Insha-Allah Of Duah Tv

Insha-Allah Of Duah Tv আসসালামু আলাইকুম। আমরা এখানে প্রতিদিন ইসলামিক শর্ট ভিডিও আপলোড করবো। ইনশাআল্লাহ।

31/03/2025

15/03/2025

হে আমাদের প্রতিপালক!তুমিই শান্তি। তোমার থেকেই আসেই শান্তি, তুমিই বরকতময়, তুমি সম্মান ও মর্যাদার মালিক।

📌চরিত্রবান হওয়া ও অন্যের সাথে সদ্ব্যবহার করা : পিতা-মাতা, ভাই-বোন ও সাথী-বন্ধু সবার সাথে উত্তম আচরণ করা। 📌কেননা রাসূল (...
08/03/2025

📌চরিত্রবান হওয়া ও অন্যের সাথে সদ্ব্যবহার করা :

পিতা-মাতা, ভাই-বোন ও সাথী-বন্ধু সবার সাথে উত্তম আচরণ করা।

📌কেননা রাসূল (ছাঃ) বলেন,
"ক্বিয়ামতের দিন মীযানের পাল্লায় সবচেয়ে ভারী বস্তু হবে তার সচ্চরিত্রতা'।
তিনি বলেন,
تَمْحُهَا حسَنَةٌ
سَيِّئَة فَاعْمَل
'তুমি যেখানেই
থাক আল্লাহকে ভয় কর এবং মানুষের সাথে সদ্ব্যবহার কর। আর যখনই কোন পাপকর্ম করে ফেল তখনই কোন সৎকর্ম কর যাতে পাপটি মিটে যায়'।”



:

07/03/2025

এ রমাদান মাসে
সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুন পর্যন্ত বাড়িতে দিবেন!

মহানবি (স.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে,আল্লাহ তায়ালা তার পূর্বের সমস্...
05/03/2025

মহানবি (স.) বলেছেন,

"যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে,আল্লাহ তায়ালা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন"( বুখারী)

আমিন।
゚viralシfypシ゚viralシalシ

সাওমের সামাজিক শিক্ষাসিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয় । সাওম পালন করে এরূ...
04/03/2025

সাওমের সামাজিক শিক্ষা
সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয় । সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে । ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার ভাব জাগ্রত হয় । মহানবি হযরত মুহাম্মদ (স.) বলেছেন, “এ মাস সহানুভূতির মাস।” (ইবনে খুযায়মা)

আল্লাহ তায়ালা বলেন-الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِى بِهঅর্থ : “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো।” (বুখারি)    ...
04/03/2025

আল্লাহ তায়ালা বলেন-
الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِى بِه

অর্থ : “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো।” (বুখারি)

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Insha-Allah Of Duah Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category