OW AccHa

OW AccHa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OW AccHa, Digital creator, Rangpur.

আপনার প্রিয় সব স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিকের আপডেট, প্রোমো, গসিপ ও মজার মুহূর্ত একসাথে এখানে!

🔥 সবচেয়ে আগে পেতে চান আজকের পর্বের হাইলাইটস?
😍 দেখতে চান রোমান্স, ড্রামা আর টুইস্টে ভরপুর ক্লিপস?
তাহলে এখনই পেজটি FOLLOW করুন!

ভোট হয়ে যাক পছন্দের অভিনেতা কে,🔥😍❤️সূর্য (অনুরাগের ছোঁয়া)👍👍 আর্য (চিরদিনই তুমিযে আমার)♥️♥️
02/08/2025

ভোট হয়ে যাক পছন্দের অভিনেতা কে,🔥😍❤️
সূর্য (অনুরাগের ছোঁয়া)👍👍
আর্য (চিরদিনই তুমিযে আমার)♥️♥️

Shout out to my newest followers! Excited to have you onboard! Farhad Hossain Farabi, Kamal Hawlader, S M Raju Ahamed, R...
02/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Farhad Hossain Farabi, Kamal Hawlader, S M Raju Ahamed, Rofiqul Ripon, Sumon Jibon, Anupam Biswas, Itz Israfil Ansary, রোজ রোজ, Noyon Kumar, মুক্ত মিডিয়া, Suraj Ali, Abu Jafar, মোঃ জাবেদ মিয়া, Mohamed Basar, Bidhan Biswas, Bristy Bristy, Hiya Moni, Angel Ratri, Tumpa Suvankar Sidharth, Samir Pal, Ruhul Amin, Chumki Mondal, Mithun Sk, Bulu Mondal, Salma Khatun, EikbolSeihk EikbolSeihk, মোহাম্মদ আবুবক্কর, Jaydeb Bauri, Sandip Mridha, Md Alamin Mia, বিদ্রোহী ব্র্যান্ড, Abul Kalam Azad, D S Naskar, Rathin Boiragi, মোঃ তোফাজ্জল হোসেন, Alfaj Sorkar, Md Shajahan, Md Shakil, Tapati Nandi, Aminul Islam, Sukantala Mirdhya, Payel Mondal, সাথী বেগম, Seema Dutta, Anjali Das Biswas, Churat Jamal Ali, জাহাঙ্গীর আলম, Raju Baramajhi, Lima Akter, র্ঁত্ঁন্ঁ চ্ঁন্দ্র্ঁ ব্ঁর্ম্ম্ঁন্ঁ

লাল শার্ট এ কেমন লাগছে আর্য স্যার কে 💞💞
29/07/2025

লাল শার্ট এ কেমন লাগছে আর্য স্যার কে 💞💞

বৃষ্টিভেজা এক রাত, অন্ধকারে গাঢ় হয়ে ওঠা ঝড়ের তাণ্ডবের মাঝে, আর্য আর অপর্ণা আটকা পড়ে এক রহস্যময়, নির্জন প্রাসাদে। প্রতিটি...
29/07/2025

বৃষ্টিভেজা এক রাত, অন্ধকারে গাঢ় হয়ে ওঠা ঝড়ের তাণ্ডবের মাঝে, আর্য আর অপর্ণা আটকা পড়ে এক রহস্যময়, নির্জন প্রাসাদে। প্রতিটি দেওয়াল যেন ফিসফিস করে অতীতের এক গোপন গল্প। বাইরে বজ্রপাতের গর্জন, আর ভিতরে অপর্ণার হৃৎপিণ্ডে উঠছে এক অশান্ত ঝড়। আর্য যখন তার পাশে নেই, ঠিক তখনই একটি পুরনো, ধুলোমাখা ছবি অপর্ণার হাতে এসে পৌঁছায়। ছবির মধ্যে রয়েছেন আর্য, তবে তার পাশে এক অচেনা মুখ—এই রহস্যময়ী রাজনন্দিনী সিংহ রায় কে?

