12/04/2025
**"পৃথিবীর সব থেকে নিষ্পাপ মুখগুলো এখন ভয়ে কাঁপে।
কেন?
কারণ বোমা এখন স্কুলে পড়ে।
কারণ বন্দুকের আওয়াজে ঢেকে যায় লুলুদের হাসির শব্দ।
একটা শিশুর লাশ পড়ে আছে মাটিতে—তার হাতে চক নেই, একটা খেলনা গাড়ি ধরা।
সে আর কোনোদিন মায়ের কোলে ঘুমাবে না।
আমরা কী করে চুপ থাকতে পারি?
আমরা কী করে শুধু রাজনীতি দেখি, যখন একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে?
আসুন, অন্তত মনটা জাগ্রত রাখি।
শিশুর কান্না যেন আমাদের ঘুম না ভাঙাতে পারে—এটা মানবতার সবচেয়ে বড় পরাজয়।
ভালোবাসা ছড়াই, ঘৃণার নয়।