11/01/2025
প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো। দ্বিতীয়বার হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয় ভুল সময়ে আমাদের দেখা হয়েছিলো। তৃতীয়বার হেরে যাওয়ার পর সমস্ত দোষ দিয়ে দিলাম ভাগ্যকে।
বারবার ধাক্কা খেয়েও ফিরে আসতাম বোধহয় আরেকবার হেরে যাওয়ার জন্যই। বারবার শীতল হয়ে যাওয়ার পরেও আবার ফিরতাম, রূপকথার মতো জীবন বদলে যাওয়ার আশায়!
আমরা মানুষ মাত্রই বেহায়া। প্রতিবার পাথর হয়ে যাওয়ার সপথ করে সে সামান্য মায়ার কাছে আত্মসমর্পণ করে ফেলে শতবার, সহস্রবার।❤️🩹
Collected by Mushfiqur Rahman Ashique vai