The Diversity of BRUR Campus

The Diversity of  BRUR Campus Fair information

নওফেলের  ভাই,যার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হয়েছে  লোক প্রশাসন বিভাগের শিক্ষক
25/09/2025

নওফেলের ভাই,যার সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হয়েছে লোক প্রশাসন বিভাগের শিক্ষক

12/09/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান এর ১২ তম ব্যাচের জিনিয়া নামের একজন নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

কারণ এখনও জানা যায় নি।

প্রথমবারের মতো রংপুরে আসছে সাইমুম শিল্পীগোষ্ঠী। ১৭তম ব্যাচ নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সাংস্কৃতিক সন্ধ্যা – ...
12/09/2025

প্রথমবারের মতো রংপুরে আসছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

১৭তম ব্যাচ নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সাংস্কৃতিক সন্ধ্যা – ২০২৫।

📅 তারিখ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
⏰ সময়: দুপুর ২:৩০ মিনিট
📍 স্থান: স্বাধীনতা স্মারক মাঠ, বেরোবি

🎤 প্রধান আলোচক:
মাওলানা শায়খ মোহাম্মদ জামাল উদ্দীন

🎶 বিশেষ পরিবেশনায়:
👉 সাইমুম শিল্পীগোষ্ঠী
👉 সাংস্কৃতিক সন্ধ্যার পরিচালনায় রংঙ্গন শিল্পীগোষ্ঠী।

সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগে আপনারা আমন্ত্রিত!
– Manik Hossain

12/09/2025

জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃ*ত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

10/09/2025

আজ ডাকসুতে যারা জিতবে, তারা কীভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে, তারা কীভাবে পরাজয় গ্রহণ করবে, এই দুইটি প্রশ্নের উত্তর বলে দিবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।

একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের প্রভাব দেখিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। পেশিশক্তি, জনশক্তি এবং সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা চলছে, তা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ডাকসু এখন কেবল ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং পরিণত হয়েছে জাতীয় রাজনৈতিক দলের একটি এক্সটেনশন গেমে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো।

এর পাশাপাশি শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ, সবার প্রতি এক ধরনের গণহারে ট্যাগ বসানোর প্রবণতাও আজ স্পষ্টভাবে দেখা গেছে। এই প্রবণতা শেখ হাসিনার শাসনামলের রাজনৈতিক বাস্তবতারই ধারাবাহিকতা, যেখানে বিভাজন, সন্দেহ আর দমননীতি ছিল প্রাতিষ্ঠানিক। এই মানসিকতা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতিকে অনিরাপদ ও সংকুচিত করে তুলবে।ট্যাগিং ও বর্গীয় রাজনীতির অবশ্যই অবসান হতে হবে।

ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, যেখানে নিয়মিতভাবে নতুন নেতৃত্ব আসবে, পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণ করা হবে।

ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির একটি সম্ভাব্য শুরু হতে পারত। হতে পারত বলছি, কারণ এই ভোটের ফলাফল গ্রহণ নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো এই ফলাফলকে ঘিরে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যথেষ্ট ক্ষতিকর।

সকল সংশ্লিষ্ট পক্ষের উচিত ভোটারদের রায়কে সম্মান করা এবং জনগণের চাওয়াকে মাথা পেতে নেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা। সব সময় জয়ী হওয়ার আকাঙ্ক্ষা গণতন্ত্র নয়। গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হচ্ছে সহিষ্ণুতা। যাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, তাকেও যদি জনগণ বেছে নেয়, সেই বেছে নেওয়াকে সম্মান করাই গণতন্ত্র।

এই পরিস্থিতিতে আমি দেশের সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানাই। নিজেদের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার ফলাফল আমরা গত ১৭ বছর ধরে দেখেছি। এখন সময় এসেছে এই চক্র থেকে বেরিয়ে এসে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দেওয়ার। পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার। নইলে আগামী দিনের রাজনীতি জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী থেকে যাবে, আর গণতন্ত্র কোনদিন পূর্ণতা পাবে না।

09/09/2025
09/09/2025

'তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম ভিপি'

#ডাকসু

09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি নির্বাচিত হলেন আবু সাদিক কায়েম।

শহিদ আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলার ১নং আসামি বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার কিছুক্ষণ আগের কমেন্ট এবং ক্যাপশন। জ্বি...
29/08/2025

শহিদ আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলার ১নং আসামি বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার কিছুক্ষণ আগের কমেন্ট এবং ক্যাপশন।

জ্বি ওরা আমাদের থেকেও বেশি নিরাপদে আছে।
মহাজন বিচার কতদূর?
Gazi

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটিতে যারা আসবে তারা কি মেধাবী  হবে?
29/08/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটিতে যারা আসবে তারা কি মেধাবী হবে?

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী দেবাশীষ প্রামানিক (জয়) সুইডেনের Linna...
27/08/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী দেবাশীষ প্রামানিক (জয়) সুইডেনের Linnaeus University-তে অধ্যয়নের জন্য মর্যাদাপূর্ণ Swedish Linnaeus Scholarship অর্জন করেছেন। 🇸🇪

তিনি সেখানে Colonial and Postcolonial Studies বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করবেন। নতুন জ্ঞান, নতুন দিগন্ত আর নতুন স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাবেন ভবিষ্যতের পথে। ✨📖

এই অনন্য অর্জন তাঁর একাগ্রতা, মেধা ও অদম্য পরিশ্রমের উজ্জ্বল প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, সহপাঠী ও বন্ধুদের পাশাপাশি তাঁর বাবা-মা গভীরভাবে গর্বিত ও আনন্দিত। ❤️

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতের শিক্ষাজীবন ও কর্মজীবনে আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করছে। 🌸

📌 তিনি আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সুইডেনের উদ্দেশ্যে রওনা দেবেন।

হলের একাধিক সমস্যা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হলের দায়িত্ব নেই। আমি হলে আর যাই না। কোনো কাগজে সাক্ষর করি না। আমি প...
27/08/2025

হলের একাধিক সমস্যা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হলের দায়িত্ব নেই। আমি হলে আর যাই না। কোনো কাগজে সাক্ষর করি না। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রশাসন তা এখনো গ্রহণ করেনি।

Address

Begum Rokeya University
Rangpur
5404

Alerts

Be the first to know and let us send you an email when The Diversity of BRUR Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Diversity of BRUR Campus:

Share