29/09/2025
এত রাগারাগি, হিংসা, পরশ্রীকাতরতা, জেলাসি, কম্পিটিশন, কথা বন্ধ, মুখ দেখতে না চাওয়া, ফেরৎ না যাওয়া কিসের!
আপনার কাছে আর কত সময় আছে! আপনি বলতে পারেন? ঠিক কত টাকা জমালে আপনি সারাজীবন বেঁচে থাকতে পারবেন? ঠিক কত মানুষকে ঠকালে, মুখ ফিরিয়ে নিলে, পাশ কাটিয়ে চলে গেলে আপনার আর কোনোদিন সুযোগ হবে কি না ক্ষমা চাওয়ার মতো, আফসোস হবে কি না সব শেষের আগে!
আচ্ছা! নিজেকে মহান ভেবে কাউকে ছোটো করলে, মনে দুঃখ দিলে কি আপনার আয়ু ৫ মিনিট বেড়ে যাবে?
মানুষের জীবন কতটা আনসার্টেন!
মিছরির দানার মতোই ছোটো, কাঠখোট্টা রোদে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অপ্রত্যাশিত,,
এখানে দুঃখ জমিয়ে রাখার মতো বেশি স্পেস নাই,
এই “আচমকা মরে গেলাম” মার্কা জীবনে যতটুকু পারবেন নিজের জন্য বাঁচবেন, নিজের খুশির জন্য ভাববেন, একটা টানটান হাসি মুখ নিয়ে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াবেন, কাছের মুখগুলোকে বারবার জাপ্টে ধরবেন…
ক্যয়া পতা কাল হো না হো!
Writer - Ayan Mukherjee Nil
Vocal - Mibi - মিবি