Mr & Mrs Moni

Mr & Mrs Moni For Business queries email to [email protected]

Good morning beautiful people ❤️❤️
15/09/2025

Good morning beautiful people ❤️❤️

ক্যাফেতে ঢুকেই এক মহিলা কাউন্টারে বললেন,কোনটা তাড়াতাড়ি পাওয়া যাবে? সেটাই দিন। তবে তার আগে এক কাপ কফি চাই।তারপর বসে ফো...
14/09/2025

ক্যাফেতে ঢুকেই এক মহিলা কাউন্টারে বললেন,
কোনটা তাড়াতাড়ি পাওয়া যাবে? সেটাই দিন। তবে তার আগে এক কাপ কফি চাই।

তারপর বসে ফোনে মা/দিদি/বন্ধুকে বলছে—দু’দিন ধরে সময়মতো খাওয়া হচ্ছে না। বাড়ি ফিরে আবার রান্না করতে হবে, তাই ভাবলাম একটু আগে কিছু খেয়ে নেই। তোমরা আজ বাহিরে যাচ্ছো না? বেরোলেই ভালো লাগবে, যাও না।

আমি পাশ থেকে তাকিয়ে দেখি—অগোছালো চুলে, সাধারণ মধ্যবিত্তের সালোয়ার-কামিজে, এক মেয়ে একা একা কফির কাপে চুমুক দিচ্ছে।

এই ধরনের মেয়েদের জন্য আমার ভীষণ টান।
যারা রান্নার ঝামেলায় ঢোকার আগে নিজেকে একটু সময় দেয়।

যারা ভেতরে ভেঙে পড়লেও অন্যকে সাহস দিয়ে বলে—যাও, বেরোলে মনটা হালকা লাগবে।

কে জানে, কত ঝড় পেরিয়ে এসেছে, আবার কত ঝড় ওকে ছুঁয়ে যাবে। কিন্তু এই ক্ষণিক বিরতির মুহূর্তটা শুধু ওর নিজের।

আমি খুব ভালোবাসি এমন মেয়েদের।
মেয়েরা, বাইরে বেরোও,
প্রথমে নিজেকে ভালোবাসো—তাহলেই অন্যকে ভালোবাসা সহজ হবে। ❤️

আপনার রিযিক হতে পারে একাকীত্ব— যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারেন।আপনার রিযিক দেরিতে বিয়...
14/09/2025

আপনার রিযিক হতে পারে একাকীত্ব— যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

আপনার রিযিক দেরিতে বিয়ে হওয়া হতে পারে— যাতে আপনি আপনার বাবা-মায়ের দেখভালের জন্য আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিযিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন এবং বোঝাপড়া আরও মজবুত করতে পারেন।

আপনার রিযিক হতে পারে দেরিতে সাফল্য পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করতে শিখতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যেই রিযিক থাকে না; অনেক সময় না পাওয়াটাও রিযিক। এই কথাটা মনে রাখলে জীবনের সবকিছু মেনে নেওয়া সহজ হবে: আপনার জীবনে যা আছে এবং যা নেই, সবকিছুই আল্লাহ আপনার জন্য অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করে রেখেছেন।

কাকে ডুবতে দেখেও আমরা বাঁচাতে যাইনা বলেন তো উত্তর কি হবে 👇🏼
14/09/2025

কাকে ডুবতে দেখেও আমরা বাঁচাতে যাইনা বলেন তো উত্তর কি হবে 👇🏼

দিনের শেষে সব কোলাহল থেমে যায়, সব পথ আলাদা হয়ে যায়, আর মানুষ খুঁজে পায় তার নিজের ভেতরের নিঃসঙ্গতাকে। দিন শেষে মানুষ আসলে...
14/09/2025

দিনের শেষে সব কোলাহল থেমে যায়, সব পথ আলাদা হয়ে যায়, আর মানুষ খুঁজে পায় তার নিজের ভেতরের নিঃসঙ্গতাকে। দিন শেষে মানুষ আসলেই একা 😢😢

12/09/2025

একটা বিবাহিত পুরুষকে খারাপ বানাতে বেশি কিছু লাগে না, স্ত্রীর অবহেলাই যথেষ্ট |

কথাটা কি সত্যি??

শুভ রাত্রি
11/09/2025

শুভ রাত্রি

কোন তরকারিতে লবণ লাগেনা লবণ ছাড়াই রান্না করা যায় বুদ্ধিমানেরা বলো...?
10/09/2025

কোন তরকারিতে লবণ লাগেনা লবণ ছাড়াই রান্না করা যায় বুদ্ধিমানেরা বলো...?

পৃথিবীতে সব জিনিস কাটলে ছোট হয়,কিন্তু এমন একটা জিনিস আছে যা কাটলে বড় হয়, মেধাবী হলে সেই জিনিসটার নাম কমেন্টে বলেন?
10/09/2025

পৃথিবীতে সব জিনিস কাটলে ছোট হয়,কিন্তু এমন একটা জিনিস আছে যা কাটলে বড় হয়, মেধাবী হলে সেই জিনিসটার নাম কমেন্টে বলেন?

08/09/2025

08/09/2025

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mr & Mrs Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr & Mrs Moni:

Share

Category