VelvetTaqwa

VelvetTaqwa paid promotion available
DM to know more

18/07/2025

আজ ১৮ই জুলাই ফ্রী ইন্টারনেট ডে...
ফ্রী ১জিবি ডাটা ৫ দিন মেয়াদ পেতে ডায়াল করুন।👇

রবি/এয়ারটেল : *4*1807 #
গ্রামীনফোন : *121*1807 #
বাংলালিংক : *121*1807 #
টেলিটক : *111*1807 #

29/06/2025

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও দারিদ্র্য, অপ্রতুলতা ও অপমান থেকে, এবং অন্যায় করা ও অন্যায়ের শিকার হওয়া থেকে।"

(ইবনে মাজাহ - হাদীস নম্বর: ৩৮৪২

🇮🇷🇮🇱 ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চলছে, গাজায় নিহত ২১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি আপাতত স্থির রয়েছে...
25/06/2025

🇮🇷🇮🇱 ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চলছে, গাজায় নিহত ২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি আপাতত স্থির রয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। কিন্তু সেই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে — যেখানে গত রাতেই অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

🔹 ১২ দিনের যুদ্ধে উভয় পক্ষই বিজয় দাবি করেছে:

তেহরানে ইরানিদের বিজয় উদযাপন চলছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিজয়কে "প্রজন্মের জন্য গর্বের" বলে আখ্যা দিয়েছেন।

🔹 ইরানের তথ্য অনুযায়ী:
৬১০ জন নিহত, যার মধ্যে ১৩টি শিশু; আহত হয়েছেন ৩,০৫৬ জন।

🔹 ইসরায়েলের পক্ষেও প্রাণহানি:
ইরানের হামলায় অন্তত ২৮ জন নিহত।

🔹 গাজায় এখন পর্যন্ত নিহত:
৫৬,০৭৭ জন এবং আহত ১,৩১,৮৪৮ জন (গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুযায়ী)।

🔹 অক্টোবর ৭ এর হামলায় ইসরায়েলে মৃত্যু:
১,১৩৯ জন নিহত এবং ২০০+ জনকে জিম্মি করা হয়।

🕊️ এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও, নতুন করে প্রাণহানি যেন না ঘটে — এটাই আমাদের প্রার্থনা।

23/06/2025
Read in comment 👇🏼
21/05/2025

Read in comment 👇🏼

They know the truth but still ignore it
08/04/2025

They know the truth but still ignore it

08/04/2025

ইজরায়েল-প্যালেস্টাইন ইশুতে ইজরায়েলের বিপক্ষে এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে লেখার জন্য ফেইসবুক এরমধ্যেই আমার দুইটা লেখা সরায়ে আমারে মাল্টিপোল ব্যানের উপ্রে রাখছে, খুব স্বাভাবিক কারণেই। কিন্তু তারপরেও আমি একই লেখা আবার লিখতেছি, কারণ, প্রথমত- আমার হোগায় অনেক কারেং; এবং দ্বিতীয়ত- আমি বিশ্বাস করি আমার অবস্থান যৌক্তিক, মানবিক এবং নৈতিক।

আমার প্রথম যেই লেখাটা ফেইসবুক সরাইছে, সেইখানে আমি ইজরায়েলপন্থী বাঙ্গু ‘হিন্দুত্ববাদী’ অর্থাৎ ‘ঈদ পালন করি না কিন্তু পুজায় নাচি’ নাস্তিকদের সমালোচনা করছিলাম। আমি বলছিলাম উনারা আল্লাখোদাভগবান কিছুই বিশ্বাস না করলেও ইহুদিগো আল্লা ও উনাগো পবিত্র ধর্মগ্রন্থের উপ্রে ক্যামনে অগাধ বিশ্বাস রাখেন এবং কিভাবে উনারা ‘প্রমিসড ল্যান্ড’ নামক ৩৫০০ বছর আগের ইহুদি নবী রাসুলের আলাপ দিয়া ইজরায়েলের মতো গুণ্ডা কলোনিয়ালিস্ট এ্যাপার্টাইড এবং অবৈধ রাষ্ট্রের মাধ্যমে গাজা-স্ট্রিপে বর্তমানে বাস করা প্রায় ২.৩ মিলিয়ন প্যালেস্টিনিয়ানরে বাস্তুচ্যুত করারে জাস্টিফাই করতেছেন, যেই নবী রাসুলরে উনারা নিজেরাই বিশ্বাস করেন না বইলা দাবী করেন। হাহা।

