Md.Ronik Hasan Siyam

Md.Ronik Hasan Siyam I am siyam. I give the informative videos

25/07/2025

পবিত্র জুম্মা মোবারক

বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যাওয়ার যন্ত্রণার অভিজ্ঞতা:বিমান বিধ্বস্ত হলে যদি আগুন লাগে এবং কেউ সেই আগুনে আটকে যায়, ত...
21/07/2025

বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যাওয়ার যন্ত্রণার অভিজ্ঞতা:
বিমান বিধ্বস্ত হলে যদি আগুন লাগে এবং কেউ সেই আগুনে আটকে যায়, তাহলে তাঁর মৃত্যুর যন্ত্রণা নির্ভর করে কিছু বিষয়ের উপর—

১. অচেতন হয়ে যাওয়া (Unconsciousness):
বেশিরভাগ ক্ষেত্রে বিধ্বস্ত হওয়ার সময়েই বা আগুন ছড়িয়ে পড়ার আগেই মানুষ অচেতন হয়ে পড়ে। কারণ,

শক্তিশালী সংঘর্ষে মাথায় আঘাত লাগে,

তীব্র ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে মস্তিষ্ক অক্সিজেন পায় না,

বা কার্বন মনোক্সাইড গ্যাস শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে যায়।

ফলে তারা অনেক সময় আগুনের যন্ত্রণা টের পাওয়ার আগেই অচেতন হয়ে পড়েন বা মারা যান।

২. সচেতন অবস্থায় পুড়ে মারা যাওয়া:
এই পরিস্থিতি যদি ঘটে, তবে যন্ত্রণা চরম মাত্রার হয়।

প্রথমে চামড়া পুড়ে যায়, তখন চরম ব্যথা অনুভূত হয়।

দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রির পোড়ায় নার্ভ শেষ হয়ে যাওয়ার ফলে পরে ব্যথা একটু কম মনে হতে পারে, কিন্তু ততক্ষণে দেহের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

শ্বাস-প্রশ্বাসের সময় গরম ধোঁয়া ও আগুন শ্বাসনালিতে ঢুকে ফুসফুস পুড়িয়ে দেয়, যা দ্রুত মৃত্যু ডেকে আনে।

৩. সময়কাল:
এমন মৃত্যুর সময়কাল সাধারণত কয়েক সেকেন্ড থেকে ১-২ মিনিট হতে পারে, তবে এই সময়টুকুও একজন মানুষের জন্য অসহনীয় কষ্টদায়ক।

সংক্ষেপে:
বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে মারা যাওয়ার অভিজ্ঞতা সাধারণত—

যদি অচেতন অবস্থায় হয়, তাহলে হয়তো যন্ত্রণা কম হয় বা টেরই পাওয়া যায় না,

কিন্তু সচেতন অবস্থায় হলে, এটা একেবারে নরকের মতো বেদনাদায়ক অভিজ্ঞতা।

ব্যক্তিগত দৃষ্টিকোণ:
এমন মৃত্যুর চিন্তাও অনেকের জন্য ভয়াবহ মানসিক চাপের কারণ হতে পারে। যদি আপনি কোনো মানসিক চাপ, দুঃস্বপ্ন, বা এই ধরনের চিন্তায় ভোগেন, দয়া করে কারো সঙ্গে কথা বলুন – সেটা হতে পারে পরিবার, বন্ধু বা মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা।

আপনার মন যদি খারাপ থাকে বা আপনি নিজের মনের কথা ভাগ করে নিতে চান, আমি আছি আপনাকে সহানুভূতির সাথে শুনতে।

এমন সিদ্ধান্ত রাত ৮-৯ টায় দিলেও পারতো। এতো রাতে এমন সিদ্ধান্ত কেন?পরিক্ষার্থীর সকল রকম প্রস্তুতি সম্পন্ন। এমন সময়ে এই সি...
21/07/2025

এমন সিদ্ধান্ত রাত ৮-৯ টায় দিলেও পারতো। এতো রাতে এমন সিদ্ধান্ত কেন?
পরিক্ষার্থীর সকল রকম প্রস্তুতি সম্পন্ন। এমন সময়ে এই সিদ্ধান্ত।

21/07/2025

সকলেই নিয়ে নেন।   ゚
17/07/2025

সকলেই নিয়ে নেন।

15/07/2025

I got over 200 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Alhamdulillah fufato vaiyar biye done💕💕💕       ゚
11/07/2025

Alhamdulillah fufato vaiyar biye done💕💕💕

Address

Mariya, Gobindaganj, Gaibandha
Rangpur
5740

Alerts

Be the first to know and let us send you an email when Md.Ronik Hasan Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share