Sagor's Digital Agency

Sagor's Digital Agency "Transforming your brand with expert digital marketing and creative solutions. Let’s grow together! 🚀"

16/06/2025

eduquest24-logo
Main Menu
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ (২০২৫) PDF





Advertisements

নতুন বছরের চাকরির জন্য প্রস্তুতি নিতে চান? সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ (২০২৫) আপনার জন্য একদম উপযুক্ত! এই পর্বে ২০২৫ সালের শুরুর গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, সরকারি চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি খুবই জরুরী। পড়ুন, প্রস্তুতি নিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখুন! এখনই ডাউনলোড করুন এবং পড়াশোনায় গতি বজায় রাখ ! তাহলে চলো, শুরু করি।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ PDF
১। প্রশ্ন: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (CID) দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে?
উত্তর: ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা।

২। প্রশ্ন: বর্ডার গার্ড অব বাংলাদেশ (BGB)-এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০২৫।

৩। প্রশ্ন: বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত?
উত্তর: ১২,৩৭,৩২,২৭৪।

Advertisements

৪। প্রশ্ন: ১০ মার্চ ২০২৫ জাতীয় পরিচয়পত্রে (NID) কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ?
উত্তর: ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ।

৫। প্রশ্ন: ১২ মার্চ ২০২৫ বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে কী নির্ধারণ করে?
উত্তর: বি-টু।

৬। প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪)
উত্তর: ৪টি- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ।

৭। প্রশ্ন: বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে?
উত্তর: ৬৫টি।

৮। প্রশ্ন: ঢাকার ৭ সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

৯। প্রশ্ন: ১৩ মার্চ ২০২৫ বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে?
উত্তর: গাম্বিয়া; সর্বমোট ৩০টি দেশের সাথে এ রকম চুক্তি রয়েছে।

১০। প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: জাতীয় নাগরিক পার্টি।

১১। প্রশ্ন: ১৫ মার্চ ২০২৫ ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেন কে?
উত্তর: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

১২। প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি?
উত্তর: পিকিং ইউনিভার্সিটি।

১৩। প্রশ্ন: কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF) সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে?
উত্তর: ১০ মার্চ ২০২৫।

১৪। প্রশ্ন: বাংলাদেশসহ ১৪১ দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ?
উত্তর: যুক্তরাজ্য।

১৫। প্রশ্ন: ‘রেডিও বেগম’ কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম?
উত্তর: আফগানিস্তান।

১৬। প্রশ্ন: ১৫ মার্চ ২০২৫ মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
উত্তর: বাহরাইন (স্যাটেলাইটের নাম AL-Munther)।

১৭। প্রশ্ন: সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে?
উত্তর: মিয়ানমার।

১৮। প্রশ্ন: মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়?
উত্তর: ৫ মে ২০২৫।

১৯। প্রশ্ন: সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: সৌদি আরবের মক্কায়।

২০। প্রশ্ন: বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
উত্তর: পাকিস্তান।

২১। প্রশ্ন: ৭ মার্চ ২০২৫ কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়?
উত্তর: যুক্তরাষ্ট্র।

২২। প্রশ্ন: দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর (GDRFA) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) *ভিত্তিক কোন প্লাটফর্ম চালু করে?
উত্তর: ‘সালামা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

২৩। প্রশ্ন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনীতা ও বুচা কবে দেশে ফিরে আসেন? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪)
উত্তর: ১৮ মার্চ ২০২৫।

২৪। প্রশ্ন: ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বারকিনা ফাসো।

২৫। প্রশ্ন: ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?”
উত্তর: অষ্টম (এশিয়ার মধ্যে শীর্ষে)।

২৬। প্রশ্ন: দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP)-এর ২০২৪ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৩৫তম।

২৭। প্রশ্ন: সর্বকনিষ্ঠ ব্যাক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন কে?
উত্তর: আবরার ফাহাদ (মরণোত্তর)।

২৮। প্রশ্ন: ২০২৫ সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে?
উত্তর: নো আদার ল্যান্ড।

২৯। প্রশ্ন: ৯৭তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে?
উত্তর: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।

৩০। প্রশ্ন: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে?
উত্তর: রাচিন রবিন্দ্র।

৩১। প্রশ্ন: বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে?
উত্তর: ওয়াদিফা আহমেদ। অন্য ৩ জন- রাণী হামিদ, শামীমা ও শিরিন সুলতানা।

৩২। ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন?
উত্তর: ২৩

৩৩। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে?
উত্তর: চৌধুরী রফিকুল আবরার

৩৪। দেশের কাছ থেকে LNG আমদানি করে? ৩. দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কোন
উত্তর: ওমান ও কাতার

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪ pdf download

৩৫। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কী?
উত্তরঃ যমুনা সেতু

৩৬। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কী?
উত্তরঃ কর্ণফুলী টানেল

৩৭। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কী?
উত্তরঃ বাংলাদেশ স্যাটেলাইট-১

৩৮। জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি?
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড

