Nayem’s Golpo Ghor

Nayem’s Golpo Ghor ✍️ গল্প গুলো জীবনকে ছুঁয়ে যাই,,
এই পেজে পাবেন – আমার লেখা গল্প, মনের কথাগুলো, আর ভিডিও ব্লগ।
Welcome to Nayem’s Golpo Ghor – where every story feels personal.

31/07/2025

🌿 একাকীত্বের নামটাই হুমায়ূন আহমেদ... 🌿

"মানুষের মনটা অনেকটা বন্ধ জানালার মতো।
বাইরে থেকে কেউ কড়া নাড়লেও, ভেতরে আলো ঢুকে না।
এক সময় সবাই ব্যস্ত হয়ে পড়ে— নিজ নিজ জীবনের হিসেব-নিকেশে।

তখন আপনি চুপচাপ বসে থাকেন, জানেন— কেউ আসবে না।
কেউ আসবে না বলেই হয়তো একদিন আপনি নিজেই সেই জানালাটা খুলে দেন,
অথচ তাতে কেউ ঢুকে না।

শুধু কিছু হাওয়া আসে, আর একটা শূন্যতা—
যা গলা পর্যন্ত ভরে যায়।
এই শূন্যতার নামই একাকীত্ব।
এটা কোনো অনুভব না,
এটা একধরনের অস্তিত্ব।"

— হুমায়ূন আহমেদের লেখার ছায়া থেকে

#হুমায়ূনআহমেদ #একাকীত্ব #মননের_পোস্ট #বাংলা_উক্তি #জীবনভাবনা #একাকী

17/05/2025

কাদামাটি আর কাঠের ঘ্রাণ
পর্ব ২: দূর থেকে দেখা
সেই যুবকটি এখন প্রতিদিনই আসে। ঠিক বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে। তার আসার কোনো ঘোষণা নেই, চলে যাওয়ারও নয়। সে আসে একা, দাঁড়িয়ে থাকে নদীপাড়ের পথ ধরে। সামনে মেয়েটির কুড়েঘর আর পেছনে ধানক্ষেতের সুরভিত বাতাস।

তার পায়ের নিচে শুকনো পাতাগুলো মচমচ করে ওঠে, তবু আশ্চর্যজনকভাবে কেউ সেদিকে তাকায় না। এমনকি মেয়েটিও না। অথচ, যে মুহূর্তে সে দাঁড়ায় গাছটার পাশে, ঠিক সেই মুহূর্তে মেয়েটি গাইতে শুরু করে। কখনো দীর্ঘ করুণ টান দিয়ে, কখনো ছোট ছোট শব্দের মাঝে হারিয়ে যায় যেন।

এমন নিঃশব্দ প্রেম হয়তো বইয়ের পাতায় থাকে, সিনেমার দৃশ্যে। কিন্তু এখানে, এই গ্রামে, বাস্তবেও ঘটে যাচ্ছে।

গ্রামের মানুষজন ব্যাপারটা লক্ষ করেছে। কয়েকজন বুড়ি ঘর পরিষ্কার করতে করতে বলে ওঠে—
“ঐ পাগল ছেলেটা আবার এসেছে রে! কে জানে, কার পিছনে ঘোরে…”

কেউ কেউ বলে ছেলেটা শহরের লোক, অতটা ভরসা করা ঠিক না। আবার কয়েকজন চুপ থেকে মনে মনে একটা কৌতূহল পুষে রাখে—এই প্রেমের শেষ কোথায়?

যুবকটি নিজেও জানে না, কেন সে এতটা টানে এই গ্রামে আসে। তার শহরে রয়েছে আধুনিক জীবনের সবকিছু—টাওয়ার ঘেরা বাড়ি, দামি গাড়ি, স্মার্টফোন আর ইন্টারনেট। কিন্তু সেখানে নেই এই গ্রামের নিস্তব্ধতা, নেই মেয়েটির কণ্ঠের সুর, নেই কুড়েঘরের উঠোনের পাশে গাছের পাতার নিচে দাঁড়িয়ে থাকা সময়।

প্রথম প্রথম সে নিজেকে বোঝাতে চেয়েছিল, এ কেবল প্রশান্তি খোঁজা। হয়তো শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি কাটানোর জন্য এমন এক গ্রামে আসা।
কিন্তু এখন… এখন সে জানে, এই মাটির ঘ্রাণ তার ভেতরে ঢুকে গেছে।