উল্লেখ্য, ইন কেইস ইউ ফরগট- আমি নিজেও বাঙ্গু, এবং আমি নিজেও নাস্তিক্যঘেঁষা অজ্ঞেয়বাদী। কিন্তু আমি বাঙ্গু নাস্তিক হইয়াও এই বাঙ্গু নাস্তিক কমিউনিটিতে বিলং করি না।

হ্যাঁ, থিওলজিকাল হিস্ট্রি অনুযায়ী, বর্তমান ইজরায়েল রাষ্ট্র এবং গাজা-স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক সহ প্যালেস্টাইনের অধীনের বর্তমান যেই অঞ্চল, তা যীশুর জন্মের ১৭০০ বছর আগে ইহুদি ধর্মের তিন নবী আব্রাহাম [বা ইব্রাহিম], আইজাক [বা ইসহাক] এবং জ্যেকোব [বা ইয়াকুব]-এর হাত ধইরা গইড়া উঠছিলো সত্য। পরবর্তীতে ডেভিড [বা দাউদ] সেই প্যালেস্টাইন অঞ্চলের রাজধানী নির্ধারণ করছিলেন জেরুসালেমে। ডেভিড [বা দাউদ]-এর পুত্র সলোমন [বা সোলায়মান] সেই শহরে টেম্পোল স্থাপন করেন যীশুর জন্মের প্রায় ১০০০ বছর আগে।

সেই হিসাবে এই অঞ্চলের আদি নিবাসীরা ইহুদি- সত্য।

কিন্তু জায়নিস্টরা যেই আলাপ করেন না, তা হইলো, এই অঞ্চলে ইহুদিরা ছাড়াও কেনাইট সম্প্রদায় বাস করতেন। উনারাও ঐ অঞ্চলের আদি নিবাসী।

এছাড়াও উনারা আরও যা বলেন না, তা হইলো, ইহুদিগো এই অঞ্চল থিকা প্রথমে বিতারিত করেন রোমানরা। যেই রোমানরা, সারপ্রাইজ সারপ্রাইজ, ধর্মবিশ্বাসের দিক থিকা মুসলমান না, এমনকি খ্রিশ্চানও না, বরং পেগান ছিলেন। পরবর্তীতে এই অঞ্চলে তুর্কীদের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের উত্থান আমলে যেই ইহুদিরা ততদিনে খ্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হন নাই, তাগো একাংশ ইসলাম ধর্ম গ্রহণ করেন [বা গ্রহণে বাধ্য হন]।

এই ক্ষেত্রে আমি আবারও একবার বলি, মন দিয়া শোনেন। ইহুদিগো প্রথম এলাকা ছাড়া করছিলেন রোমানরা, যীশুর জন্মেরও আগে। পরবর্তীতে খ্রিশ্চান এবং মুসলমানদের ক্রুসেডের সময় বাদবাকি সব ইহুদিই ঐ অঞ্চল ত্যাগ কইরা ইওরোপে মাইগ্রেট করেন।

সেই হিসাবে ইহুদিরা এই অঞ্চল নিজেগো পিতৃভূমি [বা মাতৃভূমি বা নবীভূমি] বইলা দাবী করার অধিকার রাখেন, নিশ্চয়ই।

কিন্তু দাবী না কইরা, অনুরোধ না কইরা, নেগোশিয়েট না কইরা জবরদখল করারে আপনি জাস্টিফাই করবেন ক্যামনে?

