احسان-Ahsan

احسان-Ahsan فا اينا ما الاسري يسرى🤍
-নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে!
''হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"

বিয়ের পর দুজনের মেন্টেলিটি এক না হলে সংসার জীবন চালিয়ে নেওয়া কষ্টসাধ্য ব্যাপার।
12/10/2025

বিয়ের পর দুজনের মেন্টেলিটি এক না হলে সংসার জীবন চালিয়ে নেওয়া কষ্টসাধ্য ব্যাপার।

12/10/2025

“আল্লাহ সবকিছুর জন্য ইতিমধ্যেই একটি ভাগ্য নির্ধারণ করে রেখেছেন।”

আল কুরআন | ৬৫:৩

হে আল্লাহ, যদি আমি কখনও কারো কষ্টের কারণ হয়ে থাকি, তাহলে দয়া করে তাদের কল্যান  করে দাও এবং আমাকে ক্ষমা করে দাও।🤲🥺
12/10/2025

হে আল্লাহ, যদি আমি কখনও কারো কষ্টের কারণ হয়ে থাকি, তাহলে দয়া করে তাদের কল্যান করে দাও এবং আমাকে ক্ষমা করে দাও।🤲🥺

12/10/2025

দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে।

তিরমিজি-২১৩৯

12/10/2025

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "নিশ্চয়ই, প্রতিটি জাতির জন্য একটি ফিতনা (পরীক্ষা) থাকে এবং আমার উম্মতের (অথবা উম্মাহর) জন্য ফিতনা হলো সম্পদ।"

[তিরমিযী]।

12/10/2025

‘হে আমার পালনকর্তা, আমার অন্তর খুলে দাও এবং আমার কাজ সহজ করে দাও।’

সূরা ত্বা-হা: আয়াত ২৫

12/10/2025

আমি গর্বের সাথে বলতে পারি, আমি আল্লাহকে ভালোবাসি।

তুমি কি বলতে পারবে?

12/10/2025

মানুষ কি বলবে তা নিয়ে মাথা ঘামিও না, অবশেষে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাই হি রাজিউন। আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করো, আল্লাহ তোমার বাকি সবকিছু ঠিক করে দেবেন।

12/10/2025

ইয়া আল্লাহ, আমি ভালো নেই, কিন্তু আমি জানি তুমি এখনও আমার জন্য ভালো কিছু লিখে রেখেছো।

12/10/2025

বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না।

12/10/2025

নারীরা হলো মুক্তা আর ফুলের মতো। কেবল সম্মানিতরাই তাদের সম্মান করে এবং কেবল অপমানিতরাই তাদের অপমান করবে!🌼

যে নিজের পরিবার ছেড়ে আপনাকে একটা সুন্দর পরিবার তৈরি করে দিচ্ছে তাকে আপনি অবহেলা আর অযত্নে রাখতে পারেন না।
12/10/2025

যে নিজের পরিবার ছেড়ে আপনাকে একটা সুন্দর পরিবার তৈরি করে দিচ্ছে তাকে আপনি অবহেলা আর অযত্নে রাখতে পারেন না।

Address

Rangpur
2025

Website

Alerts

Be the first to know and let us send you an email when احسان-Ahsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share