Muhammad Minal

Muhammad Minal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Minal, News & Media Website, Rangpur.

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।
আল-আন'আম ৬:১৬২

04/08/2025

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন – ধাপে ধাপে সুন্দরভাবে ব্যাখ্যা 🌙
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ (তাহাজ্জুদ)।”
(সহিহ মুসলিম)

তাহাজ্জুদ মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং অন্তরে প্রশান্তি এনে দেয়।
এই নামাজে রয়েছে এমন এক শক্তি, যা দুঃখকে শান্তিতে এবং ব্যথাকে আশায় রূপান্তর করে।

🌟 তাহাজ্জুদ নামাজ পড়ার ধাপসমূহ:

1️⃣ রাতের শেষ তৃতীয়াংশে জাগুন
🕓 যদি মাগরিব ৬:০০ PM এবং ফজর ৫:০০ AM হয়, তাহলে রাতের শেষ তৃতীয়াংশ হবে রাত ১:২০ থেকে ফজর পর্যন্ত।
📿 ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওজু করে নিন।

2️⃣ নিয়ত করুন (নিয়্যা করুন)
আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন।

3️⃣ তাকবির দিয়ে নামাজ শুরু করুন
“Allahu Akbar” বলে নামাজ শুরু করুন। অন্যান্য নফল নামাজের মতো দুই রাকাত আদায় করুন।

4️⃣ সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করুন
➤ সূরা ফাতিহার পর আপনি সূরা ইখলাস ও সূরা কাফিরুন পাঠ করতে পারেন – এগুলো গভীর অর্থবোধক ও বিশেষভাবে সুপারিশকৃত।

5️⃣ সেজদায় অথবা নামাজ শেষে খালেস অন্তরে দোয়া করুন
আল্লাহর কাছে যা কিছু আপনার মনে আছে – কষ্ট, আশা, ভয়, ভালোবাসা – সব খুলে বলুন।
এই সময়টি হলো দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময়।

6️⃣ সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন

7️⃣ তাহাজ্জুদের পর বিতর নামাজ আদায় করুন
তাহাজ্জুদের শেষে ১, ৩ বা ৫ রাকাত বিতর নামাজ পড়া উত্তম ও সুন্নত।

💎 কেন রাতের শেষ অংশে নামাজ পড়বেন?

রাসূল ﷺ বলেছেন:
“প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আমাদের রব (আল্লাহ) নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন:
➤ কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?
➤ কে কিছু চাইবে, আমি তাকে দেব?
➤ কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?”
(সহিহ বোখারী ১১৪৫, সহিহ মুসলিম ৭৫৮)

🕊️ এই সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন — এটি দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়।

🤍 যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে না-ও পারেন...

ইচ্ছা থাকলেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন।
রাসূল ﷺ বলেছেন:
📝 “কর্মের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল।” (সহিহ বোখারী)
📝 “যে কোনো ভালো কাজ করার নিয়ত করে কিন্তু করতে না পারে, তার জন্য পূর্ণ সওয়াব লেখা হয়।” (সহিহ বোখারী)

🎯 এক মন ছুঁয়ে যাওয়া কথা:

“তাহাজ্জুদের সময় করা দোয়া এমন একটি তীর, যা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।”
– ইমাম আশ-শাফিয়ী (রহঃ)

🤲🏻 তাহাজ্জুদ আপনার সেই বন্ধু হবে, যে আপনাকে এমন পরিস্থিতি পার করাবে, যা আপনি একসময় অসম্ভব ভাবতেন।

তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, বরং আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের মুহূর্ত।

02/08/2025

গণতন্ত্র নয়, আমাদের লক্ষ্য খিলাফাহ!

