Amader Sundargonj

Amader Sundargonj Its A historical And Nice place near the Tista River.

অবস্থান

সুন্দরগঞ্জ উপজেলা ৪২৬.৫২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত । পীরগাছা, উলিপুর এবং চিলমারি - উপজেলার উত্তরে; গাইবান্ধা সদর এবং সাদুল্যাপুর উপজেলার দক্ষিণে; চিলমারিএবং চর রাজিবপুর উপজেলার পূর্বে; পীরগাছা, মিঠাপুকুর এবং সাদুল্যাপুর - উপজেলার পশ্চিমে অবস্থিত ।
প্রশাসনিক এলাকা

সুন্দরগঞ্জ থানা ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় । ১৯৮৩ সালে এটি উপজেলায় রূপান্তরিত হয় । এটি ১৫টি ইউনিয়ন পরিষদ, ১১০টি মৌজা এ

বং ১৮৭টি গ্রাম নিয়ে গঠিত । এদের মধ্যে সুন্দরগঞ্জ শহর এলাকা দুটি মৌজা নিয়ে গঠিত । শহরটি ২০০৩ সালে পৌরসভায় রূপান্তরিত হয় । শহরের আয়তন ৫ বর্গকি.মি. ।
ইতিহাস

সুন্দরগঞ্জ'র নাম করণের সঠিক কোন তথ্য না থাকলেও বিভিন্ন জনশ্রুতি বা কিংবদিন্তর মাধ্যমে "সুন্দরগঞ্জ" নামটা পাওয়া যায়। এই জনপদের উপর দিয়ে তিস্তা, ব্রক্ষপুত্র নদ ও ঘাঘট নদী প্রবাহিত। কতিথ আছে নদীর পার্শ্বে একটি গঞ্জ বা বাজার অবস্থান করতো। এবং ব্যবসা-বাণিজ্যের জন্য এই গঞ্জর নাম ডাক ছিল।গঞ্জের লোকজনের আচার-আচারণ, স্বভাব-চরিত্র এবং চেহারা সুন্দর থাকায় এ জনপদের নাম হয় সুন্দরগঞ্জ। আর একটি কিংবদিন্ত প্রচলিত আছে। তাতে বলা হয়েছে তাজ হাটের রাজা গোপাল রায় বাহাদুরের পুত্র ছিল সুন্দর লাল বাহাদুর। তিনি খাজনা আদায়ের জন্য অত্র এলাকায় আসতেন ও মেলার প্রচলন করেন।বলা হয়ে থাকে রাজার পুত্রের নাম অনুসারে এলাকার নাম হয় সুন্দরগঞ্জ। বর্তমান সুন্দরগঞ্জ থানা ১৮৭৫ সালে ভবানীগঞ্জের উত্তারাংশ এবং চিলমারী নিয়ে গঠিত।
জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ৩৬০৬৭৫; পুরুষ ৫১.১৭%, মহিলা ৪৯.৮৩% মুসলিম ৮৯.৯৯%, হিন্দু ৯.৩০% এবং অন্যদের ০.৭১% ।
শিক্ষা

সাক্ষরতার হার ২৪.১% । পুরুষ ৩১.৯% এবং মহিলা ১৬.৫% । শিক্ষা প্রতিষ্ঠানঃ কলেজ ১২টি, মাধ্যমিক বিদ্যালয় ৬৬টি, মাদ্রাসা ৪৮টি, সরকারি স্কুল ১৪০টি প্রাথমিক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯টি, কমিউনিটি স্কুল ৯টি, স্যাটেলাইট স্কুল ৩৭টি, কারিগরী কলেজ (প্রস্তাবিত) ১টি।

সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানঃ হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৮১৪), কামার মনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় (১৯১০), বেলকা এম.সি. উচ্চ বিদ্যালয় (১৯১৮ সালের), বামনডাঙ্গা এম.এন. উচ্চ বিদ্যালয় (১৯১৭), শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অর্থনীতি

