07/04/2025
বদরের যুদ্ধ শুরু ঠিক আগ মুহুর্তে এক অমুসলিম লোক রাসুলুল্লাহ (সা) এর কাছে আসলেন ।
বললেন, আমি যু*দ্ধে অংশ নিতে চাই । রাসুল (সা) বললেন, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ । তাই শুধু মুসলিমরাই এই যুদ্ধে অংশ নিবে।
সেই ব্যাক্তি বললেন, ঠিক আছে। তাহলে আমি মুসলিম হব । যুদ্ধ শুরুর ঠিক আগ মুহুর্তে তিনি মুসলিম হলেন।
যুদ্ধে যাবার আগে রাসুল (সা) কে প্রশ্ন করলেন, আচ্ছা আমি যদি মারা যাই তাহলে আমার জীবনের বিনিময়ে আমি কি পাব ?
আল্লাহ্র রাসুল (সা) বললেন, জান্নাত।
সেই সাহাবা (রা) যু*দ্ধে শহীদ হলেন ।
তাঁর মৃত্যুর পর রাসুলুল্লাহ (সা) বলেছিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে লাভজনক ডিল এই ব্যাক্তি করলেন ।
সেই সাহাবি হচ্ছেন উমায়ের ইবেন আল-হুমাম আল আনসারী (রা) ।
বদরের যুদ্ধে মাত্র ১৪ জন মুসলিম শহীদ হোন। তাঁর মধ্যে এই ব্যাক্তি ছিলেন একজন।
ইসলামে যত যুদ্ধ আছে, যত শহীদ আছে তাঁর মধ্যে বদরীদের মর্যাদা সবচেয়ে উপরে।
চিন্তা করেন, তিনি সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, জীবনে একটা দোয়া পর্যন্ত উচ্চারণ করেন নাই - সেই ব্যাক্তিকে আল্লাহ্ বদরী শহীদ হিসেবে কবুল করেছিলেন।
আর এই লোক কিনা পৃথিবীর নিকৃষ্টতম গণহ*ত্যা নিয়ে প্রতিবাদ জানানোর সময় মানুষকে প্রশ্ন করছে সে নামাজি কিনা ?
আচ্ছা এই লোক যখন মধু বেচে তখন কি কাস্টোমারদের জিজ্ঞাসা করে সে নামাজি কিনা, সুদ-ঘুষ খায় কিনা ?
এদেরকে মানুষ কিভাবে স্কলার বলে ?