
01/05/2025
এই আগুন জানান দেয়! যার কেউ নেই তার আল্লাহ আছেন! এ দাবানল জানান দেয় প্রত্যেক মাজলুমের সাথে মহাপরাক্রমশালী আহাদুস সমাদ আছেন!
তিনি একাই তার মাজলুম, মুসতাদ্বয়াফিন ও মুজাহিদ বান্দাদের জন্য যথেষ্ট! এ আগুন ছড়িয়ে পড়ুক দীল থেকে বুলেটে! কলম থেকে ক্বলবে! পুড়ে ছাই হয়ে যাক জাহান্নামের কিট গুলো! পুড়তেই থাকুক তারা অনন্ত মহাকাল জুড়ে! জাহান্নামের অতল তলে!