Mibi - মিবি

Mibi - মিবি মিবি পাখির দুঃখকথা 📨🕊️
(13)

29/09/2025

এত রাগারাগি, হিংসা, পরশ্রীকাতরতা, জেলাসি, কম্পিটিশন, কথা বন্ধ, মুখ দেখতে না চাওয়া, ফেরৎ না যাওয়া কিসের!

আপনার কাছে আর কত সময় আছে! আপনি বলতে পারেন? ঠিক কত টাকা জমালে আপনি সারাজীবন বেঁচে থাকতে পারবেন? ঠিক কত মানুষকে ঠকালে, মুখ ফিরিয়ে নিলে, পাশ কাটিয়ে চলে গেলে আপনার আর কোনোদিন সুযোগ হবে কি না ক্ষমা চাওয়ার মতো, আফসোস হবে কি না সব শেষের আগে!

আচ্ছা! নিজেকে মহান ভেবে কাউকে ছোটো করলে, মনে দুঃখ দিলে কি আপনার আয়ু ৫ মিনিট বেড়ে যাবে?

মানুষের জীবন কতটা আনসার্টেন!
মিছরির দানার মতোই ছোটো, কাঠখোট্টা রোদে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অপ্রত্যাশিত,,
এখানে দুঃখ জমিয়ে রাখার মতো বেশি স্পেস নাই,

এই “আচমকা মরে গেলাম” মার্কা জীবনে যতটুকু পারবেন নিজের জন্য বাঁচবেন, নিজের খুশির জন্য ভাববেন, একটা টানটান হাসি মুখ নিয়ে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়াবেন, কাছের মুখগুলোকে বারবার জাপ্টে ধরবেন…

ক্যয়া পতা কাল হো না হো!

Writer - Ayan Mukherjee Nil
Vocal - Mibi - মিবি

28/09/2025

অসুস্থতা জানার পর কেউ যখন "এখন শরীরটা কেমন?" লিখে মেসেজ দেয়, তাকে আপন আপন লাগে। লম্বা পথ ট্রাভেল করবো শুনে, দোয়া করে যে সাবধানে যেতে বলে- তাকেও বেশ ভালোই লাগে। যে বন্ধু বলে 'সমস্যা থাকলে বলিস, মন খারাপ হলে কল দিস' তাকে নিয়ে ভালো লাগার শেষ নেই। ফেসবুকের যে ফ্রেন্ডটা মেসেঞ্জারে বরাবরই দ্রুত রিপ্লাই করে, যাকে দরকারে নক দিলেই সাড়া পাওয়া যায়- তাকে তো ভালো লাগেই।

ধরতে গেলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত। সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় দেয়, যারা প্রায়োরিটি দেয়- তাদেরকে 'আপন' মনে হয়।🌻

Lines - collected
Vocal - Mibi - মিবি

27/09/2025

তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো, সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য। কিন্তু তুমি এখন এতোই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না! আচ্ছা, মানতে পারাটা স্বাভাবিক নাকি মানতে না পারাটা স্বাভাবিক? তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না, নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটা মানতে পারছি না?

Writer - Mizanur Rahman A***n
Vocal - Mibi - মিবি

26/09/2025

একটা জিনিস মনে রাখা জরুরী- যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবেনা, সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত নয়। অবহেলা পেলে, তোমারও যেমন ব্যথা হয়, যাকে দিচ্ছো- তার'ও কি কম?

লেখা— আসাদুজ্জামান জীবন
ভয়েস Mibi - মিবি

20/09/2025

আমার জন্য কেউ অপেক্ষা করে নাই। কেউ আমার জন্য অপেক্ষা করে আফসোসের সুরে বলে নাই, 'তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি।'

Writer - আরিফ হুসাইন
Vocal - Mibi - মিবি

14/09/2025

"একসময় ভাবতাম, মানুষকে মুগ্ধ করতে পারলেই বোধহয় সে একদিন আমাকে ভালোবাসবে। খোদার অশেষ কৃপায় মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু আধটু পেয়েছিলাম।

তারপর ফ্যালফ্যাল করে চেয়ে দেখলাম, মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায়। আর মুগ্ধতা ফুরালে মানুষও আর থাকে না।

Writer - Mushfiqur Rahman Ashique
Vocal - Mibi - মিবি

12/09/2025

আমাদের সবার বুকের ভিতরে একান্ত নিজের একটা জগৎ থাকে, নিজের একটা মানুষ থাকে। সেই মানুষটার কাছে আমরা শিশু হয়ে যেতে চাই। আমরা চাই সেই মানুষটা আমাদের খামখেয়ালি বুঝুক। আমাদের রাগ, অভিমান, ভালোবাসা, দুঃখ, আনন্দ সব বুঝুক। আমরা না বলতেই বুঝুক।🖤🌸

Lines - collected
Vocal - Mibi - মিবি

11/09/2025

তোমারে মনে পড়ে রাইত হইলে। নদীর ঘাটে বইসা থাকি কল্পনায় আকিঁ তোমারে। দেহি তোমার লাহান-ই একখানা ফকফকা পূর্ণিমা চাঁদ জলে সাতরাইয়্যা বেড়ায়। জোনাকিরা উইড়া উইড়া যায়। মাঝি বৈঠা বাইয়্যা ছুইটা চলে চান্দের পিছে। দূরে কোথাও সাই সাই নিশাচর রাত জাগা পাখিরা উইরা যায়। আমি তো রাত জাগা পাখি না। আমি ক্যান জাইগা থাকি তোমারে ভাইবা? কইতে পারো?

Lines - collect
Vocal - Mibi - মিবি

10/09/2025

আপনার জীবনে করা ভুল
থেকে আমাকে একটা পরামর্শ দিন!

09/09/2025

"দিন দিন কেমন স্বার্থপর হয়ে গেলাম আমরা। একটু উনিশ-বিশ হলেই আমরা সব ছেড়েছুড়ে চলে যেতে চাই। আমরা এখন আর শুধু সুখ খুঁজি না, একদম নিরবচ্ছিন্ন সুখ খুঁজি।

অনেকগুলো সুখের দিনের পর যেই একটু দুঃখ আসে, আমরা হাল ছেড়ে দিই। চারপাশ থেকে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে। ওরা ফিসফিস করে বলে, "You deserve better"

আমরা লোভে পড়ে যাই। Better এর লোভ। সেই লোভে আমরা ভালো দিনগুলোকে পেছনে ফেলে Better খুঁজতে বের হই। একটাবার পেছনে ফিরে তাকাই না।

আমাদের মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, কম্প্রোমাইজ করে পরাজিতরা, মেনে নেওয়া মানে হেরে যাওয়া। আমরা কেবলই জিততে চাই। জিততে গিয়ে আমরা কখন যেন সব হারাই।

ভালো থাকার পর 'আরো ভালো' খুঁজতে গিয়ে একদিন আমরা টের পাই, এই পৃথিবীতে ভালোর কোনো শেষ নেই। ততদিনে বড্ড বেশি দেরি হয়ে যায়!"

Writer - Mushfiqur Rahman Ashique
Vocal - Mibi - মিবি

Address

Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Mibi - মিবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share