
16/10/2024
সহস্র বছর পর যখন ইতিহাসের পাতা উল্টানো হবে,
মেসির হ্যাটট্রিকের গল্প বর্ণিত হবে।
মাঠের গ্রাসে একসময় দিগন্তবিস্তারী,
যিনি রংধনুর মতো, গোলের জাদু নিয়ে এসেছিলেন।
তাঁর পায়ে ছিল যাদু, হৃদয়ে ছিল প্রেম,
গোলের জন্য তাঁর উন্মাদনা, ফুটবলের রক্তে ছিল রেম।
শতাব্দীর পর শতাব্দী, স্মৃতির ভাঁড়ারে সাজানো,
একটি সোনালী মুহূর্ত, যে ছুঁয়ে যায় সবাইকে, আবেগে ভরা।
সঙ্গে জড়িয়ে থাকবে ইতিহাসের বাঁধন,
তাঁর খেলায় থাকবে আজন্ম আলোড়ন।
সহস্র বছর পরও ফুটবলের মহাযাত্রায়,
মেসির হ্যাটট্রিক, মহাকালের কাব্যরচনা।