প্রজাপতি

প্রজাপতি Follow like comment shere 🌺🦋
(17)

19/09/2025

😩🤣


প্রজাপতি 🦋

মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! ভালোবাসাটা মন থেকে আসতে হয়,মন থেকে ভালোবাসার মানুষটাকে সৃকৃতি দিতে হয়। ভেতর থেক...
18/09/2025

মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! ভালোবাসাটা মন থেকে আসতে হয়,মন থেকে ভালোবাসার মানুষটাকে সৃকৃতি দিতে হয়। ভেতর থেকে আবেগ,অনুভূতি তার জন্য আসতে হয়।

কেউ তোমাকে জান, কলিজা, লাভ ইউ বলে উল্টে ফেললো। এর মানে এই না সে তোমাকে খুব ভালোবাসে। চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলা যায়। দিন শেষে কেউ তোমাকে সত্যিই যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ,আবেগ,অনুভূতিই সেটা বুঝিয়ে দিবে।

কেউ তোমার সাথে এডজাস্ট করতে পারছে না! তোমার ভালো লাগা, মন্দ লাগা, তোমার আবেগ,ইমোশনকে মূল্যয়ণ করতে পারছে না!
তার মানে সে তোমাকে ভালোবাসি বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি।

যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যকুলতা থাকবে। সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে। তোমার সাথে কথা বলা, সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে। তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে, অভিযোগ করবে, অভিমান করবে।

নড়বড়ে ইমোশন নিয়ে ভালোবাসতে যাবেন না! ভালোবাসলে জেদি হতে হবে, একরোখা হতে হবে। নয়তো আপনার দূর্বল ভালোবাসা পরিবার, সমাজ,বাস্তবতার চাপে হারিয়ে যাবে।
দিনশেষে যারা জেদি হয়, তারাই সবকিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে। আর নড়বড়ে প্রেমিক প্রেমিকাদেরি বিচ্ছেদ হয়, মন মালিন্য হয়। অবশেষে ডিপ্রেশনে ভুগে🌺🖤

17/09/2025

🌺🖤🫶

16/09/2025

Just fan 🤣
প্রজাপতি
Support all

15/09/2025

বৃষ্টি বিলাস 🌺🫶
সাপোর্ট করবেন প্লিজ,🖤🦋

আমি কখনোই কারও ব্যক্তিগত স্বাধীনতার দরজায় তালা লাগাইনি,শুধু হৃদয়ের একান্তজন হলে, ভালোবাসার অধিকার থেকেসতর্ক করার চেষ্টা ...
02/09/2025

আমি কখনোই কারও ব্যক্তিগত স্বাধীনতার দরজায় তালা লাগাইনি,
শুধু হৃদয়ের একান্তজন হলে, ভালোবাসার অধিকার থেকে
সতর্ক করার চেষ্টা করেছি।

কারণ জানি— যে যাবার, সে তো যেতেই জানে।
আর অতিরিক্ত অধিকার চাপালে
শেষ সম্বল সেই সম্মানটুকুও ঝরে যায় বাতাসে। 🌿🦋

এই যে আমরা এত করে কাছের মানুষদের বলি আমি তোমাকে কখনও ভুলতে পারব না। আমাদের কথা হবে সবসময়। আচ্ছা আমরা কি কথা রাখতে পারি? ...
18/07/2025

এই যে আমরা এত করে কাছের মানুষদের বলি আমি তোমাকে কখনও ভুলতে পারব না। আমাদের কথা হবে সবসময়। আচ্ছা আমরা কি কথা রাখতে পারি?

যাকে বলেছিলাম কখনও ভুলবো না, আমাদের কথা হবে যতদিন বেঁচে থাকি। তার সাথে কি আজও কথা হয়??

সম্পর্কের শুরুতে বছর ছয়মাস প্রচুর কথা হয় এর পর আস্তে আস্তে মেসেজের আকার ছোট হয় তারপর কালক্রমে সেই মানুষকে মনেও রাখি না কেননা আমরা তো নতুনে বিশ্বাসী। নতুন কাউকে পেলে পুরাতন কে ছুড়ে ফেলে দেই যেমন করে নোংরা বস্তুকে ফেলা হয় ডাস্টবিনে।

কেউ কেউ একটু খানি মেসেজ আশায় প্রহর গুনে আর কেউ না চাইতে পূর্ণ হয়ে যায় আশা।

আমরা এমনি অদ্ভুত।

খুব অদ্ভুত!!

_মোহাম্মদ শেখ শাহিনুর রহমান

#কাব্য
প্রজাপতি 🦋

13/07/2025

শুভ সন্ধ্যা

09/07/2025

শুভ রাত্রি

08/07/2025

Hello Everyone

মানুষ থেকে যায়,কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় 💔নিলয়ের দ্বিতীয় বিয়েটা পাবলিকের সামনে যেভাবে হ্য...
01/07/2025

মানুষ থেকে যায়,কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় 💔
নিলয়ের দ্বিতীয় বিয়েটা পাবলিকের সামনে যেভাবে হ্যাপি কাপল দেখানোর জন্য দিনরাত সোশ্যাল মিডিয়ায় এক্টিভ থাকতে দেখা যায়। ঠিক তেমনি যদি প্রথম বউ শখের সাথে করার চেষ্টা করতো, তাহলে হয়তো পারফেক্ট একটা জুটি হতে পারতো।
কিছু মানুষ এমনি হয়,, প্রথমজনকে অবহেলা করার পর- দ্বিতীয়ের মধ্যে সুখ খুঁজে বেড়ায়। তাই হয়তো পাবলিকের সামনে এতো ভালোবাসা দেখায় বা ভালোবাসে....

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রজাপতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share