১৫১৭ সাল থিকা প্রথম বিশ্বযুদ্ধের কিছু আগে থিকা ইওরোপে বাস করা ইহুদিরা থিওডোর হার্টযেলের পলিটিকাল ইডিওলজির উপ্রে ভর দিয়া নিজেগো ‘প্রমিসড ল্যান্ড’-এ ফেরত যাওয়ার জায়নিস্ট মুভমেন্ট গইড়া তোলেন। ইন দা মিন টাইম প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। প্যালেস্টাইন অঞ্চলের দখল যায় ব্রিটিশ কলোনাইজারদের হাতে। এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যেইভাবে মাতব্বরি কইরা আন্দাজে ‘উঠলো বাই তো কটক যাই’ স্টাইলে ধর্মের আউলফাউল যুক্তিতে ভারত পাকিস্তান ভাগ কইরা পুরা অঞ্চলে হিন্দু মুসলমানের ক্যেওস লাগায়ে গেছেন, ঠিক একই পদ্ধতিতেই ১৯১৭ সালের ব্যেলফোর ডেক্লারেশানের মাধ্যমে তৎকালীন সংখ্যাগুরু প্যালেস্টিনিয়ানগো গুরুত্ব না নিজেগো ইচ্ছামতো ইওরোপ থিকা ইহুদি ইনফিলট্রেট করায়া ঐ অঞ্চলে ঝামেলা বান্ধায়ে দিয়া গেছেন সারাজীবনের মতো।

এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

এবং না // ৎ // সি জার্মানির হাতে প্রায় ৬ মিলিয়ন ইহুদি ভয়ংকর নির্যাতন এবং গ // ণ // হ // ত্যা // র শিকার হন।

যারা এই হলোকাস্ট এড়াইতে পারছিলেন, তারা যুদ্ধ শেষ হইলে ইওরোপ থিকা দলে দলে প্যালেস্টাইনে আইসা হাজির হন।

যথেষ্ট ঝামেলা বান্ধানো হইছে উপলব্ধি কইরা ব্রিটিশরা ঐ উত্তপ্ত অঞ্চল বহিরাগত ইহুদি এবং ঐ অঞ্চলে কয়েক সেঞ্চুরি ধইরা বাস করা প্যালেস্টিনিয়ানগো হাতে রাইখা এলাকা থিকা ভাগেন।

ঝামেলা যখন আরও বাড়তে থাকে, তখন বেকামা ইউনাইটেড নাথিং বা জাতিসংঘ জেরুসালেমরে ইন্টারন্যাশনাল [বা বাফার] জোনে রাইখা ইহুদি এবং আরবগো জন্য পৃথক রাষ্ট্রের প্রস্তাব করে।

কিন্তু ইহুদিরাই- বা বলা ভালো- জায়োনিস্ট মুভমেন্টের মিলিশিয়ারাই জাতিসংঘের সেই প্রস্তাব মানতে অস্বীকার করে। এবং সংখ্যাগুরু আরবগো পাত্তা না দিয়া গায়ের জোরে এথনিক ক্লেনজিং চালায়ে হাজার হাজার প্যালেস্টিনিয়ানগো হ // ত্যা কইরা এবং ৫ মিলিয়ন মানুষরে [সূত্র-০১] বাস্তুচ্যুত কইরা ইজরায়েল নামক ইওরোপিয়ান ধাঁচের কলোনিয়ালিস্ট ‘সম্পূর্ণ ইহুদি’ রাষ্ট্রের ঘোষনা দেয় ১৯৪৮ সালে।