মেয়েটিও এখন বুঝে গেছে সে আসে। আগে গানের মাঝে চোখ বন্ধ করে থাকলেও এখন মাঝে মাঝে একবার তাকায় উঠোন পেরিয়ে রাস্তার দিকে। তাকায় খুব অল্প সময়ের জন্য, আবার চোখ সরিয়ে নেয়।

তাদের মধ্যে নেই কোনো শব্দ, নেই কোনো চিঠি, এমনকি অভিব্যক্তিও নয়। কিন্তু এই চুপচাপ দেখা, এই নিঃশব্দ অনুভব—এ যেন এক অদৃশ্য সেতু তৈরি করছে দু’জনের মধ্যে।

যুবকটি সেদিন একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে। সন্ধ্যার পর কুড়েঘরের জানালায় আলো জ্বলে উঠলে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে ফিরে যাওয়ার পথে।

পেছনে মেয়েটি তার গান শেষ করে।

তবে আজকের গানে একটা নতুন কথা ছিল—
“যদি কেউ নীরব থেকেও পাশে থাকে… সে কি আপন নয়?”

[পর্ব ২ সমাপ্ত | আগামী পর্বে: বর্ষার বিকেল, কাদায় পড়ে যাওয়া, আর এক প্রথম ছোঁয়া…]

গল্পের নাম: কাদামাটি আর কাঠের ঘ্রাণ
পর্ব সংখ্যা: ৬
লেখক: Nayem’s Golpo Ghor (MD Nayem Mia)

#গ্রামীণগল্প #ভালোবাসারগল্প #মাটিরঘ্রাণ #কাহিনি

16/05/2025

কাদামাটি আর কাঠের ঘ্রাণ
পর্ব ১: মাটির ঘ্রাণ
চৌধুরীপাড়া—একটা ছোট্ট গ্রাম, যেটাকে অনেকেই বলে ‘মানচিত্রের শেষ প্রান্ত’। এখানে আকাশ যেন একটু বেশি নীল, আর বাতাসে মিশে থাকে ধানের ঘ্রাণ। বর্ষার শেষ দিনগুলোয় সন্ধ্যাটা হয়ে ওঠে কেমন যেন বিষণ্ন—না ভালোবাসা, না বেদনা, মাঝামাঝি কিছু।

এই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো আমগাছ। তার নিচে একটা কুড়েঘর। বাঁশের বেড়া, টিনের ছাউনি, আর উঠোনে ছড়িয়ে থাকা শুকনো পাতা। বাড়িটা যেন এই গ্রাম থেকে আলাদা, নিঃসঙ্গ। বাড়ির ভেতরে আছে একজন বিধবা মা, আর তাঁর একমাত্র মেয়ে—যার নাম কেউ জানে না, জানলেও ডাকে না।

সে মেয়েটি বড় অদ্ভুত। সারাদিন কথা না বলে থাকে, কিন্তু সন্ধ্যা নামতেই উঠোনে বসে গেয়ে ওঠে। গলায় যেন নদীর কলকল শব্দ। পাখিরাও নাকি তার গান শুনে থেমে যায়। কে জানে, মেয়েটির সুরে এমন কী থাকে, যা সন্ধ্যাকে করে তোলে রহস্যময়!

লোকজন তাকে ডাকে “গানের মেয়ে”। কেউ বলে পাগল, কেউ বলে বিষন্নতা তার সাথি। কিন্তু মেয়েটির মুখে কোনো প্রতিবাদ নেই, কেবল চোখে থাকে এক অনন্ত দৃষ্টি—যেন সে সবকিছু দেখতে পায়, কিন্তু কিছুই বলতে চায় না।

এই মেয়েটির গানই টানে একজন অচেনা যুবককে। সে আসে বাইরের কোনো শহর থেকে। ছেলেটি ধানের ব্যবসা করে, তবে যেন সে আরেকটা কাজে এই গ্রামে আসে—মেয়েটিকে দেখা, তার গান শোনা।

সে ছেলেটি কিছু বলে না, দূর থেকে দাঁড়িয়ে থাকে। হাত পকেটে, চোখে বিষণ্নতা, আর ঠোঁটে অল্প হাসি। গ্রামের ছেলেরা তাকে চিনলেও কিছু জিজ্ঞেস করে না। তারা জানে—প্রেম যে কার ঘরে এসে দাঁড়ায়, তার খবর কেউ জানে না।

