TaaQwa-التقوي

TaaQwa-التقوي নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

"আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়"
[সহীহ বুখারী

এই আগুন জানান দেয়! যার কেউ নেই তার আল্লাহ আছেন! এ দাবানল জানান দেয় প্রত্যেক মাজলুমের সাথে মহাপরাক্রমশালী আহাদুস সমাদ আছে...
01/05/2025

এই আগুন জানান দেয়! যার কেউ নেই তার আল্লাহ আছেন! এ দাবানল জানান দেয় প্রত্যেক মাজলুমের সাথে মহাপরাক্রমশালী আহাদুস সমাদ আছেন!

তিনি একাই তার মাজলুম, মুসতাদ্বয়াফিন ও মুজাহিদ বান্দাদের জন্য যথেষ্ট! এ আগুন ছড়িয়ে পড়ুক দীল থেকে বুলেটে! কলম থেকে ক্বলবে! পুড়ে ছাই হয়ে যাক জাহান্নামের কিট গুলো! পুড়তেই থাকুক তারা অনন্ত মহাকাল জুড়ে! জাহান্নামের অতল তলে!

25/04/2025
24/04/2025

নবীর সুন্নত পালন করতে কি লজ্জা লাগে #আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান #ইসলামিক_ভিডিও ゚viralfbreelsfypシ゚viral

23/04/2025

আপনার নবী (সাঃ) কে তারা গা‘লি দিবে আপনি প্রতিবাদ করলেই খাবেন লাঠির বাড়ি‘ এভাবেই বেঁচে যাচ্ছে হাজারো শা‘তি‘ম😓
বেঁচে গেল রাখাল রাহা‘ আজ তেজগাঁও.!💔

আপনিই একমাত্র ব্যক্তি যার উপর আমি পুরো অধিকার নিয়ে, ভালোবাসা এবং রাগ- দু'টোই প্রকাশ করি।TaaQwa-التقوي
22/04/2025

আপনিই একমাত্র ব্যক্তি যার উপর আমি পুরো
অধিকার নিয়ে, ভালোবাসা এবং রাগ- দু'টোই প্রকাশ করি।

TaaQwa-التقوي

তুমি শাহবাগী মাইয়া হইয়া বিয়া করবা আরেক শাহবাগী মদখোররে, গাঞ্জাখোররে, প*র্নো আসক্ত লোককে, তো সে তোমার উপরে হনুমানের মতো ঝ...
22/04/2025

তুমি শাহবাগী মাইয়া হইয়া বিয়া করবা আরেক শাহবাগী মদখোররে, গাঞ্জাখোররে, প*র্নো আসক্ত লোককে, তো সে তোমার উপরে হনুমানের মতো ঝাঁপাইয়া পড়বে না তো কে পড়বে?

আমাদের এত বিরক্ত করো কেন? আমাদের সমাজে-ইসলামে-আইনে ম্যারিটাল রেই*প বলতে কিছু নাই। কারণ মুমিন স্বামী আর মুমিনাহ স্ত্রীর মধ্যে ঝাঁপাঝাপির কোনো কাজ নাই। তাদের মধ্যেকার ভালোবাসায় পুরোটাই নেয়ামত আর নেয়ামত।
তাদের এতো কনসেন্ট-কনসেন্ট খেলা লাগে না। কারণ স্বামী-স্ত্রী একে-অপরকে যথেষ্ট বুঝে।

- Tanvir Haider

কাপড় খুলে মুসলিম পরিচয় নিশ্চিত করেই গুলি করে বিএসএফ!ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হ...
20/04/2025

কাপড় খুলে মুসলিম পরিচয় নিশ্চিত করেই গুলি করে বিএসএফ!

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হেফাজতে এক মুসলিম কৃষককে হত্যা করা হয়েছে। ২৪ বছর বয়সী কৃষক জাহানুর হককে জামা খুলে ধর্ম নিশ্চিত করে তাকে নির্মমভাবে মারধর করার পর হত্যা করেছে বিএসএফ। [১]
বিএসএফ সদস্যরা প্রথমে জাহানুরকে জোরপূর্বক জামা খুলতে বাধ্য করে। তার ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে অমানবিকভাবে মারধর করা হয়।
বিএসএফ কোম্পানি কমান্ডার বলবন্ত প্রথমে জাহানুরকে মাটিতে ফেলে তার বুকে দাঁড়িয়ে গুলি করেন, যা তার তলপেটে লাগে। এরপর বিএসএফ সদস্য তার মাথায় আরেকটি গুলি চালায়। জাহানুরের মরদেহ প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত খোলা জায়গায় পড়ে ছিল।

ভয়!
20/04/2025

ভয়!

20/04/2025

একটা হাদিস দিয়েই শা-১ খিলাফাহকে কেয়ামত পর্যন্ত বিলুপ্ত করে দিলেন 🤡(অ্যাংরি রিয়েক্ট দিবেন না কাইন্ডলি)

19/04/2025

কেউ নিরাপদ নয় এমনকি মুদি দোকান ভাঙচুর করা হচ্ছে, হিন্দুত্ববাদীরা পুরোই উন্মাদ হয়ে গেছে।


গা*জা— ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক শহীদ নগরী।যার প্রতিটি ইট-পাথরে জড়ানো রয়েছে বেদনার ইতিহাস।  মানবতার মুখোশধারীরা এসব দেখে...
19/04/2025

গা*জা— ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক শহীদ নগরী।
যার প্রতিটি ইট-পাথরে জড়ানো রয়েছে বেদনার ইতিহাস।
মানবতার মুখোশধারীরা এসব দেখেও নীরব,
তবুও গা*জাবাসী জানে— আল্লাহ ন্যায়ের ফয়সালা করবেন অচিরেই!

— মাহমুদুল হাছান

Address

Bamondanga Sundorgonj Gaibandha Rongpur
Rangpur
5720

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaaQwa-التقوي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share