ঠিক এই কারণেই ইজরায়েল নামক রাষ্ট্ররে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলা এবং ডেজমন্ড টুটু ও হেনরি কিসিঞ্জার, মোহনদাস করমচাঁদ গান্ধী, ফিদেল ক্যাস্ট্রো, বারাক ওবামা, নোম চোমস্কি সহ দুইন্যার সকল সেনসিবোল সুস্থ এবং রাজনৈতিক বোধ সম্পন্ন মানুষ অবৈধ রাষ্ট্র বইলা মানেন। এবং এমনকি বেশিরভাগ পশ্চিমা মেইনস্ট্রিম কর্পোরেট মিডিয়া এই নিয়া উচ্চবাচ্য না করলেও এবং বেশিরভাগ সময় প্রো-ইজরায়েলি প্রপাগান্ডা আলাপ চালাইলেও রয়টারের মতো পশ্চিমা মিডিয়াও গাজা-স্ট্রিপে ইজরায়েলের ব্লকেডরে সম্পূর্ণ অবৈধ বইলা মন্তব্য করে [সূত্র-০২], এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো পশ্চিমা মানবাধিকার সংস্থাও ইজরায়েলরে অমানবিক এ্যাপার্টাইড [বর্ণবাদী বা জাতিবিদ্বেষী] রাষ্ট্র বইলা ঘোষনা দেয় [সূত্র-০৩, ০৪]। সুতরাং যখন নাটের গুরু প্রাক্তন রক্ষণশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও গাজারে জেলখানার সাথে তুলনা দেন, মোসাদের চিফ যখন কন, ওয়েস্ট ব্যাংকে মানবাধিকার লঙ্ঘন হইতেছে, তখন আপনাগো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এই অঞ্চলে যা ঘটতেছে তা সিরিয়াস বিষয় [সূত্র-০৫, ০৬]।

হ্যাঁ, এইটা সিরিয়াস বিষয়ই। ইজরায়েল গত কয়েক দশকে প্যালেস্টিনিয়ানগো নিজেগো বাসভূমে জেলখানায় আটকায় রাইখা উনাগো সাথে যা করছে, তার নাম সোজা বাংলায় মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, এবং সেইটা সিরিয়াস বিষয়ই।

কিন্তু বাঙ্গু নাস্তিকগো আপনারা ঐ নিয়া এক লাইন আলাপ দিতে দেখবেন না। উনারা কয়েক সেঞ্চুরি ধইরা প্যালেস্টাইনে বাস করা আরবগোই বহিরাগত কইবেন, কারণ উনাগো যুক্তিতে মুসলমানগো জন্মের আগে দুইন্যায় ইহুদিরা আইছেন। এবং উনাগো হিসাবে শুধু প্যালেস্টাইনই না, সমগ্র মধ্যপ্রাচ্যই ইহুদিগো প্রাপ্য, কারণ দুইন্যার ল্যান্ডমাস ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভাগ করা। অবশ্য আম্রিকার নেটিভ আম্রিকানগো ক্ষেত্রে, বঙ্গদেশে চাকমা মারমাগো ক্ষেত্রে সেই যুক্তি চলবে না। কারণ উনাগো ইয়ের খুশি। উনারা কইবেন না, গত ৩৫০০ বছরে ইহুদিরা এই অঞ্চলে বাস করেন নাই। কিন্তু হলোকাস্টের শিকার হইয়া ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্রের জন্মের আগে প্যালেস্টাইন অঞ্চলে মোট জনসংখ্যার মাত্র ৩২% [সূত্র-০৭] ইহুদিগো ইওরোপ থিকা মাইগ্রেট কইরা পুরা প্যালেস্টাইন নিজেরা দখল করা খুব যৌক্তিক কারণ উনাগো ধর্মীয় বাপদাদানবী ভূতপ্রেতঅতৃপ্তআত্মারা উনিশশো কটকটি সালে এই অঞ্চলে বাস করছিলেন। এদিকে উনাগো ভাষ্যমতে গত কয়েক সেঞ্চুরি ধইরা এই অঞ্চলে বাস করা, ঘরবাড়ি সংসার করা আরব লোকজন সব বহিরাগত। কারণ এই অঞ্চলে বাস করা লোকজনের বাপের বাপের বাপের বাপের বাপের বাপের বাপের বাপের বাপের বাপের ভূত উজানে পানি ঘোলা করছিলেন বইলা উনারা বিশ্বাস করেন না এমন ধর্মগ্রন্থে লেখা আছে। হেহে।

