23/10/2025
এক জঙ্গলে পশু পাখিদের মধ্যে চরম ঝগড়ার ফলে তারা দুই দলে বিভক্ত।
এক দলের দাবি কাঁঠাল পুংলিঙ্গ আর আরেক দলের দাবি কাঁঠাল স্ত্রী লিঙ্গ।
তো তারা গেলো শিয়াল পন্ডিতের কাছে এর মিমাংসা করতে।
সব ঘটনা শুনে শিয়াল পন্ডিত বললো,“আইন অনুযায়ী কাঁঠাল তো পুংলিঙ্গ!”
প্রতিবাদী বানর বললো,“কিসের আইন??”
শিয়াল পন্ডিত উত্তর দিলো,“কাঁঠালের বিচি আছে তাই কাঁঠাল হল পুংলিঙ্গ!”
বানরও কম চালাক না!
এবার বানর শিয়ালকে বোকা বানানোর জন্য জিজ্ঞেস করলো,“আচ্ছা মামু আইন কোন লিঙ্গ?”
শিয়াল পন্ডিত বানরের চালাকি বুঝতে পেরে মুচকি হেসে উত্তর দিলো,“ওহে ভাগিনা! আইন হলো স্ত্রী লিঙ্গ!
কারন ↓ ↓ ↓
আইনেরও ফাঁ*ক আছে!!”
©