Noni dada

Noni dada সকলের ভালোবাসা পেতে হলে একটি সুন্দর মনের দরকার হয়।
সর্বদা সত্য পথের মানুষ হলে অন্ধকার টাকেও জয় করা যায়।

27/12/2024

হাজারটা রঙিন স্বপ্ন দেখেন না কেন যদি শকুনের চোখ পড়ে তাহলে শেষ।
বাস্তব আমাদের দেশটির উপরও তেমন অবস্থা।

26/12/2024

দেশটা জালাইয়া পুরাইয়া খাইলো রে
২৪শে এর সমন্বয়েকেরা 🔥🔥
তারা ছাড়লো না দেশ ছাড়ল না সংবিধান অপমান করে ফেললো বিশ্ব মানচিত্রে আমার বাংলাদেশ।

20/12/2024

ফেসবুকের ভালবাসা হবে অবিরাম সকলের জন্য সব সময়।
যতটা ভালোবাসা দেয়া যায় তার চেয়ে বেশি ভালোবাসা এখানে পাওয়া যায়💕♥️💕

আমার ভালোবাসা রইলো সকলের জন্য অবিরাম 🤝💕🤝
20/12/2024

আমার ভালোবাসা রইলো সকলের জন্য অবিরাম 🤝💕🤝

17/12/2024
ভালোবাসা কখনো ফুলদারা ফুটে ওঠে না🏵️🏵️🏵️
15/12/2024

ভালোবাসা কখনো ফুলদারা ফুটে ওঠে না🏵️🏵️🏵️

কিছু কিছু সময় নীরব থাকাকেই জীবনের একান্ত সঙ্গী মনে হয়
15/12/2024

কিছু কিছু সময় নীরব থাকাকেই জীবনের একান্ত সঙ্গী মনে হয়

13/12/2024

শ্রাবণ মেঘের মতো নয় মনের আবেগ থেকে বলবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়
ইনশাআল্লাহ

12/12/2024

কষ্টের পর সফলতার মুখ আধারের পর আলোর মুখ দেখা যায়। জীবনে চলার পথে কোন জিনিসই এমনি এমনি আসে না তার জন্য কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় কঠোর পরিশ্রম করে অর্জন করতে হয় ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য ধরবে কঠোর পরিশ্রম করে সকলের মন জয় করে ভালোবাসা অর্জন করে নিতে পারলেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফেসবুক গাইডলাইন মেনে সকলকে ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করুন সকলের পাশেই থাকুন সকলকে আপন করে নেয়ার চেষ্টা করুন এতেই আপনার পরিবারের ভালোবাসা বাড়বে আপনার সফলতা থাকবে দূর্গোয়ারে।

07/12/2024

সময় হলে তো খাওয়ার দাওয়াত রইলো সবার

06/12/2024

ডাক আসিলে যেতে হবে পরপারে শ্মশান ঘাটে 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

মিষ্টি মধুর একটি সকালে ছেলের সাথে ভালোবাসা
06/12/2024

মিষ্টি মধুর একটি সকালে ছেলের সাথে ভালোবাসা

05/12/2024



আপনি যাকে ভালবাসবেন তার থেকে কষ্ট পেলে আপনার লাভ বা লস কোনটাই সে দেখবে না শুধু দেখবে আপনি যদি একটু কষ্ট দিয়েছেন সেটি কি 🌹🌹🌹🌹🌹🌹

Good afternoon my dear friend all Facebook followers
05/12/2024

Good afternoon my dear friend all Facebook followers

04/12/2024

করুন পরিণতি কষ্টে পড়লে নাকি জেষ্টাতো ভাই ও প্রেমের প্রস্তাব দেয় আমায় তো দিল না এমন কেউ।😜😋🤪

03/12/2024

আমার শ্রদ্ধেয় বড় ইউজার ভাইদের প্রতি দৃষ্টিকনিপাদ করে বলতে চাই আপনারা চাইলে আমার মত ছোট ইউজারদেরকে ভালোবাসা দিয়ে পরিবারটা বড় করে দিতে পারেন। জানি আপনারাও ছোট পরিবার নিয়ে কষ্ট করে বড় পরিবার তৈরি করে সকলের ভালোবাসা অর্জন করেছেন তাই ছোটদের ভালোবাসা দিয়ে পাশেই রাখেন ছোটরা অবশ্যই ভালোবাসা দিয়ে আপনাদের পাশেই থাকবে সব সময়। যেখানে ফেসবুক বলে দিয়েছে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তাই ছোটদেরকে অবশ্যই ভালোবাসা দিতে অবহেলা করবেন না। আপনাদের তো ভালোবাসা দিতে বাধ্যবাধকতা নেই কেননা আপনারা তো ট্রেনকে ফ্যামিলি পার করেছেন তাই ছোটদের ফলো দিয়ে পরিবারে যুক্ত করে নেবেন। কোথায় আছে বড়দের হাত ধরে ছোটদের পথচলা।
👭👬👫👫👬👭👭👭👬👫👫

03/12/2024

পাশেই আছি পাশেই পাবেন সব সময় ভালোবাসা দিয়ে ফলো করে পরিবারের সদস্য করে নেন আমায় কথা দিলাম পাশে পাবেন অবিরাম।

02/12/2024

প্রিয় ফেসবুক বন্ধু রা ভালোবাসা রইলো আপনাদের জন্য অবিরাম। আমরা যারা ফেসবুকে রিল ভিডিও ছাড়ি বা কনটেন্ট ক্রিয়েটার অবশ্যই সকলেরই ভালোবাসা সকলের জন্যই কাম্য। তাই ফেসবুকে গাইডলাইন অনুযায়ী আমরা সকলে সকলের প্রতি পরিপূরক। যেমন একটি পেজ দাঁড় করাতে একার তা কোন ভাবে সম্ভব নয়। এজন্যই ফেসবুক বলেছেন যত বেশি ভালোবাসা তৈরি করা যাবে তত বেশি ভালোবাসা পাওয়া সম্ভব। ফেসবুকে এসে কৃপণতা কিংবা মনমালিন্য করি কারো ভিডিও না দেখে উপরে ঠেলা দেওয়া কিংবা ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখে লাইক কমেন্ট করা এটি facebook বহিরভূত নয়। তাই আমাদের ফেসবুক গাইডলাইনের নিয়ম অনুযায়ী সামনে আসা ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখে ভিডিও সম্বন্ধে গঠনমূলক কমেন্ট করা লাইক বা রিয়েক্ট দিয়ে এংগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করা অবশ্যই প্রয়োজন।
আসুন আমরা সবাই সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবাই সবার পরিবারের যুক্ত হয়ে নিজেদের পরিবারটাকে বড় করার চেষ্টা করি।

Address

Bamon Jal Koni Para, Bamon Jal Sundarganj, Sundarganj Gaibandha
Rangpur
5720

Alerts

Be the first to know and let us send you an email when Noni dada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share