Nur Adh-Din Foundation

Nur Adh-Din Foundation Nur Adh-Din Foundation is a Islamic publicity page. Nur Adh-Din Foundation is Islamic publicity page. Nur Adh-Din Foundation provide book to read.
(6)

Please like and follow Nur Adh-Din Foundation and with Nur Adh-Din Foundation to promote Islam

একটি ইসলামিক দাওয়াহ, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক ফাউন্ডেশন।
এসো হে তরুণ! দ্বীনের আলোয় আলোকিত হই 01313505359 Please like and follow Nur Adh-Din Foundation to promote Islam.

31/07/2025

নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর মাঝখানে হটাৎ কয়লার জাহাজে আগুন লেগে যায়, হে আল্লাহ জাহাজে থাকা উপস্থিত সকল কে আপনি রক্ষা করুন আমিন।

কখনো কি আল্লাহর কাছে এভাবে দু'আ করেছি?'ইয়া আল্লাহ্!আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা। আমার সামনে-পেছনে, ডানে-বামে,...
31/07/2025

কখনো কি আল্লাহর কাছে এভাবে দু'আ করেছি?
'ইয়া আল্লাহ্!
আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা। আমার সামনে-পেছনে, ডানে-বামে, উপরে-নিচে সবখানে ফিতনা আর ফিতনা। ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। দুঃসাধ্য হয়ে উঠেছে।
ইয়া রব!
যদি আমার কোনো ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করা'টা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে।
মাবুদ!
আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক।
যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে,
আমার অন্তর প্রশান্ত হবে।
আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক।
আপনি'ই পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি।
মাবুদ!
আপনার অঢল, অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন। আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন।😥🥀
বইঃ বেলা ফুরাবার আগে

31/07/2025
যে বিকারকে সৌন্দর্য বলে তুলে ধরা হচ্ছে” — চিন্তার একটি আহ্বান ১০ বছর আগেও, ২০১৫ সালে, কেউ যদি কলেজ ক্যাম্পাসে কোনো মেয়েক...
31/07/2025

যে বিকারকে সৌন্দর্য বলে তুলে ধরা হচ্ছে” — চিন্তার একটি আহ্বান

১০ বছর আগেও, ২০১৫ সালে, কেউ যদি কলেজ ক্যাম্পাসে কোনো মেয়েকে প্রশ্ন করত: “তুমি কি গে/সমকামী?”, তখন হয়তো মেয়েটি রেগে গিয়ে প্রতিবাদ করত। সমাজ তখনও এধরনের বিকৃত চিন্তাকে স্বাভাবিকভাবে নেয়নি।

কিন্তু ২০২৫ সালে এসে আমরা কী দেখছি? অনেক ক্ষেত্রেই এখন এমন প্রশ্নের উত্তর হয় হাস্যরস বা মুচকি হাসি। কেন? কারণ সমাজের মন-মানসিকতা পাল্টে যাচ্ছে। যা আগে ছিল ঘৃণিত, এখন তা ‘মুক্তচিন্তা’র নামে গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে।

❖ কী ঘটছে আমাদের সমাজে?
আজ আমরা দেখতে পাই, কিছু তরুণ এমনভাবে নিজেদের উপস্থাপন করছে—যেমন মেয়েলি ভঙ্গিতে কথা বলা, মেয়েদের পোশাক পরা, মেয়েদের স্টাইল অনুসরণ করা ইত্যাদি—যা ইসলামি শিক্ষা ও স্বভাবজাত ফিতরাহর পরিপন্থী।

তাদেরকে টিভি, ইউটিউব, নাটক, শো এবং বিজ্ঞাপনে ‘মডেল’ বানানো হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে—“তোমার যেভাবে ভালো লাগে, সেভাবেই থেকো”, এমনকি লিঙ্গ পরিবর্তন বা সমকামিতাও একধরনের ‘ব্যক্তিগত পছন্দ’ বলে প্রচার করা হচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো—ইসলাম এ বিষয়ে কী বলে?

📖 আল-কুরআনের দৃষ্টিতে:
“তোমরা তো নারীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে কামনা চরিতার্থ করো! বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক সম্প্রদায়।”
— (সূরা আশ-শু'আরা: ১৬৫-১৬৬)

“তোমাদের মধ্য থেকে যারা অশ্লীলতা করে, তাদের শাস্তি দাও, যতক্ষণ না তারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে।”
— (সূরা আন-নূর: ৫)

📜 রাসূল ﷺ কী বলেছেন?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“আল্লাহ সেই পুরুষদের প্রতি লা‘নত করেছেন যারা নারীদের অনুকরণ করে এবং সেই নারীদের প্রতি লা‘নত করেছেন যারা পুরুষদের অনুকরণ করে।”
— (বুখারী: ৫৮৮৫)

আরও বলেছেন:

“আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা লওত (সমকামিতা) এর কাজ করবে। আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হবেন।”
— (তিরমিযি: হাদীস ১৪৫৮)

