13/09/2024
সম্মানিত এডমিন, মডারেটর, সদস্য ও রক্তদাতাগণ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে যে, আপনাদের মাধ্যমে কেউ অথবা নিজে রক্তদান করে থাকলে আপনার নাম, ছবি (ঐচ্ছিক) মোবাইল নম্বর, ঠিকানা এবং রক্তদানের তারিখ সহ ব্লাড ব্যাংক নীলফামারীর ফেসবুক পেজ Nilphamari Blood Bank 2.0 এর ইনবক্সে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
এডমিন, ব্লাড ব্যাংক নীলফামারী