Omi's Fret

Omi's Fret bee like a drug.. let them die for you

06/05/2025

# যেদিন বাসায় তরকারি ভালো হতো না সেদিন আমি বাসায় খেতাম না । যেদিন থেকে মেসের খাবার খাওয়া শুরু করলাম সেদিন থেকে মায়ের রান্নার প্রতি আমার কোনো অবজেকশন নাই ।।

# যেদিন বাসায় তরকারি ভালো হতো না সেদিন আমি বাসায় খেতাম না । যেদিন শুনলাম আমাকে এই ডালভাত খাওয়াতে গিয়ে আমার বাবা সারাদিন কিছু খাওয়ার সময় পায়নি, দুপুরের খাবারটাও রাতে খাইছে । সেদিন থেকে বাবার প্রতি আমার কোনো অবজেকশন নাই ‌‌।।

# যেদিন রাস্তায় ৩০ মিনিট জ্যাম ঠেলে আমাকে গন্তব্য স্থলে পৌঁছে দেয়া রিস্কাওয়ালা মামা কে মাত্র ১০ টাকা ভাড়া দেয়ায় মামা বলে "দেখো বাবা পৃথিবীতে ১০ টাকা ইনকাম করা কতটা কঠিন" সেদিন থেকে বাবার ইনকামের প্রতি আমার কোনো অবজেকশন নাই।

# বড়লোক বন্ধুরা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে ,, তখন মনে একরাশ অভিমান হয়, আমার কেনো নেই!! যেদিন দেখলাম আমার সমবয়সী বন্ধুটা কলেজের পাশে চা বিক্রি করে পড়াশোনার খরচ সহ সংসার চালায় সেদিন থেকে জীবনের প্রতি আমার কোনো অবজেকশন নাই।।

# আমি চিকন স্বাস্থ্য নিয়ে প্রচুর হতাশ,, যখন দেখলাম বলিষ্ঠ লোকটি স্ট্রোক করে বডির এক সাইড অবশ হয়ে মেডিকেলের বেড়ে শুয়ে আছে সেদিন থেকে সৃষ্টিকর্তার প্রতিও কোনো অবজেকশন নাই।।

জীবনে কারো প্রতি কোনো অভিযোগ নেই যত অভিযোগ সব নিজের প্রতি !! আমার দিক থেকে আমি ঠিক আছি তো ??

সব শিক্ষা শুধু স্কুল কলেজ নয়, কিছু শিক্ষা মানুষকে বাস্তবতাও দেয় ।। খুব চঞ্চল ছেলেটাও একটা সময় পরিস্থিতির চাপে শান্ত হয়ে যায়,, চারপাশে শুধুই বিষন্নতা!! কেউ ভালো নেই!! কথাগুলা আমার বাস্তব জীবন থেকে লিখলাম,, এখন রাত ১:১২ । এই সব চিন্তা আমার মাথায় এরকম রাতেই আসে কারণ সারাটা দিন অপর কে সময় দিয়ে নিজের জন্য পাই এই রাতটাই তাই তখন একটু ভাবি ।। হাসিখুশি মানুষের জীবনে কষ্ট বেশি কারণ তারা তাদের ইমোশন কখনো প্রকাশ করে না ।। নিজে কষ্টে থেকেও কাউকে কিচ্ছুটি বুঝতে দেয় না,, তাই পৃথিবীর তাদের জন্য বড় কঠিন।। প্রতিদিন তো কতো কিছুই ঘটে, সব কথা তো সবাই জানে না থাকলো নাহয় কিছু কথা অজানা।। Life is a struggle that we have to do until we die because we are men.....

03/05/2025

কিছু সুর কখনোই শেষ হয় না, শুধু অপেক্ষায় থাকে।
যেন একটা চিঠি যা কেউ কোনোদিন পড়েনি, কিন্তু তবু লেখা হয়েছিল।
কিছু কথা থেকেই যায়, যা বলা হয়না....

28/03/2025

আসেন একদিন বসে চা খাই.. প্রেম হলে হবে না হলে নাই, বিলটা নাহয় আপনি দিলেন ।।

Address

Mishonmore, Lalmmonirhat
Rangpur
5500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omi's Fret posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share