22/04/2025
আজকে একটা কথা বলবো, ৮০% মেয়েদের হয়তো ভালো লাগবেনা।
আমি দীর্ঘ ১ যুগ মার্কেটিং, ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি, ইমিগ্রেশন তো আসলো গত শুক্রবার। আমার মেইন স্কিলটাই হচ্ছে ব্র্যান্ডিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং "বিজ্ঞাপন, সেলস"! কানাডার মার্কেটে যখন কাজ করেছি আমি খুব কাছ থেকে দেখেছি এই দুনিয়া মেয়েদের কিভাবে ট্রিট করে।
এই পুরো লিখায় আমি কানাডা নিয়েই বলবো যেনো হুট করে কেও বাংলদেশের কালচার ধ-র্ম নিয়ে আসতে না পারে। আমি মিডিয়ার লোক, আমি মডেল নিয়ে কাজ করেছি, বিজ্ঞাপন নিয়ে কাজ করেছি, ফ্যাশন নিয়ে কাজ করেছি এবং আমি আপনাকে বলে দিতে পারবো নারীদের ন-/গ্ন-/তা অনেক বড় একটা মার্কেটিং এবং সেটা স্বয়ং নারীরাই জানে।
আমরা একবার একটা ক্যাম্পেইন ঠিক করলাম, "ওমেন এম্পায়ারমেন্ট", ম্যাগাজিনের কাভার হবে একজন ইন্ডিপেন্ডেন্ট নারী বক্সার। কিন্তু শুধু বক্সিং এর ছবি দিলে কিন্তু খাবেনা কেউ, সুতরাং ট-প-লেস বক্সার মেয়ে লাগবে। অবশ্যই মেয়েদের ব-ক্ষযুগল এমনভাবে ঢেকে থাকবে যেন দেখতেও এট্রাক্টিভ লাগে আবার পুরোপুরি যেনো ন-/গ্ন-/তা না হয় আবার।
আমাদেরকে ছবি দিলো ভ্যাঙ্কুবারের অনেক সুন্দর মডেলরা, এখানে বুঝতে হবে, ব-ক্ষ সুন্দর না হলে কিন্তু মডেল সিলেক্ট করা হবেনা। কারণ এখানে বলিওসি নারী বক্সিং গ্লাভস নিয়ে সারা দুনিয়া জয় করবে কিন্তু পোস্টারে ওর ব-ক্ষ দেখা যেতেই হবে।
এইটা গেলো শুধুমাত্র একটা কাভার এর কথা, এইবার আসি আমরা যেসব ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করতাম, যারা আমাদের ক্লায়েন্ট এর প্রোডাক্ট প্রমোট এ কাজ করবে। ধরেন আমরা একটা ড্রেস কোম্পানির মার্কেটিং নিয়ে কাজ করবো, আমরা নারী ইনফ্লুয়েন্সার খুঁজবো যে কিনা প্রোডাক্ট প্রমোট করে! আমাদের কাছে এজেন্সির যত প্রোফাইল সেন্ড করতো সবাই কম-বেশি ভিডিওতে ল্যাং-/টা হয়ে যায়, ধরেন জিন্স এর রিভিউ হবে কিন্তু জিন্স পড়ার আগে গোসল থেকে শুরু করে, আ-ন্ডা-র-ওয়ার সব কিছুর ভিডিও থাকবে। মেয়েটা এবং আমরা যারা এই লাইনের সবাই জানি কেন এটা সে করে! খুবই পরিষ্কার, ওর সুন্দর বডিটাই এখানে গুরুত্বপূর্ণ। জিন্স এর মার্কেটিং এখানে ১০%, বাকি ৯০% ওর শরীর। খুবই বাজে শুনাচ্ছে, তাইনা? কিন্তু এটা অনেক প্রফি-টেবল, প্রচুর ব্র্যান্ডিং এর কাজ আসবে, ভিউ আসবে, টাকাও আসবে।
আমার কাছে অনেক মডেল ফটোশ্যুট এর জন্য আসতো যাদের নিজে থেকে চাইতো বি-/কিনি পরা ছবির ফটোশ্যুট হবে, মেয়েরা খুবই স্পেসিফিকালি বলতো যেনো কোনটা একটু বড়ো