25/08/2024
👑 কবিতাঃ ভালোবেসেছি তোমায় 👑
💔 লেখকঃ Maidul Islam Maruf 💔
Maruf's Diary
তুমি মায়াবতী , তুমি সুহাসিনী , আর কি নাম দেবো তোমার 🤗
এতো টা ভালোবাসার পরেও তুমি হওনি আমার 💔
আমি ফুল দেখেছি , আমি চাঁদ দেখেছি 🥰
আমি তোমায় ভালোবেসেছি , আমি তোমায় রাখতে চেয়েছি 🥺
ভালোবেসে দেখিয়েছো স্বপ্ন শত , রেখেছি মনে আশা 💔
সব দিয়েছো তুমি আমায় , দেওনি সত্যিকারের ভালোবাসা 😔
তোমাকে পাওয়ার জন্য ভুলেছিলাম আমি জগৎ-সংসার 😓
তুমি চলে গেলে জানি ফিরবে না কখনো আর 😐
তবুও প্রতিক্ষণ পথ চেয়ে থাকি তোমার ☹️
আসবে না জেনেও তোমার পানে তাকাই আমি বহুবার 🙂
কি ছিলো আমার দোষ , কি ছিলো আমার ভুল 🙏
যার জন্য দিতে হচ্ছে আমার এতো কিছুর মাশুল 😅
ভালোবেসেছি তোমায় দেইনি কখনো কষ্ট ☹️
তোমার গল্পে আজ আমি পুরোটা জুড়েই নষ্ট 💔
ভালোবাসার নাম তুমি দিয়েছো নাকি জোর 😅
তোমার জীবনে সকাল আসলেও আমার জীবনে আসেনি ভোর 💔🙏
's_ডায়েরি_01 💔