এই নামটি অপর্ণার মনে অজানা প্রশ্নের ঝড় তোলে। কি সত্যি লুকিয়ে আছে এই ছবির মধ্যে? আর্যর অতীতের কোনো রহস্য, যার জালে জড়িয়ে পড়তে পারে অপর্ণার জীবন?ছবির পেছনে লেখা একটি তারিখ এবং অস্পষ্ট এক বাক্য অপর্ণাকে আরও বিভ্রান্ত করে তোলে। কি সত্যি আর্য তার সব কিছু অপর্ণার কাছে বলেছেন? নাকি কিছু সত্য তাকে গোপন রেখেছে? যদি সেই গোপন সত্য প্রকাশ পায়, তাহলে কি তাদের ভালোবাসা চিরতরে বদলে যাবে?

এই রোমাঞ্চকর রাতে, যখন বৃষ্টি আর রহস্য একসঙ্গে জড়িয়ে ধরেছে তাদের জীবন, তখন প্রশ্ন একটাই—আর্যর অতীত কি এসে তাদের সম্পর্কের পথ রুদ্ধ করে দেবে? নাকি অপর্ণার ভালোবাসা জয়ী হবে সব বাধা অতিক্রম করে?

রহস্যের জট খুলে, চোখ রাখুন জি বাংলায়, ৩০ জুলাই, সন্ধে ৬:৩০-এ, শুধুমাত্র চিরদিনই তুমি যে আমার-এর নতুন পর্বে!

25/07/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

লেখা চ্যাটার্জি — এক নীরব বিজয়িনীর গল্প ✨📺বাংলা সিরিয়ালের এক প্রিয় মুখ, লেখা চ্যাটার্জি। মিষ্টি চেহারার আড়ালে যে পরিশ্রম...
23/07/2025

লেখা চ্যাটার্জি — এক নীরব বিজয়িনীর গল্প ✨📺

বাংলা সিরিয়ালের এক প্রিয় মুখ, লেখা চ্যাটার্জি। মিষ্টি চেহারার আড়ালে যে পরিশ্রম, যে দক্ষতা—তা বারবার প্রমাণ করেছেন তিনি।
বর্তমানে স্টার জলসার "রোশনাই" ধারাবাহিকে গরিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 🥰

আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতেই হয়—গরিমা শুধুই একটা সেকেন্ড লিড নয়, বরং সে হয়েছে গল্পের প্রাণ!
লেখাদির পারফরম্যান্স এতটাই নিখুঁত, এতটাই হৃদয়স্পর্শী যে, সে সবকিছুকে ছাপিয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে “বিজয়িনী” হিসেবে।🔥এটা কেবল চরিত্র নয়, এটা লেখা চ্যাটার্জির নিজের ফিরে আসার, ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক গল্প। শুন্য থেকে শুরু করে আবার আলোর পথে ফিরিয়ে আনার গল্প। 🥹

রোশনাই-এর শেষদিকে দাঁড়িয়ে আমরা শুধু এটুকুই চাই—
👉 লেখা দি যেন এবার একটা লিড রোল-এ ফিরে আসে, একটা এমন চরিত্রে যেখানে তার প্রতিভার আরও বিস্ফোরণ হবে!
আমার মতো তুমিও যদি লেখাদিকে লিড রোলে দেখতে চাও, কমেন্টে জানাও! 💬💥

আদৃত ডিভোর্সের বিষয়ে কথা বলতে গিয়েছিল উকিলের কাছে। কিন্তু মোহনার মনে সন্দেহ জাগে, তাই সে চুপিচুপি সেখানে পৌঁছে যায়।কাউন্...
23/07/2025

আদৃত ডিভোর্সের বিষয়ে কথা বলতে গিয়েছিল উকিলের কাছে। কিন্তু মোহনার মনে সন্দেহ জাগে, তাই সে চুপিচুপি সেখানে পৌঁছে যায়।
কাউন্টারে খাতা দেখে আয়ানের নাম না পেয়ে সরাসরি চেম্বারে ঢুকে পড়ে। আর সেখানেই সে দেখে আদৃতকে!

