Mibi - মিবি

Mibi - মিবি মিবি পাখির দুঃখকথা 📨🕊️
(10)

28/10/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। 🖤

Writer - Amit Dittuu
Vocal -

28/10/2025

অক্টোবরের ক্যালেন্ডার বদলানোর আগেই বদলে যায় চিরচেনা পরিচিত আস্ত একটা মানুষ। অথচ টেকনাফের 'বামে মোর' লেখা সাইনবোর্ড তুমুল ঝড়ে তখনও দাঁড়িয়ে।

আর আমি দাঁড়িয়ে আছি তাকিয়ে খুব সহজেই মানুষের বদলে যাওয়ার দিকে। দৈনন্দিন সময়ে চলার পথে কখন যেনো হাসতে ভুলে গেলাম, এরপর আর পৃথিবীর কিছুই আমাকে হাসায় না।

মুখে নিয়ে ঘুরি পৃথিবীর সবচেয়ে হাস্যজ্বল মানচিত্র। সবাই দেখছে হাসছি, আমি ভুলে গেছি শেষ কবেকার কোন বার আমি হেসেছিলাম।

In words - Ashraf Ahmed
Vocal -

28/10/2025

আমি তোমাকে চেয়েছি বলেই যে আমাকে খুব করে চেয়েছিল, সে আমাকে পায়নি।

27/10/2025

বিশ্বাসটাকে জরুরি বিভাগে পাঠানোর জন্য ধন্যবাদ। যে বা যারা আমার বিশ্বাস আর ভরসার উপরে আঘাত দিয়েছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা।

যে বা যারা আমাকে ঠকিয়েছ বিভিন্ন কায়দায়, তাদের প্রতি আমার শিক্ষা গুরুর সালাম।

Writer - Md Mahadi Hasan
Vocal -

27/10/2025

কলঙ্কের দাগও পাইলাম, বিচ্ছেদের যন্ত্রণাও পাইলাম। পাইলাম না শুধু তোমারই.. 💔

Lines collected
Vocal -

26/10/2025

তুমি কি এখন রাতে ঘুমাও না?
রাতে ঘুম হয় তোমার?

কবিতা: 'প্রযত্নে'
কাব্যগ্রন্থ: 'অতটা দূরে নয় আকাশ'
Wtiter -Salman Habib
Vocal - Mibi

"আমারে একটু মনে রাইখো" বইটি পাঠিয়েছেন লেখক Md Mahadi Hasan  ভাইয়া।ইতিমধ্যেই আমি যতটুকু পড়েছি শুধু এটাই বলবো, এই বইটার প...
26/10/2025

"আমারে একটু মনে রাইখো" বইটি পাঠিয়েছেন লেখক Md Mahadi Hasan ভাইয়া।

ইতিমধ্যেই আমি যতটুকু পড়েছি শুধু এটাই বলবো, এই বইটার প্রচ্ছেদটা যতটুকু সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর ভাইয়ার লেখাগুলো। আমিতো পড়বোই আপনারাও শুনবেন.. ❤️

25/10/2025

রবি ঠাকুর বলেছিলেন
পৃথিবীতে কাহারো অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না।

Mibi - মিবি

24/10/2025

🖤

23/10/2025

"কথা বইলেন। রাগে, জিদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচবো, কেউ কি জানি?

যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন মানুষটা আর নাই। রাতের ঐ শীতল নীরবতাই ছিলো আপনাদের শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে, বলেন?

Writer - Mushfiqur Rahman Ashique
Vocal - Mibi - মিবি

21/10/2025

তুমি চলে যাওয়ার পর
কত কি যে হয়ে গেল..

লেখা - আসাদুজ্জামান জীবন
কন্ঠে - Mibi - মিবি

Address

Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Mibi - মিবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share