MSA pro

MSA pro আমার এই পেজটা ফলো করে সবাই পাশে থাকবেন ।

10/08/2025

তারাগঞ্জ বাজারের মুছি রুপলাল সহ আরো একজন কে জনগণ ভ্যানচোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করেছে দুইজনকে । এটার তীব্র নিন্দা জানাই কারণ সে চুরি করেছে তার শাস্তি হবে কিন্তু তাকে এরকম করে গণপিটুনি দিয়ে মারাটা দণ্ডনীয় অপরাধ এটা তীব্র নিন্দা জানাই
゚viralシfypシ゚viralシ

08/08/2025

আয়াতুল কুরসি
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ ۚ لَا تَاۡخُذُہٗ سِنَۃٌ وَّ لَا نَوۡمٌ ؕ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ مَنۡ ذَا الَّذِیۡ یَشۡفَعُ عِنۡدَہٗۤ اِلَّا بِاِذۡنِہٖ ؕ یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَ مَا خَلۡفَہُمۡ ۚ وَ لَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنۡ عِلۡمِہٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ کُرۡسِیُّہُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ ۚ وَ لَا یَـُٔوۡدُہٗ حِفۡظُہُمَا ۚ وَ ہُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۲۵۵﴾
বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লা-হু লা ইলা-হা ইল্লা-হু ওয়াল হাইয়ুল কাইয়ূমু লা-তা’খুযুহূ ছিনাতুওঁ ওয়ালা-নাওম লাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূইল্লা-বিইযনিহী ইয়া‘লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম ওয়ালা-ইউহীতূনা বিশাইইম মিন ‘ইলমিহী ইল্লা-বিমা-শাআ ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ালা-ইয়াঊদুহু হিফজু হুমা-ওয়া হুওয়াল ‘আলিইয়ূল ‘আজীম।

অর্থ : আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা। কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, সুমহান। (সূরা আল-বাকারাহ:২৫৫)
ফজিলতঃ

১। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০,০০০
ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।

২। এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।

৩। এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

৪। ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের মধ্য
একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য। এবং
মৃত্য আযাব এতই হালকা হয়; যেন একটি পিপড়ার কামড়।

৫। ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।(সহীহ হাদিস)

৬। জান্নাতের দরজা: আবু উমামা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল নুরে মুজাসসাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। [নাসায়ী]

৭। হজরত আলী রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে,প্রতিবেশির ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। [সুনানে বায়হাকী]

৮। মর্যাদাসম্পন্ন মহান আয়াত: আবু জর জুনদুব ইবনে জানাদাহ রা. রাসূল সা.-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সা. ! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সা. বলেছিলেন, আয়াতুল কুরসী। [নাসায়ী]

৯। উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সা: উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজীদের কোন আয়াতটি সর্ব মহান? তিনি বলেছিলেন, (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূম) তারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন: আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। [সহীহ মুসলিম]

১০। যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিপড়ার কামড়ের সমানঃ
একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান ও পরাক্রমশালী আল্লাহ্ আত্নাকে বলেন, “বেরোও।” সে বলে, “না আমি স্বেচ্ছায় বেরোব না।” আল্লাহ বলেন, “অনিচ্ছায় হলেও, বেরোও।”
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- যখন মু’মিন-বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সাথে দু’জন ফেরেশতা দেখা (অর্থাৎ তা গ্রহণ) করে এবং তা নিয়ে দু’জনই ঊর্ধ্বে আরোহন করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ! তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করছিলে, তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক।” অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়; তারপর তিনি বলেন, “তাকে শেষ সময়ের (অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত) জন্য নিয়ে যাও।”
পক্ষান্তরে কাফিরের আত্না যখন বেরোয়, তখন এর দুর্গন্ধ ও অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমণ ঘটেছে।” আর এর সম্বন্ধে বলা হয়-“শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও।”
হযরত আজরাঈল (আ) যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যু পূর্ব মুহুর্তে কষ্ট হবেই। তবে মহান আল্লাহ তায়ালার মমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি।

