Raabab's Mom

Raabab's Mom Strong. Independent. Fearless. Living life on my own terms — no permission needed. Self-made, self-reliant, and proud of the woman I’ve become.

Strength isn’t just about muscles — it’s about mindset.

🌸পেঁপে একটি অত্যন্ত উপকারী ফল। এতে প্রচুর পরিমাণে 🌸ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিচে এর কিছু উপকারিতা দেওয়া ...
07/09/2025

🌸পেঁপে একটি অত্যন্ত উপকারী ফল। এতে প্রচুর পরিমাণে 🌸ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিচে এর কিছু উপকারিতা দেওয়া হলো

🌼পেঁপের উপকারিতা:

1. হজমে সহায়ক – এতে থাকা প্যাপেইন এনজাইম খাবার দ্রুত হজমে সাহায্য করে।

2. ত্বকের জন্য ভালো – ভিটামিন A ও C ত্বক উজ্জ্বল করে এবং ব্রণ কমাতে সাহায্য করে।

3. চোখের জন্য উপকারী – ভিটামিন A দৃষ্টিশক্তি ভালো রাখে।

4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – ভিটামিন C শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

5. ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে – এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকে, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।

6. হৃদপিণ্ডের সুরক্ষা – অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

7. কোষ্ঠকাঠিন্য দূর করে – পেঁপের ফাইবার মল নরম করে সহজে বের হতে সাহায্য করে।

8. চুলের যত্নে উপকারী – এতে থাকা ভিটামিন ও মিনারেল চুল পড়া কমায় এবং চুল স্বাস্থ্যকর রাখে।

9. প্রদাহ কমায় – এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে।

10. ডায়াবেটিস নিয়ন্ত্রণে – পাকা বা কাঁচা পেঁপে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

👉 তবে অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
শুভ রাত্রি সবাইকে বন্ধুরা 💐 💐

゚viralシfypシ゚viralシalシ

🌸শুভ দুপুর 🌸সবাইকে ঘাটকোলের শুভেচ্ছা 💐 ゚viralシfypシ゚viralシalシ
07/09/2025

🌸শুভ দুপুর 🌸
সবাইকে ঘাটকোলের শুভেচ্ছা 💐

゚viralシfypシ゚viralシalシ

🌸এক কাপ চা আর এক মুঠো শুভেচ্ছা তোমার সকালের শুরু হোক ভালোবাসায় ভরা!🌸💌শুভ সকাল সবাইকে 💌  ゚viralシfypシ゚viralシalシ
05/09/2025

🌸এক কাপ চা আর এক মুঠো শুভেচ্ছা তোমার সকালের শুরু হোক ভালোবাসায় ভরা!🌸
💌শুভ সকাল সবাইকে 💌

゚viralシfypシ゚viralシalシ

সকলকে জানাই বিকালের শুভেচ্ছা ও ভালোবাসা ♥️♥️♥️🌸🌺বিকালের রঙ🌺🌸🌷বিকেলের আকাশে হেলে পড়ে রোদ,হাওয়ায় মিশে যায় কোমল সুরের ছ...
04/09/2025

সকলকে জানাই বিকালের শুভেচ্ছা ও ভালোবাসা ♥️♥️♥️

🌸🌺বিকালের রঙ🌺🌸

🌷বিকেলের আকাশে হেলে পড়ে রোদ,
হাওয়ায় মিশে যায় কোমল সুরের ছোঁয়।
পাখিদের কোলাহল ধীরে ধীরে থেমে যায়,
দিনের শেষে নীরবতা চারপাশ ছেয়ে রয়।🌷

💐ছায়া লম্বা হয় মাঠের ঘাসের বুকে,
শিশুরা খেলে যায় আনন্দের ঝরনায়।
চায়ের ধোঁয়া ওঠে ঘরের উঠোন জুড়ে,
বিকাল তখন স্বপ্ন আনে হৃদয়ের দুয়ারে।💐

