Rahe Belayat TV

Rahe Belayat TV Welcome to our page, here you will find regular Quran and Hadith.

07/04/2025

হেঁড়ে গেছে মানবতা
জিতে গেছে ই/HU/দি ।

08/03/2025

আমাদের সামনে যেন থাকে, আল্লাহ্‌ তাআলা দিনের বেলায় তাঁর হস্ত প্রসারিত করে রাখেন যাতে করে রাতে পাপকারী তওবা করতে পারে এবং তিনি রাতে হস্ত প্রসারিত করে রাখেন যাতে করে দিনে পাপকারী তওবা করতে পারে। আল্লাহ্‌ তাআলা বলেন: “আর তোমরা ছুটে আস তোমাদের রবের ক্ষমার দিকে ও জান্নাতের দিকে; যার বিস্তৃতি আসমানসমূহ ও যমীনের মত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য। যারা সুদিনে ও দুর্দিনে ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ মুহ্‌সিনদেরকে ভালবাসেন। আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি যুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার কে আছে? এবং তারা যা করে ফেলে, জেনে-বুঝে তারা তা উপর্যুপরি করতে থাকে না। তাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতসমূহ; যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তারা স্থায়ী হবে। সৎকর্মশীলদের পুরস্কার কতইনা উত্তম!”[সূরা আলে ইমরান ৩: ১৩৩-১৩৬] আল্লাহ্‌ তাআলা আরও বলেন: “বলুন, ‘হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ– আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”[সূরা যুমার ৩৯: ৫৩] আল্লাহ্‌ আরও বলেন: “আর যে কেউ কোন মন্দ কাজ করে কিংবা নিজের প্রতি যুলুম করে; এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে।”[সূরা নিসা ৪: ১১০]

16/02/2025

✨ আবু আব্দুল্লাহ মুহাম্মদ উমরের সুমধুর কণ্ঠে কুরআনের শেষ ১০ সূরার হৃদয়স্পর্শী তেলাওয়াত ✨

পবিত্র কুরআনের শেষ ১০টি সূরা আমাদের নিত্যদিনের জীবনে গুরুত্বপূর্ণ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ উমরের সুমধুর কণ্ঠে এই সূরাগুলোর তেলাওয়াত হৃদয়কে প্রশান্তি দেবে এবং আত্মাকে করবে প্রশুদ্ধ।

📖 সূরা সমূহ:
১️⃣ সূরা ফীল
২️⃣ সূরা কুরাইশ
৩️⃣ সূরা মাউন
৪️⃣ সূরা কাউসর
৫️⃣ সূরা কাফিরুন
৬️⃣ সূরা নাসর
৭️⃣ সূরা মাসাদ
৮️⃣ সূরা ইখলাস
৯️⃣ সূরা ফালাক
🔟 সূরা নাস

আল্লাহর কালামের এই মোহনীয় তেলাওয়াত শুনে আপনার অনুভূতি কেমন লাগলো? মন্তব্যে জানাতে ভুলবেন না! ❤️

🔔 শেয়ার করুন এবং আরও মানুষকে এই পবিত্র তেলাওয়াত শুনার সুযোগ দিন!

05/02/2025
03/02/2025

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু—এই মহান কালিমার ফজিলত জানলে আপনি অভিভূত হবেন! ✨🕋

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এই কালিমা ১০ বার পাঠ করবে, তার জন্য বিরাট সওয়াব নির্ধারিত রয়েছে। এটি ঈমানের মূল ভিত্তি, জান্নাতের চাবিকাঠি এবং আল্লাহর একত্ববাদের সর্বোচ্চ ঘোষণা।

এই কালিমার বরকত কী? কেন এটি এত গুরুত্বপূর্ণ? জানুন বিস্তারিত এই ভিডিওতে!

🔔 ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং অন্যদেরও জানার সুযোগ দিন!
#ইসলাম #কালিমা #আধ্যাত্মিকতা #লা_ইলাহা_ইল্লাল্লাহ #দ্বীন #হাদিস

সারজিস আলম থেকে শিক্ষা নেওয়া দরকার যারা কাপল ভিডিও বানান।
01/02/2025

সারজিস আলম থেকে শিক্ষা নেওয়া দরকার যারা কাপল ভিডিও বানান।

Address

Nilphamari
Rangpur
5341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahe Belayat TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share