যারা এই কমিউনিটিতে তুলনামূলক বুদ্ধিমান, উনারা কইবেন, হ ইজরায়েল রাষ্ট্র খারাপ কাজ করতেছে সত্য, কিন্তু প্যালেস্টাইনের যেইসব মুসলমান ‘টে // রো // রি // স্ট’ সংগঠন [নাম উল্লেখ করলাম না, আপনারা তো নাম জানেনই] ইজরায়েলের শিশু-বৃদ্ধ সহ সিভিলিয়ানগো উপ্রে হামলা চালাইতেছে, তা নিন্দাযোগ্য। উনাগো কাছে বাংলাদেশের গণবাহিণী এবং ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধারা সব মহান, হোটেল শেরাটনের সামনে ডেলিগেটগো গাড়িতে হামলা করা খুব দেশপ্রেমের আহাউহু আত্মত্যগীয় উচ্চমার্গীয় বিষয়, কিন্তু প্যালেস্টাইনের মানুষের স্বাধীনতা সংগ্রাম, গেরিলা যুদ্ধ খুব নিন্দাযোগ্য তাফাল্লিং। হেহে।

তা বাঙ্গু নাস্তিকগো দোষ দিয়া খুব লাভ নাই। কারণ উনারা পড়ালেখা করেন না। এবং উনাগো আইকিউও ফুলকপি লেভেলের। উনারা বিবিসি সিএনএন সহ আম্রিকা এবং ব্রিটেনের মেইনস্ট্রিম মিডিয়া উনাগো সারাদিন প্যালেস্টিনিয়ানগো “‘বিনা প্ররোচনায়’ হামলা” নামক যা যা প্রপাগান্ডা খাওয়াইবেন, উনারা সোনামুখ কইরা তাই খাইবেন। অথচ একই মিডিয়া মাত্র কিছুদিন আগেই “ওয়েপোন অভ মাস ডেস্ট্রাকশান” নামে উনাগো যা খাওয়ায়ে ইরাকের মতো একটা আস্ত দেশরে ধ্বংস করছিলেন তা উনাগো আম্রিকান এ্যানালিস্টগো মাধ্যমেই প্রপাগান্ডা হিসাবে হাতেনাতে প্রমাণিত হওয়ার পরেও উনাগো হুঁস হইবো না।

ফুলকপির আউকিউওয়ালা- আমি তো উনাগো এমনি এমনি কই না। হুঁহুঁ।

অথচ দেখেন, আন্তর্জাতিক আইন অনুযায়ীও প্যালেস্টিনিয়ানগো নিজেগো ভূমি রক্ষা করতে অ // স্ত্র ধরার স্বাধীনতা আছে। ১৯৮০ সালের জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলির “Importance of the Universal Realization of the Right of Peoples to Self-Determination and of the Speedy Granting of Independence to Colonial Countries and Peoples for the Effective Guarantee and Observance of Human Rights [1980] UNGA 33; A/RES/35/35 (14 November 1980)” অনুযায়ী প্যালেস্টাইনের মানুষের ‘বিদেশী ও কলোনিয়াল শক্তির’ প্রভাব থিকা নিজেগো টেরিটোরির ইন্টেগ্রিটি ও জাতিস্বত্তা রক্ষার আন্দোলন করতে সশস্ত্র সংগ্রামে কোনো বাধা নাই।

খেয়াল করেন, ১৯৮০ সালে জাতিসংঘ প্যালেস্টাইনে ঘটতে থাকা মানবাধিকার লঙ্ঘনের আলাপ দিলেও ইজরায়েল একই পদ্ধতিতে গত ৪৩ বছর ধইরা একই কাহিনি চালায়ে যাইতেছে উইদাউট এনি রিমোর্স। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলও এই নিয়া ইজরায়েলরে কোনো প্রকার চাপ দিতে সমর্থ হয় নাই। জাতিসংঘ বা ইউনাইটেড নেশান্সরে এমনি এমনি তো আর ইউনাইটেড নাথিং বইলা ডাকা হয় না, তাই না?

এ্যালা আপনারা জিগাইতে পারেন, ইজরায়েল যে এতো দিন ধইরা প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘন করছে, তার প্রমাণ কই?

