হাসির গল্প

হাসির গল্প This page is basically provide funny story or jocks. To enjoy with our happiness like our page & stay with us.
(1)

15/03/2025
09/02/2025

স্যাটেলাইট একি হলো

10/01/2025

sei edit

09/01/2025

খুশিতে,, রংপুর রাইডারস জয়ের ঠেলায়

08/01/2025

kacchi khawa halka

05/01/2025

walking top of Forest

01/01/2025

আজব ইডিট

22/10/2024

আমি কাজে পৌছেছি,
ঠিক তখনই বউয়ের ফোন এলো,
আজ কতো তারিখ?😕🐸

কি জবাব দেব বুঝে না উঠতে ঘাবড়ে গিয়ে বললাম "23th জুন "
বউ ফোন কেটে দিল। 😒

আমার তো ভয়ে হাত পা সিঁধিয়ে গেছে, ভাবছি

ওর কি আজ জন্মদিন? না,

আমার জন্মদিন? না।

তাহলে কি আমাদের বিবাহ বার্ষিকী?😤

না,

বাচ্চাদের কারো জন্মদিন? 😕

না,

শ্বশুর শাশুড়ির জন্মদিন বা বিবাহ বার্ষিকী না, গ্যাস সিলিন্ডার বুকিং করিয়ে দিয়েছি।😞

ডিশ, মোবাইল, ইলেক্ট্রিসিটি বিল, দুধের বিল সবই তো হয়ে গেছে, তাহলে বউ তারিখ কেন জিজ্ঞেস করলো ?😕😱

আমার লাঞ্চ আর বৈকালিক চা সব ভয়ে মাথায় উঠলো। 😤

যাই হোক বিকেলে বাড়ি পৌঁছালাম, দেখি আমার মেয়েটা খেলছে । 😌

আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, ঘরের আবহাওয়া কেমন? ঝড় বা সুনামি?😺

মেয়ে নির্বিকার, সব ঠিক আছে, কিন্তু তখন কেন ওটা জিজ্ঞেস করল? 😤

আমি বললাম, তোর মা সকাল সকাল আজকের তারিখ জিজ্ঞেস করেছিল আমায় ফোন করে।😕

মেয়ে মুচকি হেসে বলল, আজ সকাল বেলা ক্যালেন্ডারের কিছু পাতা ছিঁড়ে ফেলেছি তাই হয়ত কনফিউসড হয়ে গেছে। 😁

আমিঃ বাঁচলাম! 😅🐸

বাদীর জেরা- ১।  আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে   মাছ নিয়ে যেতে দেখছেন? - জ্বী। ২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন? - ...
23/09/2024

বাদীর জেরা-
১। আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে মাছ নিয়ে যেতে দেখছেন?
- জ্বী।
২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন?
- না।
৩। বিল্লুকে তাড়া করেছিলেন?
- জ্বী।
৪। ধরতে পারেননি?
- না।
💚💚 বিল্লু আপনার চেয়ে বুদ্ধিমান এবং বেশি দৌঁড়াতে পারে।
- সত্য নয়।
৫। বিল্লুকে তাড়া দেওয়ার সময়ে অন্য কেউ দেখেছে?
- মনে পড়ছে না।
৬। আপনাকে বিল্লুকে তাড়া করতে দেখেছে এরকম কোনো সাক্ষী আছে আপনার কাছে?
- না।
💚💚 আপনি বিল্লুকে মাছ চুরি করতে দেখেননি। তাড়াও করেননি।
-- সত্য নয়।

৭। বিল্লু কী মাছ নিয়েছিল?
-- রুই মাছ।
৮। বাজারে আপনি একাই কি রুই মাছ বিক্রি করেন?
- না।
৯। আরও অনেকে রুই মাছ বিক্রি করে?
- হ্যাঁ।
১০। অন্যদের মাছের চেয়ে আপনার মাছের চেহারা সাইজ আলাদা? অন্যদের মাছের সাথে মেলালে আপনার দোকানের মাছ আলাদা করা যায়?
- না।
১১। বিল্লুর কাছের যে রুইমাছ এরকম মাছ আপনি ছাড়াও আরও অনেকে বিক্রি করে?
- হ্যাঁ।
১২। বিল্লুর কাছের পাওয়া মাছটা আপনার দোকানের কিনা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া তা যাচাই করার আর কোনো উপায় আছে?
- না।
১৩। বিল্লুকে মাছ নিয়ে যেতে আপনি ছাড়া আর কেউ দেখেছে এরকম কোনো সাক্ষী কি আপনি কোর্টে উপস্থাপন করেছেন?
- না।
😏😏পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বিল্লুর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিল্লুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে।

22/09/2024

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে 😃😃

স্ত্রী – বুঝলে, আজ রাত্রে আমি রান্না করছিনা, হোটেলে খাবো।☺
স্বামী – কোনও ব্যাপার না। Done!
স্বামী – হ্যাঁ, তো কোথায় খাবে ভাবছো ? একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে, কি বলো ?
স্ত্রী – মোটেই না। আজ ক্যাণ্ডেল লাইট ডিনার করবো, রয়্যাল প্যালেস হোটেলে যাবো।
স্বামী – (একটুক্ষণ চুপ থাকার পর) ও, আচ্ছা। ঠিক আছে তবে। সন্ধ্যা সাতটায় যাবো তো ? তৈরী থেকো।
স্ত্রী – Sure
সন্ধ্যা ৬:৩০ মিঃ গাড়িতে করে যেতে যেতে ..
স্বামী – আজকাল ফুচকা ওয়ালার সংখ্যা এ রাস্তায় বেশ বেড়েছে। জানো তো, একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে ৩০ টা ফুচকা খেয়েছিলাম, আর বাজি জিতে গেছিলাম !
স্ত্রী – এ আর এমন কী বাহাদুরি !
স্বামী – বাহাদুরিই ! আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারেনি।
স্ত্রী – ছাড়ো তো! ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি।
স্বামী – তুমি !! হাসালে প্রিয়তমা ! আমি ভালোমতোই জানি , তুমি গো হারা হারবে। গোটা বিশেক বড়জোর , তারপরই হাঃ হাঃ হাঃ
স্ত্রী – হয়ে যাক চ্যালেঞ্জ। দাঁড় করাও গাড়ি, এক্ষুণি-
……..
স্বামী ৩০টা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেঁকুর তুলে খাওয়া বন্ধ করে দিল। পেট তো স্ত্রীরও ভরে গেছিলো, তবুও আরো একটা ফুচকা খেয়ে নিয়েই স্ত্রী খুশিতে, আনন্দে চেঁচিয়ে উঠলেন “জিতে গেছি, জিতে গেছি “।
স্বামী স্মিত হেসে হার স্বীকার করে নিলেন।
……..
বিল এসেছিল ৩২০ টাকা আর স্ত্রী যখন ঘরে ফিরেছিলেন, তখন তিনি ছিলেন জেতার আনন্দে উৎফুল্ল ।
ইহাই ম্যানেজমেন্ট, সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি !!!
😌😌😌

08/05/2024


রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....চমকে উঠে স্বামী স্ত্রীর ...
25/03/2024

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে BEAUTIFUL লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললো,
“তোমার ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার ফোনে এমন ম্যাসেজ, কেনো...??”
স্ত্রী ধড়পড় করে উঠে বললো:
“এই ৪৫ বছর বয়সে কে আর BEAUTIFUL বলবে....!!” তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বললো, “এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা BEAUTIFUL লেখা নয়....
ফোন চার্জে দেওয়া ছিলো,
তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে...। 😂😁🤣

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসির গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share