
02/09/2025
৬৫ হাজার ৫০০+ সরকারি প্রাথমিক স্কুলে ৩.৫ লক্ষ শিক্ষক। প্রতিস্কুলে প্রায় ৫ জন শিক্ষক। গানের শিক্ষকের কোটা ১৫%
৯০% মুসলমান কি গান শেখানোর জন্য ট্যাক্স দেয়? ১০০ জনে কত জন বাবা-মা তাদের সন্তানকে গান শেখাতে ইচ্ছুক?
মুসলমানের বাচ্চা-কে কেন বাপমা আলাদা করে হুজুর রেখে কুরআন শেখাতে হচ্ছে? রাষ্ট্রের কাজটা কি তাহলে? গান শেখানো নাকি কুরআন শেখানো? কেন রাষ্ট্র আমার সন্তানকে কুরআন শেখানোর দায়িত্ব নেবে না? কেন আমার সন্তানকে গান শিখতে বাধ্য করবে? প্রশ্ন করুন, রাগুন, চোখে চোখ রেখে চিৎকার করুন।
এই নাচ-গানের নট-নটী আর টিকটকার তৈরির কারিকুলাম ও প্রতিষ্ঠান বয়কট করুন। সন্তানকে কমপক্ষে প্রথম ৫ বছর মাদরাসায় পড়ান। মাদরাসায় পড়াশোনার মান এখন অনেক ভালো।