সুন্দর প্রশ্ন। আয়্যাম গ্ল্যাড ইউ আস্কড।

টু বি অনেস্ট, আপনাগো প্রশ্নের উত্তরে আমার একগাদা প্রমাণ দেওয়ারও দরকার নাই। একটা প্রমাণই এইক্ষেত্রে যথেষ্ট। আপনারা ২০২২ সালে ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদন দেখেন। এই প্রতিবেদনে দেখা যায়, ২০০৭ সাল থিকা গাজা অবরুদ্ধ কইরা কিভাবে ইজরায়েল অজলো-এ্যাকোর্ড ভঙ্গ কইরা গাজায় খাদ্য সাপ্লাই বন্ধ [বা নিয়ন্ত্রণ] কইরা, পানের অযোগ্য পানি সাপ্লাই দিয়া ও ইচ্ছামতো সেই সাপ্লাই বন্ধ কইরা, ইলেক্ট্রিক পাওয়ার প্লান্টে বো // মা ফালায়া ইলেক্ট্রিসিটি বন্ধ কইরা, গাজার নিজস্ব অর্থনীতি তৈরিতে বাধা দিয়া ৪৬.৬% কর্মযোগ্য মানুষরে বেকার বানায়া সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন করছে [সূত্র-০৮], কিভাবে শিশু থিকা শুরু কইরা গাজা-স্ট্রিপে চিকিৎসা সেবা দিতে যাওয়া ডাক্তার এবং সাংবাদিকগো গু // লি কইরা হত্যা করছে [সূত্র-০৯-১১]। এমনকি গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় জুলিয়ান আসাঞ্জের মাধ্যমে লিক হওয়া ‘উইকিলিক্স’-এর মাধ্যমে জানা যায় ইজরায়েল এমনকি শিশু খাদ্য পর্যন্ত নিয়ন্ত্রণ কইরা শিশুদের অভুক্ত রাখছে বছরের পর বছর [সূত্র-১২]।

এ্যালা আপনারা আমারে কন, আমার নিজের বাসভূমিতে আমারে আটকায়া রাইখা, আমার খাবার পানি ইলেক্ট্রিসিটি সব বন্ধ কইরা দিনের পর দিন এই অমানবিক নির্যাতন চালাইলে আমার কি আত্মরক্ষার অধিকার নাই? আমার কি সশস্ত্র সংগ্রামের অধিকার নাই?

আর সশস্ত্র সংগ্রামের গল্প পরে। এমনকি প্যালেস্টিনিয়ানরা যখন শান্তিপূর্ণ সমাবেশ বা শান্তিপূর্ণ মিছিল করছেন, সেই সমাবেশেও তো ইজরায়েলি সৈন্যরা নির্বিচারে গু // লি চালায়ে সাধারণ মানুষ হ // ত্যা করছেন। ‘দা গ্রেইট মার্চ অভ রিটার্ন’ নামে খ্যাত ২০১৮ সালের নিজের বাড়ি ফেরার দাবীতে প্যালেস্টিনিয়ানদের শান্তিপূর্ণ সমাবেশে কাঁটাতারের বেড়ার দিকে মাত্র কয়েকজনের সামান্য পাথর ও কাচের বোতলে পেট্রোল ভরা তৎসামান্য মলোটোভ ককটেল ছোঁড়ার অপরাধে ৪৬ জন শিশু সহ মোট ২১৪ জনরে গু // লি কইরা হ // ত্যা করছিলেন ইজরায়েলি স্নাইপাররা। এই ঘটনায় আহত হইছিলেন ৮,৮০০ শিশু সহ মোট ৩৬,১০০ মানুষ- আবার পড়েন- শুধুমাত্র কাঁটাতারের বেড়ার দিকে খুব সামান্য কিছু পাথর আর শিশু কিশোরদের বানানো সাধারণ ককটেল ছোঁড়ার অপরাধে [সূত্র-১৩]।

আর এই সামান্য পাথর ছোঁড়ারেই, সামান্য তিলরে তাল বানায়ে একপাক্ষিক গল্প দিয়া প্যালেস্টিনিয়ান মুক্তিযোদ্ধাগো জ // ঙ্গী // বা // দী বানায়ে, উনাগো গিয়া কাল্পনিক নারী ধ // র্ষ // ণ করায়ে ইজরায়েলপন্থীরা ইজরায়েলের যুগের পর যুগের এই মানবতাবিরোধী অপরাধরে জাস্টিফাই কইরা যাইতেছেন। কারণ- প্যালেস্টাইনের মূল জনগোষ্ঠী- মুসলমান।

