OMIT Civilian Plans

OMIT Civilian Plans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OMIT Civilian Plans, Digital creator, Rangpur.

এখানে ব্লিডিং এর সমস্ত প্লান, স্ট্রাকচারের ডিজাইন 2D & 3D আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। আমরা ক্লাইন্ট উপর বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং তাদের চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি।

23/04/2025

১- শুকনো ইট ব্যবহার করলে, মর্টার দুর্বল হবে।

২- অসম লাইন হলে দেওয়াল বাঁকা হতে পারে।

৩- পাতলা জয়েন্ট হলে, দেয়ালের মজবুত হবে না।

💡 কীভাবে ঠিক করবেন?

১- ১২ ঘণ্টা ইট ভিজিয়ে রাখুন।

২- প্রতি ৩ লেয়ার পরপর লেভেল চেক করুন।

৩- ১০ মিমি জয়েন্ট রাখুন।

আপনার সাইটে কী ভুল দেখেছেন? কমেন্ট করুন!

-আলহামদুলিল্লাহ🥰-নতুন প্রজেক্ট-০২, চলমান কাজ।-গ্রামের মধ্যে টিন শেট বাড়ির ২ডি প্লান ,৩ডি ডিজাইন। -লোকেশনঃ কাজিরহাট, ডোম...
19/04/2025

-আলহামদুলিল্লাহ🥰
-নতুন প্রজেক্ট-০২, চলমান কাজ।
-গ্রামের মধ্যে টিন শেট বাড়ির ২ডি প্লান ,৩ডি ডিজাইন।
-লোকেশনঃ কাজিরহাট, ডোমার, নীলফামারী।

10/04/2025

পুকুর বা অন্যান্য ভরাটের ক্ষেত্রে যে বালি গুলো F.M জানা দরকার

১। ভরাট বালি (এফ এম=০.৫)এই বালু জমি ভরাট কাজে ব্যবহৃত করা হয়।
২। সরু বালু (এফ এম=১.৫০)
৩। মোটা বালি(এফ এম=২.০০)ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়।
৪। সিলেট বালি (এফ এম=২.৫০)এই বালু সর্বোচ্চ মোটা এটা ঢালাইয়ে ব্যবহৃত হয়।

29/03/2025

✴️ ৭.৫ মাত্রার ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা একটি বিল্ডিং ভেঙ্গে পড়েছে, বাংলাদেশের হলে ঢাকার অধিকাংশ বিল্ডিং ভেঙে পড়বে এতে কোন সন্দেহ নেই,

➡️ কোড অনুযায়ী আমরা যখন বিল্ডিং ডিজাইন করতে যাই, প্রথমেই বাড়ির মালিক বাধা দেয়, এত বড় কলাম লাগে নাকি? এত বেশি কলাম লাগে নাকি? কলামে এত রড দিয়েছেন কেনো? পাশের বাড়ির মালিক ৫ ফিট বেজ দিয়ে আট তলা বিল্ডিং তৈরি করছে, আপনি পাইল দিলেন কেন?

✳️ ইঞ্জিনিয়ারের কথা শোনার দরকার নাই, ইঞ্জিনিয়ার এত ভাল বোঝেনা, কন্টাকটারের কথা শুনে বিল্ডিং বানাই ফেলি

🔷 আর যখন বিল্ডিং ভেঙ্গে পড়ে তখন সবার আগে দোষ হয় ইঞ্জিনিয়ার কে? কোন ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিজাইন করছে? তাকে আগে জেলে ঢুকাও

🔴 বড় ধরনের ঝুঁকি আড়াতে এখন থেকেই Detailed Engineering Assessment এর মাধ্যমে ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-গ্রামের মধ্যে টিন শেটের এক আধুনিক বাড়ির ২ডি প্লান এবং  ৩ ডি  ডিজাইন✅
18/03/2025

-গ্রামের মধ্যে টিন শেটের এক আধুনিক বাড়ির ২ডি প্লান এবং ৩ ডি ডিজাইন✅

08/03/2025

বাড়ির হিসাব ✅✅✅
একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি (৫% বাড়তি ধরে )
= ২.০৬৫ টন

আলহামদুলিল্লাহ🥰-নতুন প্রজেক্ট-০১-আমার প্রথম ৩ ডি ডিজাইনের কাজ চলমান!লোকেশনঃ আমিন বাজার, কেতার মোড় কুড়িগ্রাম
06/03/2025

আলহামদুলিল্লাহ🥰
-নতুন প্রজেক্ট-০১
-আমার প্রথম ৩ ডি ডিজাইনের কাজ চলমান!
লোকেশনঃ আমিন বাজার, কেতার মোড় কুড়িগ্রাম

Address

Rangpur

Telephone

+8801710529218

Website

Alerts

Be the first to know and let us send you an email when OMIT Civilian Plans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMIT Civilian Plans:

Share