hafez Mohammad mohtaj uddin

hafez Mohammad mohtaj uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from hafez Mohammad mohtaj uddin, Digital creator, Rangpur.
(11)

আস্সালামু-আলাইকুম

আল্লাহ আপনার কল্যান দান করুক আমিন�

follow দিলে একটু দেরি হলে ও ব্যাক পাবেন ইনশাআল্লাহ
সাপোর্ট করলে সাপোর্ট পাবেন
পাশে থাকলে পাশে পাবেন
নামাজের সময় বাদ দিয়ে সব সময় একটিভ থাকি।

ক্বওমী মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র-কেন্দ্রীয় পরীক্ষা দিচ্ছে, একজন অস্ত্রধারী পুলিশেরও প্রয়োজন হয় না।হলের ভিতরেও অসম্ভব নির...
06/02/2025

ক্বওমী মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র-কেন্দ্রীয় পরীক্ষা দিচ্ছে, একজন অস্ত্রধারী পুলিশেরও প্রয়োজন হয় না।

হলের ভিতরেও অসম্ভব নিরবতা। কলমের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মাশাআল্লাহ।🖤🌸

এটা একমাত্র কওমী মাদরাসাতেই সম্ভব। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে, নিজেকে কওমী মাদরাসার সন্তান হিসেবে পরিচয় দিতে পেরে।
আলহামদুলিল্লাহ 💝🌸🌺

31/12/2024

থার্টিফাষ্ট নাইট উদযাপন মুসলিমদের সংস্কৃতি নয়।
বিজাতীয় সংস্কৃতি বর্জন করুন। বরং দু’আ ও ইস্তিগফারের 🤲মাধ্যমে নতুন বছর শুরু করুন।

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?তাদ...
29/12/2024

কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,
আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?
তাদের মা/খালা/আপা পরামর্শ দিয়েছিল কাঁচা মরিচ শুকনা করে রেখে,,, আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে.! বেগুনির পরিবর্তে পেপনি খেতে..!
বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ.
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ"

লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি, যিনি আমাদের প্রতিপালক ও রব,,,। ওই মহান রব আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।।
আমার বিশ্ব

থার্টিফার্স্ট নাইট পালন করা হারাম।🚫জেনে শুনে এর অন্তর্ভুক্ত হলে আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হবেন দলিল সহ বিস্তারিত :থার্টি...
28/12/2024

থার্টিফার্স্ট নাইট পালন করা হারাম।🚫
জেনে শুনে এর অন্তর্ভুক্ত হলে আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হবেন দলিল সহ বিস্তারিত :

থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস:-
আসুন জানি থার্টিফার্স্ট নাইট কী.!⁉️

থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ইংরেজি বছরের
পালাবদল।
ডিসেম্বর মাস শেষ হয়ে পহেলা জানুয়ারির শুরু। বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন আয়োজনের মাধ্য দিয়ে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করে থাকে।

দে/ব/তা জানুস (Janus) এর নাম শুনেছেন?
যদি না শুনে থাকেন, তাহলে ইতিহাস সম্পর্কে জানুন;.

দুই মাথাওয়ালা জানুস ছিল রোমানদের নিকট
ভাগ্য দেবতা।
রোমানিয়ারা মনে করতো জানুস দেবতাই তাঁদের ভাগ্য নির্ধারণ করে।
এই কারণে রোমানিয়ারা জানুসকে পূজা করতো। জানুয়ারি মাসের নামকরনও করা হয়, জানুস দেবতার নামানুসারে।
যেহেতু রোমানিয়ারা জানুসকে ভাগ্য দেবতা মানতো তাই ওরা ৩১শে ডিসেম্বর রাতে ১২ টা বাজার পূর্বে জানুসের পিছনের মাথার সামনে গিয়ে বলতো আমরা গত বছর ভালো ছিলাম তোমার কল্যাণে "নাউজুবিল্লাহি মিন যা লিক"।

যখনই রাত ১২টা বাজতো, রোমানিয়ারা জানুসের
সামনের মাথার দিকে চলে যেত।
কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয়, তাহলে জানুসের সামনের মাথাকে খুশি রাখতে হবে। এই জন্যই রোমানিয়ারা আবার প্রার্থনা করতো। ৩১শে ডিসেম্বর সেই উৎসব-উদযাপন, পূজা- প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ তা হয়ে উঠেছে বিশ্বব্যাপী ‘’থার্টি ফার্স্ট নাইট"।

ইংরেজ তথা খ্রিষ্টান জাতি মুসলমানদের চরম শত্রু। আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারি না। একজন মুসলমান হিসেবে তাদের সভ্যতা- সাংস্কৃতি আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না।

আল্লাহ তাআলা কুরআন পাকে এরশাদ করেন,

হে মুমিনগণ তোমরা ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে
বন্ধু রুপে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ তায়ালা জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।

(সূরা মায়েদা আয়াত ৫১)

আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন বিজাতির কৃষ্টি কালচারের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত হবে" (আবু দাউদ)

পোষ্ট টি শে*য়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

23/12/2024

Assalamualaikum
শুভ সকাল বন্ধুরা
এই শীত কালের দিন গুলো কেমন কাটছে আপনাদের
জানতে চাওয়া আমার অবুঝ মন

"নাগিন"হতে চাইছিলাম"পরিবারের"চাপে বেগুন হয়ে গেছি.!🫣👀
22/12/2024

"নাগিন"হতে চাইছিলাম"পরিবারের"চাপে বেগুন হয়ে গেছি.!🫣👀

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনি...
21/12/2024

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

  এর ইতিহাসদুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি...
21/12/2024

এর ইতিহাস
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ মুদ্রণ প্রসের প্রতিযোগী দৃষ্টিভঙ্গি
🌺🌺🌺🌺🌺

কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করাএকজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম...
20/12/2024

কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করা

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, opu vai বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

🥹🤔😇

অনেকের ছোটবেলার স্বপ্ন... 🙂
19/12/2024

অনেকের ছোটবেলার স্বপ্ন... 🙂

19/12/2024

❝তাঁরা সামান্য হেসে নিক; শিঘ্রই তাঁরা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে❞☝️
(সূরা; তাওবা- ৮২)
আসুন সবাই নিজেকে পরিবর্তন করি

19/12/2024

গান ভালবাসো পাবে শুধু ফান.. ইসলামকে ভালবাস পাবে সম্মান.. রাসুলকে ভালবাস হবে আদর্শবান.. আল্লাহ কে ভালবাস পাবে দো-জাহান.. তাই গান কে জানাও এখনই বিদায়..

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when hafez Mohammad mohtaj uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share