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি দিয়েছেন,

আলহামদুলিল্লাহ!' 🌸🖤

06/03/2025

Alhamdulillah 💙🌼

হে উম্মাহ' তোমার ভাই বোনেরা শেষ হয়ে যাচ্ছে অথচ তুমি আনন্দ উল্লাসে মেতে আছো😓💔 #সীরাহ
31/12/2024

হে উম্মাহ'
তোমার ভাই বোনেরা শেষ হয়ে যাচ্ছে অথচ তুমি আনন্দ উল্লাসে মেতে আছো😓💔

#সীরাহ

30/12/2024

পাপ করলে মনে জং ধরে!

রাসূল (সা:) বলেছেন,

"বান্দা যখন কোন গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সে তওবা করলে দাগটি উঠে যায়। কিন্তু যদি সে গুনাহ করে যেতেই থাকে তাহলে সমগ্র মনের উপর তা ছড়িয়ে যায়!

(হাদীসঃ- ৩৩৩৪, জামে তিরমিজি)

17/12/2024

"নিসন্দেহে সেই সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, এবং সেই ধ্বংস হয়েছে যে তার নফসের কলুষিত করেছে।"🖤

__[সূরা আস-সামস ৯-১০]

Address

Rangpur
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babli:

Share