🌹বিকেল মানে শান্তি, বিকেল মানে গান,
জীবনের কোলাহলে একটু বিরামদান।🌹

゚viralシfypシ゚viralシalシ

🌸Good morning everyone 🌸 ゚viralシfypシ゚viralシalシ
04/09/2025

🌸Good morning everyone 🌸

゚viralシfypシ゚viralシalシ

🌸গোধূলি মানেই দিনের শেষের সেই কোমল আলো, যখন সূর্য বিদায় নেয় ধীরে ধীরে। বাংলার প্রকৃতিতে গোধূলি বেলায় একটা বিশেষ আবহ থ...
03/09/2025

🌸গোধূলি মানেই দিনের শেষের সেই কোমল আলো, যখন সূর্য বিদায় নেয় ধীরে ধীরে। বাংলার প্রকৃতিতে গোধূলি বেলায় একটা বিশেষ আবহ থাকে—

🌸 প্রকৃতির রূপ
আকাশ রঙ বদলাতে থাকে, কখনো লালচে, কখনো কমলা বা বেগুনি আভা ছড়িয়ে পড়ে। গাছের ডালে ডালে পাখিরা দল বেঁধে বাসায় ফেরে।

🌸 শান্তির অনুভূতি
দিনের কোলাহল ধীরে ধীরে থেমে আসে। চারপাশে নীরবতা নেমে আসে, বাতাসটা হয়ে ওঠে মোলায়েম।

🌸 আধ্যাত্মিকতা
বাংলা সংস্কৃতিতে গোধূলি মানে প্রার্থনার সময়। সন্ধ্যার আযান, মন্দিরের ঘণ্টাধ্বনি—সব মিলিয়ে এক প্রশান্ত আবহ তৈরি করে।

🌸 কাব্যের ছোঁয়া
কবিদের কবিতায় গোধূলি অনেকবার এসেছে প্রেম, আশা, কিংবা শান্তির প্রতীক হয়ে।

গোধূলি বেলা আসলে দিনের এক সোনালি অধ্যায়, যেখানে বিদায় আর আগমনের মিশেল থাকে—দিন শেষ হয়, রাত শুরু হয়।
゚viralシfypシ゚viralシalシ #গোধুলী

🍀খুলনা ও বাগেরহাট অঞ্চলের নারিকেল দুধ দিয়ে রাজহাঁসের মাংস রান্নার রেসিপি খুব সহজে।রাজহাঁসের মাংস একটু শক্ত হয়, তাই রান...
03/09/2025

🍀খুলনা ও বাগেরহাট অঞ্চলের নারিকেল দুধ দিয়ে রাজহাঁসের মাংস রান্নার রেসিপি খুব সহজে।

রাজহাঁসের মাংস একটু শক্ত হয়, তাই রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে নরম করার কৌশল মেনে রান্না করলে স্বাদ অসাধারণ হয়। নিচে একটি সহজ কিন্তু সুস্বাদু রাজহাঁসের মাংসের ঝোল/কারি রেসিপি দিলাম:

🥩 উপকরণ

রাজহাঁসের মাংস – ১ কেজি (ভালো করে ধুয়ে টুকরা করে কাটা)

পেঁয়াজ – ৩-৪টি (কুচি)

আদা বাটা – ২ টেবিল চামচ

রসুন বাটা – ২ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়ো – ২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ

জিরা গুঁড়ো – ১ চা চামচ

গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ

দই – ½ কাপ

লবণ – পরিমাণমতো

সয়াবিন তেল – ১কাপ

নারিকেল দুধ দুই কাপ পরিমাণ (অথবা একটি নারিকেলের দুধ)

গোটা গরম মসলা (দারুচিনি ২ টুকরা, এলাচ ৩-৪টা, লবঙ্গ ৩-৪টা, তেজপাতা ২টা)

কাঁচামরিচ – ৪-৫টি

🥘 রান্নার পদ্ধতি

1. মেরিনেশন
মাংস ভালোভাবে ধুয়ে দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এতে মাংস নরম ও সুস্বাদু হবে।

