21/04/2025
বুঝিয়ে বলা কঠিন তাই চুপ থাকি,, জীবনে এমন অনেক সময় আসে মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে,, হয়তো এমন কিছু অনুভূতি এতটাই গভীর,যে সে শব্দে প্রকাশ করা যায় না,কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো কোনদিন বুঝবে না।