08/08/2025

ᩣシ

08/08/2025

#আল্লাহ #ফ্রি #জুম্মা #ইনশাল্লাহ #আল্লাহু

বেকারদের জন্য সুখবর....সুখবর.... #ফ্রি          #ফ্রি            #ফ্রি  সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্র...
07/08/2025

বেকারদের জন্য সুখবর....সুখবর....
#ফ্রি #ফ্রি #ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রাম এর আওতায় ৪ মাস মেয়াদী ৩ টি অকুপেশনে ট্রেনিং চলমান রয়েছে। ট্রেনিং শেষে এককালীন ভাতা ১৩,২০০ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করা হয়ে থাকে। আপনিও চাইলে এ ট্রেনিং করতে পারবেন। বয়স ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। যোগাযোগ করুন, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সৈয়দপুর, নীলফামারী।

মো: শাকিল আহম্মেদ
জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল)
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,
কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়।

জনাব সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খলেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ-
07/08/2025

জনাব সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খলেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ-

05/08/2025

টিকিট কাটতে কাটতে আমি আজকে পথের ফকির হয়ে গেছি, লটারি কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠালেন দারোয়ানী টেক্সটাইলের একজন স্টুডেন্ট।
#টেক্সটাইল #নীলফামারী
#চিঠি #সৈয়দপুর

04/08/2025

04/08/2025

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

বিকেল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পাশপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সকলকে যোগ দেওয়ার আমন্ত্রণ।

03/08/2025

মর্মান্তিক দুর্ঘটনা তারাগঞ্জ পুরাতন চৌপতি হাইওয়ে। ছেলে দুটি কে কেউ চিনে থাকলে রংপুর মেডিকেল চলে যান অতিসত্বর।
#দুর্ঘটনা #তারাগঞ্জ #রংপুর

02/08/2025

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই তারটি বদলালেই মিলবে সমাধানপ্রচণ্ড গরমে ফ্যান, এসি, ফ্রিজসহ নানা ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহারে ব...
31/07/2025

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই তারটি বদলালেই মিলবে সমাধান

প্রচণ্ড গরমে ফ্যান, এসি, ফ্রিজসহ নানা ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহারে বিদ্যুৎ খরচ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে অনেক সময় দেখা যায়, ব্যবহার কম হলেও বিল আসে অস্বাভাবিক বেশি। এমন পরিস্থিতিতে অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন—কেন এত বিল আসছে?

বিদ্যুৎ বিল বেশি আসার একটি কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আর্থিং তারের ভুল সংযোগ।
বিশেষজ্ঞদের মতে, যদি বাড়ির মেইন সুইচ বোর্ডে আর্থিং তারটি নিউট্রাল লাইনের সাথে একত্রে সংযুক্ত থাকে, তাহলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ না বাড়লেও বিল বেড়ে যেতে পারে। এই ত্রুটির ফলে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের গতি ও গুণগত মানে বিভ্রাট ঘটে এবং ভুলভাবে ইউনিট গণনা হয়।

সমাধান কী?

• একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ডেকে আপনার বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করান।

• যদি দেখা যায় আর্থিং তারটি মেইন সুইচে নিউট্রালের সঙ্গে জোড়া আছে, তাহলে তা খুলে সরাসরি সার্ভিস ড্রপের নিউট্রাল তারের সাথে পেঁচিয়ে সংযুক্ত করুন।

• এই ছোট্ট ঠিকানেই বিদ্যুৎ বিলের অকারণ বৃদ্ধি রোধ করা সম্ভব।

অতএব, শুধুমাত্র ব্যবহার কমিয়ে নয়, বিদ্যুৎ ব্যবস্থাপনায় কারিগরি সচেতনতা বজায় রাখলেও মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSA pro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share