Rhm Rihan tech

Rhm Rihan tech আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট পেজটাতে সবাই ফলো দিবেন এবং লাইক কমেন্ট সেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

08/08/2025

রংপুর শহরের বস্তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে

04/06/2025

বাবা তোমায় মনে পড়ে,,,,

কোথায় হারিয়ে গেলে বাবা,
প্রতিটি দিনের প্রতিটি ক্ষণে,
এই পৃথিবীর সমুদ্র, নদী এবং স্থল পথের প্রতিটি কোনে,
খুঁজে ফিরি তোমায় বার বার,
কত সহস্র মানুষকে দেখি বাবা কিন্তু কোথাও নেই তুমি,
কেন এত অভিমান বাবা,
তুমি কি করে ভুলে গেছো বাবা,
তোমার সেই ছোট্ট কলিজার টুকরো ছেলেটারে,
জানো বাবা এখনো বারবার মনে পড়ে ছোট বেলার সেই দিন গুলোর কথা যখন তুমি ছিলে,
তোমারকি মনে আছে বাবা যখন আমি দুধ দিয়ে ভাত খেতাম তখন ঘরে সকলে থাকলেও,
আমি কারো কাছে মেখে নিতাম না,
যতক্ষন তুমি না মেখে দিতে,
তুমি কি জানো বাবা কেনো তোমার হাতে মাখিয়ে নিতাম কারণ তোমার হাতের দুধ মাখা ভাতের সাধ এত মধুর ছিলো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়,
যেই সাধ এখনো আমি অনুভব করি ,
এটাও কি মনে আছে বাবা,
তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা বাজার জেতে এবং রাতে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে,
যদি কোনদিন আনতে ভুলে যেতে,
আমি ঘুম থেকে উঠে যখন কোন কিছু না পেয়ে কান্না করতাম, বাড়ি থেকে বাজারে যেতে একটি ছোট্ট নদী পার হওয়া লাগে, তখন আমাকে এই বলে বুঝাতে,
আমার জন্য নিয়ে আসতে যাওয়া খাবারটা নাকি নদীর মাছ খেয়ে ফেলছে, তখন আমি কান্না থামাতাম,
আমার সকল আবদার গুলোকে তুমি যত কষ্টই হোক পূরন করেছো কিন্তু কখনো কোনো অভিযোগ করোনি,
আমাদের পরিবারের আবদার গুলো মিটানোর জন্য সবসময় থেকেছো অবিচল কিন্তু নিজের জন্য কিছুই করোনি,
নিজেকে উপস্থাপন করেছো সাদামাটা ভাবে,
আমি দেখেছি বাইরে যাওয়া আসার জন্য,
তোমার একটি সার্টের বেশি ছিল না,
তোমাকে অনেক বলার পরেও তুমি দ্বীতিও আর একটি সার্ট ক্রয় করোনি, নিজের স্বাস্থ্যের প্রতি ছিলে উদাসিন,
এর একমাত্র কারণ ছিলো আমাদের সুখ আহ্লাদ পূরন করার জন্য টাকা সঞ্চয় করা,
জানি আমি হয়তোবা না বুঝে অনেক কষ্ট দিয়েছি,
হয়তো সেই কষ্ট সহ্য করতে না পেরে অভিমান করে চলে গেছো এক অচেনা গন্তব্যে,
যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়,
আমাকে ক্ষমা করে দিও বাবা,
আল্লাহর কাছে আমার একটিই চাওয়া তুমি যেন ভালো থাক সেই অজানা গন্তব্যে,

জানি তুমি আর ফিরবে না কখনো,,
তবুও বলতে চাই,
তুমি ফিরে আসোনা আর একবার বাবা""""

21/05/2025

Paradise lost এর লেখক এর নাম কি ??

18/05/2025

উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু কত তারিখে??

17/05/2025

বিভক্তি কত প্রকার ও কি কি?

03/05/2025

Parts of spech কত প্রকার ও কি কি??

20/03/2025

Job prepearetion of bangla

20/03/2025

Job preparetion for genarelknowledge

19/03/2025

job preparetion of bangla

19/03/2025

job preparetion of genarelknowledge

19/03/2025

কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ উপন্যাস তিনটির নামঃ-
১. বাধনহারা
২. কুহেলিকা
৩. মৃত্যুক্ষুধা

Address

Rangpur
2233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhm Rihan tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share