৩৯। ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তরঃ ১১৬টি

৪০। ১৭ মার্চ ২০২৫ সরকার ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে?
উত্তরঃ গ্রামীণ ইউনিভার্সিটি

৪১। ১৩ মার্চ ২০২৫ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তরঃ ইয়েমেন

৪২। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বিচারের সম্মুখীন হন?
উত্তরঃ রদ্রিগো দুতার্তে (ফিলিপাইন)

৪৩। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ মার্ক কার্নি

৪৪। বিশ্বের বৃহত্তম আইসবার্গের (হিমশৈল) নাম কী?
উত্তরঃ A23a

৪৫। Crude Oil (Vettriano) চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তরঃ পথশিল্পী ব্যাংকসি

৪৬। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল?
উত্তরঃ ২০২৯ সাল

৪৭। ২০২৫-২০৩৪ সাল কোন দশক?
উত্তরঃ আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক, Decade of Action for Cryospheric Sciences, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক

আরো পড়ুন:

সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২
সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১
৭ জন বীরশ্রেষ্ঠ পরিচিতি
৪৮। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম কী?
উত্তরঃ Reimei

৪৯। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য কত?
উত্তরঃ ১০১টি

৫০। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ IHO’র ১০১তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ গাম্বিয়া

৫১। ১৮ ফেব্রুয়ারি ২০২৫ কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়?
উত্তরঃ ব্রাজিল

৫২। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি?
উত্তরঃ ১১টি

৫৩। ২২ জানুয়ারি ২০২৬ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ ত্যাগ করবে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

৫৪। ১ এপ্রিল ২০২৫ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ শার্লি আয়োরকর বোচওয়ে

৫৫। আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইউজি ইওয়াসাওয়া

৫৬। ১৩ মার্চ ২০২৫ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ মাহমুদ আলী ইউসুফ

৫৭। APEC’র বর্তমান নির্বাহী পরিচালক কে? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪)
উত্তরঃ এডুয়ার্ডো পেড্রোসা

৫৮। ১৪ মার্চ ২০২৫ G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ মার্ক কার্নি

৫৯। ২০তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২২-২৩ নভেম্বর ২০২৫

৬০। ২০তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

৬১। ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২-৪ এপ্রিল

৬২। ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ব্যাংকক, থাইল্যান্ড

৬৩। ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ আইসল্যান্ড

৬৪। ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ আফগানিস্তান

৬৫। ২০২৫ সালের EIU’র বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১০০তম

৬৭। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শাদ

৬৮। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ দ্বিতীয়

৬৯। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি?
উত্তরঃ নয়াদিল্লি, ভারত

৭০। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? (সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪)
উত্তরঃ তৃতীয়

৭১। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

৭২। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ইউক্রেন

৭৩। ২০২৫ সালের নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ ভারত

৭৪। ১৪তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৩-৩১ মার্চ ২০২৬

৭৫। ১৪তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ইসলামাবাদ, লাহোর, ফয়সালাবাদ

৭৬। ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৪ জুন-১৩ জুলাই ২০২৫

৭৭। ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

৭৮। ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নিবে?
উত্তরঃ ৩২

৭৯। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন?
উত্তরঃ ৭

৮০। ২০২৫ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ Anora

৮১। ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’-এর লেখক কে?
উত্তরঃ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৮২। বাংলাদেশে ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ ক্লোবং স্লা

15/06/2025

Dohon-_Ore_Mon__Full_Song____ওরে_মন___Ashiqui___Jovan___Niha___Sojib___New_Bangla_Song_2025

11/06/2025

জীবন খেলায় হেরে গেছি
বুঝিনি দাবার চাল,
দ্বিধার মাঝে বেঁচে আছি
স্বপ্ন দেখা হলো কাল..."

🔥 ভালোবাসা যখন যন্ত্রণার রূপ নেয়, তখনই জন্ম নেয় এমন গান – "এ কেমন প্রেমেরই দহন"।

📢 গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
🔔 নতুন গান পেতে সাবস্ক্রাইব করুন এখনই!

পার‌লে উত্তর দিন
10/06/2025

পার‌লে উত্তর দিন

06/06/2025

🎉 ঈদের গান ২০২৫ | ঈদ মা‌নেই হা‌সির রং | নতুন ঈদের বিশেষ গান | Eid Song 2025

03/06/2025

তুমি আছো হৃদয়ে bangla song

তুমি আছো হৃদয়ে,
চুপিচুপি বাজে সুর —
তোমার নামে জেগে উঠে,
ভালোবাসার নূপুর।

কিভা‌বে বুঝ‌বো কখন কোন সার দি‌তে হয়  সার প্র‌য়োগ
02/06/2025

কিভা‌বে বুঝ‌বো কখন কোন সার দি‌তে হয় সার প্র‌য়োগ

01/06/2025

রো‌দেলা রোদ সকা‌লে rodela rode sokale bangla song romantik gan

16/05/2025

Baa baa blackship poem english song baby rheem

16/05/2025

মহাস্থানগড়

Address

Kurigram
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor's Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share