আর মুসলমানগো জ // ঙ্গী // বা // দী বানানো সহজ।

[এইক্ষেত্রে উল্লেখ্য, আমি মুসলমানগো ধোওয়া তুলশীপাতা কই না। এবং অতি অবশ্যই ইসলামি ব্রাদারহুড নামক কাঁঠালের আমসত্ত মার্কা আজাইরা জিনিস ও তা // লি // বা // ন // গো সমর্থন করি না বিভিন্ন জিওপলিটিকাল কারণে। কিন্তু সেইটা অন্য আলাপ।]

এবং এই কাজ করতে ইজরায়েলপন্থীরা ইজরায়েল-প্যালেস্টাইন ইশুরে ধর্মীয় তকমা দিতে বিশেষ পারদর্শী। অথচ এই যুদ্ধ ইহুদি বনাম মুসলমানের ধর্মযুদ্ধ না। প্যালেস্টাইনে মুসলমান ছাড়াও খ্রিশ্চানরাও আছেন। প্যালেস্টিনিয়ানগো আন্দোলন কলোনিয়ালিজমের বিরুদ্ধে উনাগো জাতিস্বত্তা রক্ষার রাজনৈতিক আন্দোলন।

কিন্তু ইজরায়েলপন্থীগো মূল কাজ হইতেছে উনাগো আলাপ ধর্মের দিকে নিয়া গিয়া মুসলমানরা কত খারাপ- এই লইয়া একই গাইনের গীত গাইয়া একই ভ্যাজরভ্যাজর করা।

আগেই বলছি, আমি নিজে একজন নাস্তিক্যঘেঁষা অজ্ঞেয়বাদী। ইহুদি খ্রিশ্চান মুসলমান কারুর প্রতি আমার আলগা প্রেম নাই; আমি এই তিন ধর্মের একটারেও বিশ্বাস করি না, পছন্দ তো দূরের আলাপ। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে আমি মানুষের ধর্ম বিবেচনা করতে রাজি না। আমার জন্ম লিবিয়ায়। আমি নিজের চোখে আম্রিকার মারফত লিবিয়ার মতো অদ্ভুত সুন্দর একটা দেশরে ধ্বংস হইতে দেখছি। মধ্যপ্রাচ্য অঞ্চলে এখনো আমার নিয়মিত যাতায়াত আছে। আমি জানি এই অঞ্চলের ঝামেলার সূত্রে কিভাবে সাম্রাজ্যবাদী আম্রিকা এবং তার এ্যালাইরা সাপ হইয়া দংশন কইরা ওঝা হইয়া ঝাইড়া অস্ত্র ও এনজিওবাদী ব্যবসা কইরা কিভাবে অর্থ উপার্জন করে। তাই আমারে কেউ প্যালেস্টিনিয়ানগো আন্দোলন বিষয়ে আউলফাউল আলাপ দিতে আসলে হবে না।

তাই আমি ইজরায়েলপন্থী বাঙ্গু নাস্তিক কমিউনিটিরে পড়ালেখা করতে অনুরোধ করবো। আমি উনাগো অনুরোধ করবো নাস্তিকতা চর্চা করতে গিয়া মুসলিমবিদ্বেষী না হইয়া পশ্চিমা মিডিয়ার প্রপাগান্ডাবাজি থিকা বাইর হইয়া রাতরে রাত, দিনরে দিন বলার যোগ্যতা অর্জন করতে। ৭১-এ বাংলাদেশের পক্ষে থাকলে ২০২৩-এ আইসা প্যালেস্টাইনের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার নৈতিক মেরুদণ্ড গজানোর সামর্থ্য অর্জন করতে।

সাউথ আফ্রিকান মানবাধিকার কর্মী নোবেল পুরষ্কার জয়ী ডেজমন্ড টুটু প্যালেস্টাইন প্রসঙ্গে বলছিলেন, “যারা অন্যায় দেখেও চোখ বন্ধ করে রাখে, তারা আসলে অন্যায়কে দীর্ঘস্থায়ী করে, যে অন্যায় পরিস্থিতিতে নিরপেক্ষ থাকে, সে মূলতঃ অত্যাচারীর পক্ষ বেছে নেয়।”