ছেলেটি প্রতিদিন আসে, একটানা দশ দিন ধরে। মেয়েটিও জানে, সে আসে। কিন্তু তারা কেউ কারো চোখে চোখ রাখে না, কোনো কথা হয় না। শুধু সন্ধ্যার দিকে যখন হারিকেনের আলো পড়ে উঠোনে, তখন মেয়েটির সুর হাওয়ায় মিশে যায় আর ছেলেটি হেঁটে চলে যায় গাছপথ ধরে।

কেউ জানে না এ কি প্রেম, নাকি কেবলই সুরে ডুবে যাওয়া এক শহুরে জীবনের প্রশান্তি।

তবে গ্রামের বাতাস জানে, এখানে কিছু একটা জন্ম নিচ্ছে—নিঃশব্দে, ধীরে ধীরে।

[পর্ব ১ সমাপ্ত | আগামী পর্বে: ছেলেটির চোখের ভাষা, মেয়েটির নিরবতা…]

গল্পের নাম: কাদামাটি আর কাঠের ঘ্রাণ
পর্ব সংখ্যা: ৬
লেখক: Nayem’s Golpo Ghor (MD Nayem Mia)

#গ্রামীণগল্প #ভালোবাসা #মাটিরঘ্রাণ

16/05/2025

আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার | ১৬ই মে
শান্তি, বরকত আর দোয়ার দিন।

শুক্রবার মানেই এক আলাদা অনুভূতি—একটা পবিত্রতা, একটা প্রশান্তি যেন মনের ভিতর ছড়িয়ে পড়ে।
আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সবাই নিজেদের ভুলত্রুটি ক্ষমা চাই, ভালো কিছু করার প্রতিজ্ঞা করি এবং একে অপরের জন্য দোয়া করি।

"হাসি দিন, শান্তি নিন
ক্ষমা করুন, হৃদয় জিতুন"

সবাইকে জুমার মুবারক
আল্লাহ আমাদের দিনটিকে হালাল রিজিক, সুস্থতা ও ভালোবাসায় পূর্ণ করে দিন।

#শুক্রবার #ভালোবাসা #আল্লাহররহমত #দোয়ারদিন #১৬ইমে

15/05/2025

কাদামাটি আর কাঠের ঘ্রাণ – একটি হৃদয়ছোঁয়া গ্রামীণ প্রেমগল্প

ছয়টি পর্বে সাজানো এই গল্পটি সম্পূর্ণ আমার নিজের লেখা।
আমি চেষ্টা করেছি গ্রামের জীবনের প্রতিচ্ছবি, মাটির ঘ্রাণ, ভালোবাসার নীরব ভাষা এবং একটি নিরব অথচ গভীর সম্পর্কের আবেগকে প্রতিটি পর্বে তুলে ধরতে।

এই গল্প শুধু একটি প্রেম কাহিনি নয়—এটি গ্রামের নিঃশব্দ অনুভূতির গল্প, কাদামাটি আর কাঠের ঘ্রাণে গাঁথা এক ভালোবাসার চিত্র।

আশা করি আপনারা গল্পটি পড়ে অনুভব করবেন কিছু আলাদা।
মন্তব্য করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

গল্পের নাম: কাদামাটি আর কাঠের ঘ্রাণ
পর্ব সংখ্যা: ৬
লেখক: Nayem’s Golpo Ghor (MD Nayem Mia)

#গ্রামীণগল্প #ভালোবাসারগল্প #মাটিরঘ্রাণ #কাহিনি

14/05/2025

"লুক বদলেছে, গল্পও বদলাবে।
Welcome to my world – Nayem’s Golpo Ghor!"

"স্বপ্ন দেখেছি, গল্প বলার!আজ থেকে শুরু আমার গল্পভরা ভ্রমণ...এখানে থাকবে গল্প, আমার জীবন, আর ভিডিও ব্লগ।ভালো লাগলে পাশে থ...
14/05/2025

"স্বপ্ন দেখেছি, গল্প বলার!
আজ থেকে শুরু আমার গল্পভরা ভ্রমণ...
এখানে থাকবে গল্প, আমার জীবন, আর ভিডিও ব্লগ।
ভালো লাগলে পাশে থাকবেন।
– MD Nayem Mia"

Address

Rangpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem’s Golpo Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category