Mohammed Rafi

Mohammed Rafi I am a servant of Allah.

ট্রাম্প জিতলে, আওয়ামীরাও ফিরে আসতে পারে। 🤧সবাই আপার দোয়া,
07/11/2024

ট্রাম্প জিতলে, আওয়ামীরাও ফিরে আসতে পারে।

🤧সবাই আপার দোয়া,

02/11/2024

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস খোলা– আমাদের জন্য– কেমন?
(ভালো নাকি খারাপ)

02/11/2024

যারা জাতীয় পতাকার অবমাননা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

02/11/2024

বাংলাদেশ থেকে দেশদ্রোহী ইসকন-কে বিতাড়িত করতে হবে।

02/11/2024

প্রথম আলো, ডেইলি স্টার
এই মূহুর্তে বাংলা ছাড়

31/10/2024

জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কার্যকলাপও পরিবর্তন করা উচিত।

হিন্দুরা তাদের ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে পারবে, আর মুসলমানরা তাদের ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে পারবে না।আসলে এরা অ...
06/10/2024

হিন্দুরা তাদের ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে পারবে, আর মুসলমানরা তাদের ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে পারবে না।

আসলে এরা অসাম্প্রদায়িক চেতনাতেও বিশ্বাস রাখেনা। এরা কট্টর হিন্দুত্ববাদী চেতনা লালন করে। তারা ভারতের এজেন্ডা অনুসরণ করে। এদের একটা জায়গাতেই জ্বালা আর সেটা হলো ইসলাম।

তারা যে বলে বাংলাদেশে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম স্বাচ্ছন্দে পালন করতে পারবে। তারা যদি এটা বিশ্বাস করে, তাহলে কেন হিন্দুরা তাদের ধর্মীয় পতাকা হাতে মিছিল করতে পারল, আর মুসলমানরা কেন ইসলামী পতাকা হাতে মিছিল করতে পারল না। মুসলমানদের কেন পুলিশ বাধা দিল?
আসলে তারা মুখে বলে। আর অন্তরে ইসলামকে ঘৃণা করে।

বাংলাদেশের সমর্থককে পেটালো ভারতীয়রা।আর, এটাই ইলিশ দেওয়ার প্রতিদান।
27/09/2024

বাংলাদেশের সমর্থককে পেটালো ভারতীয়রা।
আর, এটাই ইলিশ দেওয়ার প্রতিদান।

আসল চিত্র
22/09/2024

আসল চিত্র

14/09/2024

সুরা আল বাকারা (আয়াত: ২৫৫) (আয়াতুল কুরসি)

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْحَيُّ الْقَيُّوْمُ ۚ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ؕ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَمَا فِي الْاَرْضِ ؕ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ

অর্থ: আল্লাহ! তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করেনা। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে এমন, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। তাঁর আসন আসমান ও যমীন ব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাঁকে বিব্রত হতে হয়না। তিনিই সর্বোচ্চ, মহীয়ান।

13/09/2024

আসসালামু-আলাইকুম।
Mohammed Rafi পেজে আপনাদেরকে স্বাগতম। ❤️

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share