পরিস্থিতি সামাল দেয় আদৃতের বন্ধু, সেই উকিল—খুবই চতুরভাবে নাটক সাজিয়ে পুরো ব্যাপারটা সামলে নেয়।
তবে ব্যাপারটা এখানেই শেষ নয়... মনে হচ্ছে আদৃত এবার তার উকিল বন্ধুর সাহায্যে কোনো বড় প্ল্যান করছে।

রূপার দুষ্টুমি যেন দিনকে দিন বাড়ছে। আর রুডি! সে তো নিজেই নিজের শ্বশুরকে মাটি চাপা দিলো—একেবারে অকল্পনীয় কাণ্ড। দিব্যর প...
23/07/2025

রূপার দুষ্টুমি যেন দিনকে দিন বাড়ছে। আর রুডি! সে তো নিজেই নিজের শ্বশুরকে মাটি চাপা দিলো—একেবারে অকল্পনীয় কাণ্ড। দিব্যর প্রতি এত অনুরাগ—আর কত কী যে করতে হবে! 🫠
শেষ পর্যন্ত সব কিছুর সমাধান মাটির নিচেই যেন লুকিয়ে আছে।
রুডি একাই পুরো খেলটা চালাচ্ছে নিজের মতো করে। আর সেনগুপ্ত পরিবারে কুন্তলাও কম যায় না—সেও সমানভাবে পাল্টা চাল দিয়ে যাচ্ছে।

তবে সত্যি বলতে, এই ট্র্যাকটা এখন আর আগের মতো ভালো লাগছে না।
তিন দিন আগে টানটান প্রিক্যাপ দেখিয়ে এখন একঘেয়ে, ধীরগতির এপিসোড—যার ফলে আগ্রহ কমে যাচ্ছে। 😐

চিরদিন তুমি যে আমার ❤️আর্য: অপর্ণা, প্লিজ... এমন দূরত্ব তৈরি কোরো না আমাদের মাঝে।অপর্ণা: আমার মা এই পার্টিটা ঠিক এজন্যই ...
23/07/2025

চিরদিন তুমি যে আমার ❤️

আর্য: অপর্ণা, প্লিজ... এমন দূরত্ব তৈরি কোরো না আমাদের মাঝে।
অপর্ণা: আমার মা এই পার্টিটা ঠিক এজন্যই দেননি? যাতে আমরা দু'জন কিছু মুহূর্ত একসাথে কাটাতে পারি... আলাদা করে?
আর্য: আমি... আমি অনেকদিন ধরেই একটা কথা বলতে চাচ্ছিলাম তোমাকে।
অপর্ণা: আমি অপেক্ষা করছি, আর্য। বলো... কী বলতে চাও?

#চিরদিনতুমিযেআমার



Kusum 22 July  2025 Today Full Episode | কুসুম   আজকের পর্ব
23/07/2025

Kusum 22 July 2025 Today Full Episode | কুসুম আজকের পর্ব

শেষ মুহূর্তে দীপার এক সিদ্ধান্ত বদলে দিল সব! সোনার ভুল ভাঙল, রুডি যেন পড়ে রইল পায়ের কাছে!👉 একটি লাইক দিন আর দেখে নিন ২০ ...
21/07/2025

শেষ মুহূর্তে দীপার এক সিদ্ধান্ত বদলে দিল সব! সোনার ভুল ভাঙল, রুডি যেন পড়ে রইল পায়ের কাছে!
👉 একটি লাইক দিন আর দেখে নিন ২০ জুলাইয়ের ‘অনুরাগের ছোঁয়া’ পর্ব!"

আর্য-অপর্ণা জুটিকে যারা ভালোবাসো, একবার ভালোবাসার ইমোজি দিয়ে চিৎকার করো! 😍❤️
21/07/2025

আর্য-অপর্ণা জুটিকে যারা ভালোবাসো, একবার ভালোবাসার ইমোজি দিয়ে চিৎকার করো! 😍❤️

Address

Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when OW AccHa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share