Afsu & Awon

Afsu & Awon আসসালামু আলাইকুম
wellcome to
Afsu & Awon

কুড়িগ্রামের মেয়ে
পেজে আসছেন যেহেতু
follow দিয়ে যাবেন

12/02/2025

Ir regular Hoye gesi 😑😑

পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণভাবে আবৃতা একজন নারী। কোনো এক সোর্স থেকে খবর পেয়েছেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। বউ নিয়...
11/02/2025

পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণভাবে আবৃতা একজন নারী। কোনো এক সোর্স থেকে খবর পেয়েছেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। বউ নিয়ে ট্রেনে করে যাচ্ছেন চট্টগ্রাম।

খবর পেয়েই দিশেহারা হয়ে ছুটে গেলেন রেলস্টেশনে। স্বামীর পিছে দিশেহারার মতো ছুটলেন। বুঝানোর চেষ্টা করলেন, থামানোর চেষ্টা করলেন। স্বামী থামলেন না। ট্রেনে উঠে পড়লেন, ট্রেন ছেড়ে দিলো।

দৃশ্যটা সেখানেই শেষ হতে পারতো।
কিন্তু হলো না।

নাছোড়বান্দা স্ত্রী স্বামীকে থামানোর জন্যে ট্রেনে উঠা স্বামীর পা ধরে ফেলতে চাইলেন। না পারতে ধরলেন দরজার হাতল। স্ত্রীকে তাড়ানোর জন্য স্বামী পা দিয়ে অনবরত la থি ma&র^তে লাগলেন। এক পর্যায়ে লা&থি খে^য়ে খে^য়ে তার হাত ছুটে যায় হাতল থেকে। ট্রেন চলে যায় দৃষ্টিসীমার বাইরে।

মানুষের মন বদলানো কোনো বিরল ঘটনা না। মিনিটে মিনিটেই বদলায়৷ নতুন কাউকে ভালো লাগা, নতুন কাউকে মনে ধরাও হয়তো স্বাভাবিক।

কিন্তু ভদ্রলোকের মাথায় কি একবারও আসেনি এই স্ত্রী কতো অগণিত বেলা তাকে রান্না করে খাইয়েছে গরম ভাত, কতোরাত তার জন্য অপেক্ষা করে থেকেছে?!
এই লাথিগুলো যাকে মা*র&লেন অবলীলায়, সেই স্ত্রীকে তো তার আগলে রাখার কথা ছিলো!

বিক্রমপুরী সাহেবের তৃতীয় বিয়ে নিয়ে আমরা লাইট হিউমার করতেই পারি।
কারণ আমরা জানি আমাদের এলিট সোসাইটিকে ওনার এই ডিসিশন বিন্দুমাত্র স্পর্শ করবেনা।

কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অসহায় অনেক নারী আছে যারা পৃথিবী দেখে তাদের স্বামীর চোখ দিয়ে। যারা বাঁচে স্বামীর জন্য। যারা স্বামীর জন্য ম&র^তেও প্রস্তুত থাকে।

একদিন ঘুম থেকে উঠে যখন তারা বুঝতে পারে মেয়াদোত্তীর্ণ ছত্রাক ধরা পাউরুটির প্যাকেটের মতো তাদেরকে উচ্ছিষ্ট ঘোষণা করে ছুঁ*ড়ে ফেলা হয়েছে, তাদের আসলে করার কিছু থাকেনা। যাওয়ারও কোনো জায়গা থাকেনা। বেঁচে থাকার কোনো পারপাসও থাকেনা। একদিন সত্যি সত্যি ম*রেও যায় অনেকে!

যাদের কাছে স্বামী ভালো মানেই জান্নাত, আর স্বামীর অনাদরই জাহান্নাম!

সম্পর্কের শেষ হওয়া দোষের কিছু না। কিন্তু সম্পর্ক শেষ করতে গিয়ে মানুষকে শেষ করে দিলে তার বিচার অবশ্যই জমিনে হবে। আসমানেও হবে। 🥺©

ভিডিওটা দেখে শরীর আমার কাঁপছিলো
হায়রে পুরুষ মানুষ 😔😔

এই রকম একটা জীবন মানুষের ড্রিম থাকে। সেটা পাওয়ার পরেও মেয়ে মানুষের সে কি আক্ষেপ? পুরুষ মানুষের কিন্তু এমন আক্ষেপ দেখা মি...
10/02/2025

এই রকম একটা জীবন মানুষের ড্রিম থাকে। সেটা পাওয়ার পরেও মেয়ে মানুষের সে কি আক্ষেপ? পুরুষ মানুষের কিন্তু এমন আক্ষেপ দেখা মিলে না।

ঠিক আছে মানলাম স্বামীকে আর পছন্দ হচ্ছে না। বাহিরের সুন্দর সুন্দর পু'রুষ দেখে মাথা গু'লিয়ে গেছে আপনার Azrin Hussaini. তবে সন্তান আর সমাজের কথা চিন্তা করে হলেও মনকে বুঝাতে পারতেন। নিজের বিবেককে বাঁচাতেন।

অনেক মেয়ে আছে যাদের স্বামীর কাছে অ/ত্যা/চারিত নিপী/ড়িত হওয়ার পর ও সন্তান সন্তান করে সংসার করে যাচ্ছে। সেখানে আপনার স্বামী থাকে বিদেশে।

বছরে কয়েকবার আপনারা ট্যুর দিচ্ছেন দেশ এবং দেশের বাহিরে। আপনার স্বামী আপনাকে ব্যবসা করাবার অনুমতি দিয়েছে সাথে নিজের ইচ্ছা মত টিকটক ফেসবুক দাঁপিয়ে বেড়াতে পারছেন। আসলে কমতি কিসের ছিলো? বাচ্চাটাকে দেখলে মনের মধ্য অনেক কষ্ট অনুভব হচ্ছে। ❤️

•••মানুষটি কি এমন  ক্ষতি করেছিল যে তাকে এভাবে মারা হলো !!  ••যারা তাকে এভাবে মারল তাদের কি একটি বারও হাত কাঁপলো না!  ••ক...
07/02/2025

•••মানুষটি কি এমন ক্ষতি করেছিল যে তাকে এভাবে মারা হলো !!
••যারা তাকে এভাবে মারল তাদের কি একটি বারও হাত কাঁপলো না!
••কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না!!
••আল্লাহ এমন মৃত্যু কাউকে দিওনা!
•• ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি চতরা পীরগঞ্জ রংপুর! 🥹

ফটো: সংগ্রহ ফেইসবুক থেকে!!

06/02/2025

Good morning 🌞🌄

05/02/2025

Good night 😴😴

বড় হচ্ছে দুষ্ঠু হচ্ছে 🥱
05/02/2025

বড় হচ্ছে দুষ্ঠু হচ্ছে 🥱

05/02/2025

শুভ সকাল 💙

এই পেজ এর কিছু problem থাকায় এই পেজ খোলা হয়েছে 💔 সবাই এতততত্তু ফলো দিও 💙💙🫰🫰
04/02/2025

এই পেজ এর কিছু problem থাকায়

এই পেজ খোলা হয়েছে 💔

সবাই এতততত্তু ফলো দিও 💙💙
🫰🫰

Address

Kurigram
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsu & Awon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share