⚠️ এই একটি ষড়যন্ত্র নয় কি?
সমাজে একটি ধাপে ধাপে মানসিকতার পরিবর্তন ঘটানো হচ্ছে। মিডিয়া, ফ্যাশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সেলিব্রিটিদের ব্যবহার করে তরুণ-তরুণীদের এমন একটি পরিবেশে ঠেলে দেওয়া হচ্ছে—যেখানে হারামকে হালাল, অসভ্যতাকে ‘সাহস’ আর বিকৃতিকে ‘ব্যক্তিস্বাধীনতা’ হিসেবে তুলে ধরা হচ্ছে।

🎯 লক্ষ্য কী?
একটি ঈমানদার ও বিপ্লবী প্রজন্ম যেন নিজ নিজ পরিচয় ভুলে যায়, ইসলামি জীবনব্যবস্থা ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতির দাসে পরিণত হয়। এইভাবেই ধ্বংস করে ফেলা যাবে আমাদের আত্মিক শক্তি ও একতা।

🔥 কী করণীয়?
সত্যের পথে অটল থাকা — সমাজ যা-ই বলুক, কুরআন-সুন্নাহর আলোকে ন্যায়-অন্যায় বুঝে চলা।

সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা — মিডিয়ার বদলে দীনের আলোয় গড়া আদর্শ চরিত্র তৈরি করা।

মিডিয়া ও কনটেন্ট বাছাই করা — যা দেখছি, পড়ছি, শেয়ার করছি, সব কিছুর দ্বীনি দিক বিবেচনা করা।

সুন্দরভাবে মানুষকে বোঝানো — ঘৃণা নয়, হিকমাহ ও মমতার মাধ্যমে মানুষকে বুঝানো।

🤲 দোয়া:
“হে আল্লাহ! আমাদের অন্তরগুলোকে ফিতনার অন্ধকার থেকে বাঁচাও,
আমাদের সন্তানদের হিফাজত করো বিকৃত চিন্তা ও কু-প্রবৃত্তি থেকে।
আমাদেরকে হিদায়তের উপর প্রতিষ্ঠিত রাখো। আমীন।”

আমাদের শুরুটা খুব কঠিন ছিল। কিন্তু আল্লাহর রহমতে প্রথম কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছিলাম।আলহামদুলিল্লাহ
30/07/2025

আমাদের শুরুটা খুব কঠিন ছিল। কিন্তু আল্লাহর রহমতে প্রথম কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছিলাম।
আলহামদুলিল্লাহ

আপনি কোনটা করবেন?
30/07/2025

আপনি কোনটা করবেন?

সা‘ঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, তিন জনের একটি দল রাসূল (ﷺ)-এর ইবাদত সম্পর...
30/07/2025

সা‘ঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, তিন জনের একটি দল রাসূল (ﷺ)-এর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য রাসূল (ﷺ)-এর বিবিগণের গৃহে আগমন করল। যখন তাঁদেরকে এ সম্পর্কে অবহিত করা হলো, তখন তারা এ ইবাদতের পরিমাণ যেন কম মনে করল এবং বলল, আমরা রাসূল (ﷺ) - এর সমকক্ষ হতে পারি না। কারণ, তার আগে ও পরের সকল গুনাহ্ মাফ করে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতে নামায আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সারা বছর রোযা পালন করব এবং কখনও বিরতি দিব না। অপরজন বলল, আমি নারী বিবর্জিত থাকব-কখনও শাদী করব না।
এরপর রাসূল (ﷺ) তাদের নিকট এলেন এবং বললেন, “তোমরা কি ঐ সকল ব্যক্তি যারা এরূপ কথাবার্তা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশী ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি আমি বেশী আনুগত্যশীল; অথচ আমি রোযা পালন করি, আবার রোযা থেকে বিরতও থাকি। নামায আদায় করি এবং ঘুমাই ও বিয়ে-শাদী করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ ভাব পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়।
—সহীহ বুখারী, হাদীস নং ৪৬৯৭ (আন্তর্জাতিক নং ৫০৬৩)

30/07/2025

যে চারটি কথা আল্লাহর কাছে প্রিয়!

কালকের অনলাইনের মিটিং এর সময়
30/07/2025

কালকের অনলাইনের মিটিং এর সময়

পুরুষ এবং নারীর উভয়ের জন্য মাহরাম রয়েছে। অনেকেরই তা অজানা। তাই রিমাইন্ডার হিসেবে এই পোস্ট ! 🎯আল্লাহ সবাইকে মাহরাম মেইনটে...
30/07/2025

পুরুষ এবং নারীর উভয়ের জন্য মাহরাম রয়েছে। অনেকেরই তা অজানা। তাই রিমাইন্ডার হিসেবে এই পোস্ট ! 🎯

আল্লাহ সবাইকে মাহরাম মেইনটেইন করে নিজ হায়া ও গাইরতকে হিফাজত রাখার তৌফিক ফরমান। (আমিন)

Address

Sonaroy
Rangpur
5300

Telephone

+8801755371997

Website

http://facebook.com/nuradhdinlibrary

Alerts

Be the first to know and let us send you an email when Nur Adh-Din Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Adh-Din Foundation:

Share