Md Masud Rana

Md Masud Rana Representative Mayabajar journal

25/06/2025

উচ্চ মাধ্যমিক/ মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য শুভকামনা

উচ্চ মাধ্যমিক/ মাদ্রাসা ও কারিগরি সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থীদের জন্য শুভকামনা

25/06/2025
06/06/2025

*🌙 ঈদ মোবারক!*
আল্লাহ্‌র রহমত, শান্তি ও বরকত আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক।
*ঈদুল আজহার ত্যাগের মহান বার্তা আপনার জীবনকে আলোকিত করুক।*
আপনার কোরবানি কবুল হোক এবং জীবন হোক আনন্দময় ও সমৃদ্ধ।
*ঈদ মোবারক! 🐐🕌* ঈদের শুভেচ্ছায়
মোঃ মাসুদ রানা সাংবাদিক ও মডেল ডায়াগনস্টিক ও রেস্ট হাউসের পরিচালক

07/04/2025

"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। ফিলিস্তিনি সাংবাদিক খালিল আবু ইলিয়াস ফেসবুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের- যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর 'আরব' হিসেবে পরিচিত হবে।"

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।
মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

– ফাইজান বিন হক
একজন ফি'লি'স্তি'নি মেয়ে গা'জা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফি'লি'স্তি'নি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দা'ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।"

https://www.facebook.com/share/18AQYGf14h/
24/03/2025

https://www.facebook.com/share/18AQYGf14h/

গংগাচড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বিজয়ীদের রংপুর জেলা ধাপ ইঞ্জিনিয়ার পাড়া টুইন টাওয়ারের স্বত্বা.....

Address

Moniram, Gangachara
Rangpur
5410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Masud Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share