Poem Of Sharmin Shila

Poem Of Sharmin Shila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poem Of Sharmin Shila, Digital creator, Rangpur.

27/08/2024
26/08/2024

"প্রথম দেখা"
বৃষ্টিতে ভিজা কৃষ্ণচূড়ার পাপরি পরা
প্রস্থ্য পথটায়
প্রথম দেখেছিলাম তোমায়,
তুমি লাজুকতার মায়াবী মুচকি হাসি দিয়ে
তাকিয়েছিলে আমার বাতায়নে।
খোলা চুলে,বাতাসের স্পর্শে তোমায় অপরুপ লাগছিল,
আমি শুধু মুগ্ধতায় চেয়ে ছিলাম
ইশারায় ডেকেছিলাম কিন্তু শুনোনি
পিছু ফিরে তাকাও নি,
ক্ষনিক সময় হারিয়ে গিয়েছিলাম কল্পনার রাজ্যে!

25/08/2024

"ফিরে আসিবো না আর"

ঘুরে চাহিবো না, ফিরে আসিবো না
শুনিবোনা আর কারো সরল বচন
ডিঙি নৌকায় পাল তুলে চলে যাবো অদূরে -
বকুলের সুবাস যদি
হাতছানি দিয়ে ডাকে আমায়,
পায়রার কাছে না ফেরার বার্তা পাঠাবো
ফিরবো না,লিখবো না আর কোনো কাব্য।

-শারমিন শিলা

24/08/2024

"স্মৃতির পাতা"

আমায় পাবে খুজে তোমার ইন্দ্রছাপে
অযথা বাহ্য জগৎ এ কেনো খুজো তবে
আমি তো কামনার কামিনী নই
আমি যে হৃদয় বালা
আমি তোমার আঁখিদ্বয়ের তৃপ্তির প্রান্জলা।

কোনো কল্প কাহিনীর কুমারী নই
আমি যে চেতনার রানী
আমি যে তোমার নির্ঘুম রাতের
হৃদয় হরণ কারি।

আমি কারো ঘুম জরানো ঝাপসা চোখের
এলোমেলো স্বপ্ন নই,
আমি যে বাস্তবতা
আমি যে তোমার ফেলে আসা দিনগুলোর
স্মৃতির পাতা।

- শারমিন শিলা

24/08/2024

"একাকিত্ব"

উদাস চাহুনির ছাউনি তলে
ভাসিতেছি একাকিত্বের অথৈই সাগরে,
নীর হারা চাতক পাখির মতো
কাকে যেনো খুজে যায় আখিদ্বয়,
তারে হারাবার ভয়
অজানা আশংকায় ক্রন্দনরত আহত হৃদয়!
এখন আসিতো যদি সেই শুভাকাঙ্ক্ষী হায়।

- শারমিন শিলা

23/08/2024

" অজানা উত্তর "

বিনাস করিবার শেষ লগ্নে
কি হইবে বৈষম্যের মিথ্যা প্রতিশ্রুতে
কারো তুচ্ছ -তাচ্ছিল্যে হিয়া যে মোর ভাঙ্গিবার দ্বারপ্রান্তে।
এ জীবন চক্রের জটিলতার ক্রমবৃদ্ধির পরিসমাপ্তি,
অধরা ধস্ত স্বপ্নগুলোর পুনরুত্থান এর সামর্থ্য কারো থাকিতো যদি -
গোলক ধাঁধায় সত্যের সন্ধানে হাতরে বেড়ানো
কিছু প্রশ্নের উত্তর যদি কেহ আনিয়া দিতো
যা আমি নিজের সাথে, মনের সাথে
লরে যাই প্রতিনিয়ত-
আমি যে দিন শেষে বড্ড ক্লান্ত।

- শারমিন শিলা

23/08/2024

"হারাবো অজানায়"

চলোনা তরিঙ্গীনীর তীরে কাধে মাথা রেখে
যামিনীর চন্দ্রকিরন অঙ্গে মেখে নেই,
হিম শিতল হাওয়ায় মনটা জুরিয়ে যাবে
অম্বরের নীলচে আভায়
পুলকিত হবে অশান্ত আখিদ্বয়।
চলনা গর্জে উঠা সমুদ্র জোয়ারে
পদযুগল ডুবিয়ে হেঁটে চলি সমগতিতে,
পানির ছল ছল শব্দে,গল্পের ছন্দে
একাকার করে দেই মুহূর্তটাকে।

-শারমিন শিলা

22/08/2024

"হারাবো তোমারে লয়ে"

কোনো এক শরৎ এর বিকেলে
শুভ্রা কাশফুলের দোদুল্যতায়
বিশুদ্ধ বাতাসে প্রফুল্ল হ্নদয়ে
হারাবো তোমারে লয়ে।
নীল গগনে কাদম্বিনীর পায়তারার মাঝে
এক ফালি চন্দ্রকান্তা,
মহীয়ানের জমানো সব সৌন্দর্যতা
সবার মাঝে হারাবো তোমারে লয়ে।
অগ্নঝরা গ্রীষ্মের করা রোদ্দুরে
শাপলা ফোটা বিলের পুষ্পা জলে
কদম বৃক্ষের ছায়া তলে
হারাবো তোমারে লয়ে।
ঘনিয়ে আসা সাঝঁ সাঝঁ লগ্নে
রক্তিম প্রভাকর অস্তিবার অন্তিম মুহূর্তে
নীরে ফেরা পাখিতের ভিরে
হারাবো তোমারে লয়ে।।

- শারমিন শিলা

22/08/2024

"কাব্য মানবী"

আমি আনমনে, অনন্ত উদাসীন
ছন্নছাড়া এক কাব্য মানবি
কল্পনার বসুন্ধরাটি নিজের মতো করে তাই
সাজিয়ে নিতে পারি।
আমার কল্পনা জল্পনার সেই রঙ্গিন ক্যানভাসেে
এক ফালি রোদ রোজ মুচকি মুচকি হাসে,,
ঢোল তবলার তালে বেহালার সুরে
বুকের বাম পাশে কম্পন আসে,
মেঘের ভেলায় শব্দ তরঙ্গ আসে ভেসে
আকাশের বুক ক্ষুুুরে,
মুগ্ধ ধরায় সুরের মোহরায় উদাসী আমি
মুগ্ধ আমি....l

- শারমিন শিলা

Address

Rangpur
5053

Alerts

Be the first to know and let us send you an email when Poem Of Sharmin Shila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share