25/12/2024
আজকে কেনো জানি একটা বিষয় অনেক ভাবাচ্ছে আর ভাবতে ভাবতে মনটাও ভিষণ খারাপ হয়ে গেলো।
আজ ২৫/১২/২০২৪ইং রোজ বুধবার আমি ঢাকা সাভার গেছিলাম। তো নিউ মার্কেটের সামনে ফ্লাইওভারের উপর এক বৃদ্ধ মহিলা সম্ভবত ভিক্ষা করে। সে ফ্লাইওভারের ওপর বসে আছে কিন্তু তার চোখে কেনো জানি তার চোখে মুখে হতাশার চিহ্ন। আবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি পরছে চারো দিকে এতসেতো মানুষ সবাই শীতের কেনা কাটা নিয়ে ব্যস্ত কারো চোখেই যেনো পড়ছে না সে। আমি দেখে ভাবলাম তাকে জিজ্ঞেস করবো আবার ভাবলাম আমার কাছে তো গাড়ি ভাড়া ছাড়া তেমন টাকাও নাই তাই কেনো জানি সবার মতো আমিও তাকে যেনো দেখেও না দেখার মত করে চলে আসলাম। আসার পথে আমার আর মনেও পরেনি ওনার কথা বাসায় আসার কিছুক্ষন পর কেনো জানি তার কথা মনে পড়লো আর মনে পরার পর থেকেই আমার কেমন জানি অস্থির লাগছে মনে মনে ভাবতিছি এ আমি কি করলাম হয়তো তাকে সাহায্য করতে পারতাম না তবুও তো তার মনের কথা টা জানতে পরতাম কিসের এত দুঃখ তার কেনই বা তার চোখে মুখে হতাশার চিহ্ন?
বাসায় আসার পর থেকেই বড্ড জানাতে ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে আবার যাই তার কাছে কিন্তু গেলে কি তার দেখা পাবো আর যাওয়ার মত গাড়ি ভাড়ার টাকাও তো নাই আমার কাছে। মনটা কিছুতেই মানতে চাচ্ছে না। আজকে থেকে নিজের একটা শিক্ষা হলো আর কখনো এই রকম ভুল করবো না।
বিঃদ্রঃ আমি এটাই বলতে চাই যে আমরা কেনো এত শার্তপর চার পার্শে এতো লোক থাকতে কেউ যেনো আমরা তাকে দেখতে পাচ্ছি না..।।