সুতরাং আপনি নিজের বিবেক বুড়িগঙ্গায় ফালায়া দিয়া অত্যাচারীর পক্ষে থাকবেন কি থাকবেন না, ফুলকপির আইকিউ লইয়া জীবন কাটাইয়া অন্যায়রে সমর্থন করবেন কিনা, ৩৫০০ বছর আগের ধর্মীয় ভূতপ্রেতের অযৌক্তিক আলাপ দিয়া বর্তমানে বাস করা মিলিয়ন মানুষের সাথে ঘটতে থাকা রাজনৈতিক নির্যাতনরে নৈতিক সমর্থন এবং বৈধতা দিবেন কিনা- সেইটা আপনার সিদ্ধান্ত। আমি শুধু ফেইসবুকে আবার ব্যান খাওয়ার আগে আপনাগো জানায়ে গেলাম, আমি যেইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গ // ণ // হ // ত্যা // র নিন্দা জানাই, সেই একইভাবে গত কয়েক যুগে প্যালেস্টিনিয়ানগো উপ্রে চলতে থাকা সিস্টেমিক সাবজুগেশান এবং গ // ণ // হ // ত্যা // র নিন্দা জানাই। কারণ আমি আপনাগো মতো ঘৃণার বাক্সে বন্দী হইয়া একখানি পিথাগোরাসের উপপাদ্য মুখস্ত কইরা তা দুইন্যার সকল ইকুয়েশানে বসাই না।

বিনীত
নাদিয়া ‘to stand up for Palestine, you just need to be human’ ইসলাম


১৪ সেপ্টেম্বর, ২০২৩

তথ্যসূত্রঃ
[০১] https://www.un.org/unispal/about-the-nakba/
[০২] https://www.reuters.com/article/us-un-gaza-rights-idUSTRE78C59R20110913
[০৩] https://www.amnesty.org/en/latest/news/2022/02/israels-apartheid-against-palestinians-a-cruel-system-of-domination-and-a-crime-against-humanity/
[০৪] https://www.amnesty.org/en/latest/campaigns/2022/02/israels-system-of-apartheid/
[০৫] https://www.bbc.com/news/world-middle-east-10778110
[০৬] https://apnews.com/article/israel-apartheid-palestinians-occupation-c8137c9e7f33c2cba7b0b5ac7fa8d115 #:~:text=%E2%80%9CThere%20is%20an%20apartheid%20state,weight%20in%20security%2Dobsessed%20Israel
[০৭] https://www.jewishvirtuallibrary.org/jewish-and-non-jewish-population-of-israel-palestine-1517-present
[০৮] https://www.unicef.org/mena/documents/gaza-strip-humanitarian-impact-15-years-blockade-june-2022
[০৯] https://www.middleeastmonitor.com/20190228-un-israel-intentionally-shot-children-medics-in-gaza-protests/
[১০] https://www.haaretz.com/israel-news/2019-02-28/ty-article/un-council-israel-intentionally-shot-children-and-journalists-in-gaza/0000017f-f02b-d497-a1ff-f2ab3be90000
[১১] https://www.amnesty.org/en/latest/news/2014/08/mounting-evidence-deliberate-attacks-gaza-health-workers-israeli-army/
[১২] https://www.theguardian.com/world/2012/oct/17/israeli-military-calorie-limit-gaza
[১৩] https://www.un.org/unispal/document/two-years-on-people-injured-and-traumatized-during-the-great-march-of-return-are-still-struggling/

Israeli attack on media camp kills two journalists in GazaPray for Palestine
07/04/2025

Israeli attack on media camp kills two journalists in Gaza

Pray for Palestine

Two Palestinian journalists in Gaza have been killed by an Israeli attack that engulfed a media camp in flames.

05/04/2025

“Say, ‘O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allah. Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful.’” (Qur’an 39:53)

This verse is full of hope and mercy. It’s often quoted to remind people that no matter how far they’ve gone, Allah’s mercy is always greater.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when VelvetTaqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share