02/07/2025
শিরোনাম: বাবার ছায়া
আজ এক রিকশাওয়ালা চাচার শরীরটা হেলে পড়ে ছিল রিকশার পাশে। চোখে ছিল পরিশ্রমের ক্লান্তি, মুখে শান্তির ছাপ। হঠাৎ শুনলাম, তিনি আর নেই। সাড়া দিয়েছিলেন উপরওয়ালার ডাকে।
আমি থমকে গেলাম।
চোখের সামনে ভেসে উঠল আমার বাবার মুখ।
তিনি তো এখনও আছেন—কিন্তু কতো কষ্ট সয়ে যান চুপচাপ।
আমি মেয়ে হয়ে আজও তাঁর পাশে দাঁড়াতে পারিনি।
শুধু ভাবি, যদি হঠাৎ তিনিও এমন কোনো সকালে চলে যান?
আমি কি পারবো নিজেকে ক্ষমা করতে?
আজ এক অচেনা চাচার বিদায় আমার ভিতরে বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো।
এই অনুভবটা আমাকে থামিয়ে দিলো—কাঁদিয়ে দিলো।
---
বাবা আমি আছি অনেক ভালোবাসি তোমাকে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️