21/05/2025
মনের ভাবনা...🌿
আমি ভাবতাম আমি যাকে ভাবছি সে মনে হয় আমাকে নিয়ে ভাবছে।
আমি মাঝে মাঝে কিছু পছন্দের জিনিস তাকে শেয়ার করতাম।
আমি ভাবতাম মনে হয় সে আমায় এটা নিয়ে দিবে যখন দেখলাম সে নিয়ে দিলো না বা আমার পছন্দ টাকে এরিয়ে চললো।
তখন, আমি ভাবতাম মনে হয় সে আমার পছন্দ টাকে মাথায় রেখেছে, হয়তো আমার বিশ্বেস কোনো দিনে সারপ্রাইজ দিবে।
কিন্তু, আমার ভাবনা যে ভুল ছিলো আমি যানতাম না
আমি বুঝতে পারিনি সে আমার সেই বিশ্বেস দিনটাই ভুলে গেছে!!
তাও আমি হাল ছারার পাত্রি না। তাকে ইনিয়ে বিনিয়ে আমার সেই বিশ্বেস দিনটার কথা মনে করে দিতে চাইলাম।
ভাবলাম, মনে হয় কিছু মনে পরবে তার কিন্তু, আমি খেয়াল করলাম, সে আমার ওই দিনটায় হাজার ব্যাস্থতার কথা বললো।
মানে, সে এটা বুঝালো আমি ওই দিন সকাল থেকে রাত খুব বিজি থাকবো।
অবশেষে আমি বুঝলাম, আমার ভাবনা গুলো ভুল ছিলো আমি এক ভুল মানুষে আসক্ত........ 🌿💔😔🥀https://vt.tiktok.com/ZShpeMaMX/