প্রধান পেশাসমূহঃ কৃষি ৪৮.৫৭%, কৃষি শ্রমিক ২৯.৬৪%, দিনমজুরি শ্রমিক ২.০৬%, বাণিজ্য ৬.৬৩.%, সেবা ২.৫৯%, মৎস্য ১.২৫%, অন্যান্য ৯.২৬% । জমি ব্যবহারঃ মোট আবাদযোগ্য জমি ৩৩২৩৪.০৯ হেক্টর, পতিত জমি ৪০৪.৬৯ হেক্টর । এক ফসলী ১২.২৯%, দ্বিফসলী ৭৪.২৯% এবং ত্রিফসলের জমি ১৩.৪২%; সেচের আওতায় আবাদি জমি ৭০% । কৃষকের মধ্যে ভূমি নিয়ন্ত্রণঃ ভূমিহীন কৃষক ৩৮%, স্বল্পজমির কৃষক ২৯%, মাঝারী জমির কৃষক ২৩% এবং ১০% ধনী কৃষক; মাথাপিছু আবাদি জমি ০.১০ হেক্টর । জমির মূল্যঃ প্রথম গ্রেড জমির বাজার মূল্য হেক্টরপ্রতি ৭৫০০.০১ টাকা । প্রধান শস্যঃ ধান, পাট, গম, চীনাবাদাম, তামাক, আখ, সরিষা, পেঁয়াজ এবং রসুন । বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় শস্যঃ তিসি, তিল, কৌন এবং বার্লি । প্রধান ফলঃ আম, কাঠাল, লিচু, কলা । মৎস্য, ডেইরি, পোল্ট্রিঃ পোল্ট্রি ২৫ , ডেইরি ৭, মৎস্য ১৭৫5, হ্যাচারি ১ ।

https://youtu.be/rnOMGdsLg-0
26/09/2025

https://youtu.be/rnOMGdsLg-0

DIY paper toy house making কাগজ দিয়ে বাড়ি তৈরীorigami paper houseবন্ধুগন আজকে আমি আপনাদের কাগজ দিয়ে কি ভাবে বাড়ি বানানো যায় তা নিখুত ভাব....

সুন্দরগঞ্জ উপজেলার সাব-রেজিষ্টার কার্যালয়ের লাইসেন্স প্রাপ্ত মহুরীদের নামের তালিকা
24/09/2025

সুন্দরগঞ্জ উপজেলার সাব-রেজিষ্টার কার্যালয়ের লাইসেন্স প্রাপ্ত মহুরীদের নামের তালিকা

https://youtu.be/J97OXJDIeWg
17/09/2025

https://youtu.be/J97OXJDIeWg

Easy to make paper 3D STAR সহজ পদ্ধতিতে কাগজ দিয়ে তারা তৈরীDear friends, today I will show you how to make a star out of paper. Just follow the video and cr...

https://youtube.com/live/zKb2eUWvVgQ
13/09/2025

https://youtube.com/live/zKb2eUWvVgQ

make easy paper flower সহজ পদ্ধতি অবলম্বন করে ফুল তৈরি ঘর সাজানো যে কোন অঅনুষ্ঠানে ঘর সাজানো room decorating Make a paper magicবিয়ে বাড়ির গেটদর্শক...

https://youtube.com/live/mLWDcuv-RQA
18/08/2025

https://youtube.com/live/mLWDcuv-RQA

কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি Make a paper sunflower বিয়ে বাড়ির গেটদর্শক যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুদের মাঝ....

09/03/2024

৩ দিন পর ফেসবুক একাউন্টটি ফিরে পেলাম।

25/02/2024

বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় এবার সৌদী আরব থেকে সৌদী তরুণীদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। কালেমার পতাকাকে গায়ে অর্ধ নগ্ন তরুনী সারা বিশ্বের মিডিয়ার সামনে দাঁড়িয়েছে।

30/01/2024

রংপুর শহরের কামালকাছনা গুঞ্জন এলাকার কোন বন্ধু থাকলে জানান। জরুরি দরকার।

11/01/2024

মেডিকেল ভর্তি পরীক্ষা -২০২৪
১১/১/২০২৪ তারিখ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে চলবে ২৩/১/২০২৪ পর্যন্ত।
৫ জানুয়ারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারী। ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারী।
যারা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইল।

01/01/2024

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা "স্বাগতম ২০২৪"
যে সকল বন্ধুরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি:- আগামী ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি নিন।
এবারে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লক্ষ ৬৫ হাজার।

30/12/2023

!!! জনসচেতনামূলক পোষ্ট !!!
আবার ফিরে এসেছে “”ইভ্যালি”” !! বুঝে শুনে বিনিয়োগ করবেন। না হলে আখেরে পস্তাতে হবে।

28/12/2023

সবার হাতে হাতে স্মার্ট ফোন, তাই google সার্চ
ইঞ্জিন কি জিনিস কম বেশী সবাই জানি। জীবনে তো গুগলে অনেক কিছুই সার্চ করেছেন আজকে আপনারা google এ ৩টি সার্চ করে দেখেন অনেক কিছুই বুঝতে পারবেন google কি জিনিস!
১। গুগল গ্র্যাভিটি (google gravity)
২। স্কেল অফ দি ইউনিভার্স (scale of the universe)
৩। জুম কুইট (zoom quiet)

সার্চ দিয়ে দেখার পর কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ

Address

Village; Biswash Halodia
Rangpur
5720

Alerts

Be the first to know and let us send you an email when Amader Sundargonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Sundargonj:

Share

Category