29/05/2024
বোতল হাতে সাকিবের ব্যাটিং অনুশীলন, খেললেন বিগ শট; শেষ বিশ্বকাপ, ব্যাটে-বলে রাঙাতে চান | Shakib
হাতে কোন ব্যাট নেই। নেটের পেছনে দাড়িয়ে স্যাডো করছেন সাকিব আল হাসান। অনেকক্ষন এইম করে ব্যাট ছাড়াই বিগ শট খেললেন। আবার কখেনো ডিফেন্স করেছেন। নেটের পেছনে দাড়িয়ে বেশ কিছুক্ষন এরকম ব্যাটিং স্যাডো করেছেন সাকিব। তার এমন অবস্থা দেখলে মনে হতে পারে অণুশীলনে কি ব্যাট নিয়ে যাননি এই অল রাউন্ডার। এটি ব্যাটিং প্র্যাকটিস নয় বলা যায় চোখের ব্যায়াম। চোখের সমস্যার কারণে শেষ ওয়ানডে বিশ্বকাপটাও রাঙাতে পারেননি সাকিব। এবার সাকিব যখন অফিসিয়াল ফটোশুট করেছেন তখন তার চোখের পুরনো সমস্যা দেখা দিয়েছে। নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান বিশ্বসেরা অল রাউন্ডার তাইতো সিরিয়াস ব্যাটিং নিয়ে। কারণ বোলিংটা সাকিবের ন্যাচারাল।