2. ফোড়ন ও ভাজা
কড়াই বা হাঁড়িতে তেল গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোড়ন দিন।
তারপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন।

3. মসলা কষা
এরপর বাকি সব গুঁড়া মসলা (ধনে, জিরা, মরিচ) দিয়ে ভালোভাবে কষুন।কষানোর মধ্যে পানির বদলে নারিকেল দুধ দিয়ে মসলা গুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে
মসলা থেকে তেল উঠলে মেরিনেট করা মাংস দিয়ে দিন।

4. মাংস কষানো
মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না মাংস থেকে পানি ছেড়ে কষা হয়ে আসে।
এই পর্যায়ে আরো কিছু নারিকেল দুধ দিয়ে মাংস টা ভালোভাবে কষিয়ে নিন তেল বের হয়ে আসা পর্যন্ত।

5. নারিকেল দুধে রান্না
মাংস নরম হতে কিছুটা সময় লাগে, তাই প্রয়োজন মতো নারিকেল দুধ দিয়ে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

6. শেষ ধাপ
মাংস সিদ্ধ হয়ে এলে গরম মসলা গুঁড়ো ও কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট দমে রাখুন।

🍲 পরিবেশন

গরম ভাত, খিচুড়ি বা রুটি—যেকোনো কিছুর সাথে রাজহাঁসের মাংস অসাধারণ স্বাদে ।

(বি:দ্র: পুরো রান্নাটিতে নারিকেল দুধ ব্যবহার করা হয়েছে)

゚viralシfypシ゚viralシalシ #হাঁসেরমাংস #রান্নাবান্না

Hello Facebook,,,,!কে কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কিন্তু 😉  ゚viralシfypシ゚viralシalシ
02/09/2025

Hello Facebook,,,,!
কে কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কিন্তু 😉

゚viralシfypシ゚viralシalシ

01/09/2025

🌺🤪অনলাইন থেকে কি অর্ডার করলাম ✌️

゚viralシfypシ゚viralシalシ

Good evening 🌌🌆 This is Rozelle tea 🍵☕☕ (রোজেলী চা)   ゚viralシfypシ゚viralシalシ
01/09/2025

Good evening 🌌🌆

This is Rozelle tea 🍵☕☕ (রোজেলী চা)

゚viralシfypシ゚viralシalシ

শুভ রাত্রি সবাইকে 💐🌺🌺 ✌️কি কি ফল আছে এখানে কে কে বলতে পারবেন কমেন্টস করে জানাবেন কিন্তু,,,,,আজকে রাতের খাবার আমার 😋🍊🍐 ゚v...
31/08/2025

শুভ রাত্রি সবাইকে 💐🌺🌺

✌️কি কি ফল আছে এখানে কে কে বলতে পারবেন কমেন্টস করে জানাবেন কিন্তু,,,,,
আজকে রাতের খাবার আমার 😋🍊🍐

゚viralシfypシ゚viralシalシ

শুভ সন্ধ্যা🌺আকাশ ভরে লালিমা, সূর্য নামে ধীরে,পাখিরা ফিরে যায় আপন ঘরে নীড়ে।ডালপালায় দুলে ওঠে নীরবতার সুর,মন্দ মন্দ হাওয়ায়...
28/08/2025

শুভ সন্ধ্যা🌺
আকাশ ভরে লালিমা, সূর্য নামে ধীরে,
পাখিরা ফিরে যায় আপন ঘরে নীড়ে।

ডালপালায় দুলে ওঠে নীরবতার সুর,
মন্দ মন্দ হাওয়ায় জেগে ওঠে নূতন নূর।

আজানের ধ্বনি মিশে যায় আকাশের আঁধারে,
মনে জাগে প্রশান্তি, শান্তি ভরে দ্বারে।

সন্ধ্যা যেন প্রতিদিন এক মায়ার আহ্বান,
ক্লান্তিকে ভোলায়, আনে নতুন প্রাণ

゚viralシfypシ゚viralシalシ

Address

Khalashpir
Rangpur
5470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raabab's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share