03/11/2024
"তোমার জন্য অপেক্ষায়"
তন্ময় ছোট্ট শহরের এক সাধারণ ছেলে। রোজ সকালে টিউশন পড়ানোর পর এক কাপ চা নিয়ে বসে থাকে শহরের সেই পুরোনো চায়ের দোকানে। একদিন, তার জীবনে হঠাৎ ঝড়ের মতো এলো মেঘলা। ছোট্ট সেই শহরে নতুন এসেছে মেঘলা, চোখে তার হাজার রঙের স্বপ্ন আর হাসিটা যেন পূর্ণিমার চাঁদের মতো।
তন্ময়ের মনে হলো, এই হাসিই বুঝি তার জীবনে শান্তির গান হয়ে বাজবে। কিন্তু সাহস করে কথা বলার সুযোগ হয় না। শুধু দূর থেকে দেখে যায়। মেঘলার প্রতিদিনের পথের ধারেই অপেক্ষায় থাকে, যেন এক ঝলক তাকে দেখতে পায়। তন্ময়ের প্রতীক্ষা আর অনুভবের কথাগুলো কেউ বুঝতে না পারলেও, তার চোখ দুটো বুঝে।
একদিন, সাহস করে চায়ের দোকানের কাছে এসে দাঁড়ায় মেঘলা। তন্ময়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, “তোমাকে প্রতিদিন দেখতাম। ভাবতাম তোমার এত ধৈর্য কেন?” তন্ময়ের মুখে যেন কথাই ফোটে না। কেবল চোখে চোখ রেখে বলে, “তোমার জন্য এই অপেক্ষা।“
দু’জনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আকাশে মেঘ জমে যায়, বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির মাঝে এক নতুন গল্পের সূচনা হয়। দুজনেই বুঝে যায়, এই অপেক্ষা, এই অনুভূতি আজ থেকে তাদের জীবনের নতুন অধ্যায়ের পথচলা।
সেই ছোট্ট শহরে তখন থেকে একটি নতুন গল্পের জন্ম হয় – তন্ময় আর মেঘলার গল্প।