আজকের এই ভঙ্গুর পৃথিবী বারবার প্রমাণ দিচ্ছে-গণতন্ত্র ব্যর্থ। এটি মানুষের মনগড়া শাসনব্যবস্থা, যেখানে আল্লাহর বিধানকে সরিয়ে মানুষের ইচ্ছাকে আইন বানানো হয়। এই ব্যবস্থায় সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করা হয়। দুর্নীতি, শোষণ, অবিচার আর নৈতিক অধঃপতনের উৎস এই তথাকথিত "জনতার শাসন"।

আমাদের সামনে এখন একটিই পথ-গণতন্ত্রের কবর রচনা করে খিলাফাহ প্রতিষ্ঠা করা।

খিলাফাহ মানে আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা

খিলাফাহ মানে ন্যায়বিচার, করুণা ও মানবতার ছায়া

খিলাফাহ মানে একটি এমন রাষ্ট্রব্যবস্থা-যেখানে উম্মাহ একটি দেহ, একটি কণ্ঠ, একটি লক্ষ্য।

"রাত একটা ফি-ত-না!"রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যা...
23/07/2025

"রাত একটা ফি-ত-না!"

রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায়, চ্যাটে, ভিডিও কনটেন্টে, এমনকি নিজের চিন্তা-ভাবনাতেও রাত ফি-ত-না-র দরজা খুলে দেয়।

নি-ফাক, শয়_তানি কু-মন্ত্রণা ও কু-প্রবৃত্তির শক্তি বাড়ে রাতে। রাতের নীরবতা আর একাকিত্ব মানুষকে এমন সব পথে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফেরত আসা কঠিন।

বেশিরভাগ হা-রাম সম্পর্ক, চ্যাট, ভিডিও দেখা, গি-বত — রাতেই হয়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "ফি-ত_নার সময় রাতে ঘুমিয়ে থাকা, দিনের ইবাদতের চেয়ে উত্তম।" (আবু দাউদ, হাদীস : ৪৩১১)

রাতের নিঃশব্দতা অনেক সময় গুনাহকে সহজ করে দেয়, কারণ মানুষ ভাবে— কেউ দেখছে না।

অথচ আল্লাহ!

জমসেদ মজুমদারের একটা কথা ভাল লাগে- "হে যুবক ! যদি তুমি শিউর থাকো যে আল্লাহ তোমাকে দেখছেনা, তবে যা খুশি তা করো, সমস্যা নেই!"

~ শাহ মুহাম্মদ তন্ময়!

15/07/2025

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে যে, কেউ পরওয়া করবে না কি উপায়ে মাল লাভ করল; হারাম না হালাল উপায়ে’ (বুখারী, মিশকাত হা/২৭৬১)।

ঊপদেশ, হাদিস নং ৩৬
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

09/07/2025

Al-Israa: Ayah No. 24

وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’।

03/07/2025

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত,

لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالمُرْتَشِيَ فِي الحُكْمِ

বিচারক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভিসম্পাত করেছেন।

জামে আত-তিরমিযী, হাদীস ১৩৩৬ (আহমাদ শাকের তাহকীককৃত) ১৩৪০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

01/07/2025

তাকলীদুল আবা বা বাপ-দাদা ও পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ :

বাপ-দাদা ও পূর্বপুরুষ থেকে চলে আসা যত রসম-রেওয়াজ নিয়ম-নীতি ও কুসংস্কার রয়েছে, সেগুলোকেই শক্তভাবে ধরে রাখা, তা যতই কুরআন-সুন্নাহবিরোধী হোক না কেন; এটা কোন নতুন রোগ নয়। পূর্বযুগের উম্মতরাও এই রোগে আক্রান্ত ছিল। যুগে যুগে সকল নবী-রাসূলগণ যখনই মানুষকে আল্লাহর অবতীর্ণ ওহীর পথে তথা হকের দিকে আহ্বান করেছেন তখনই তারা পূর্বপুরুষ ও আকাবিরদের দোহাই দিয়ে বলত, এটা আমার বাপ-দাদার আমল থেকে চলে এসেছে, বাপ-দাদারা কি ভুল করেছে নাকি? অমুক অমুক বড় বুযুর্গ/হুজুরে কেবলা এ কাজ করেছেন, তারা কি কম বুঝেছেন? তাদের এ প্রশ্নের উত্তর আল্লাহ কুরআনে দিয়েছেন-

وَإِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا عَلَيْهِ بَاءَنَا أَوَلَوْ لَاُمَ اَمَاْ اَوَلَوْ لَانَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ)

যখন তাদেরকে বলা হয়, তোমরা ঐ জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছেন। তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না তবুও (কি তারা তারই অনুসরণ করবে)?। [সূরা বাকারা ২:১৭০]

তাই যারা কুরআন-সুন্নাহ বাদ দিয়ে তাদের বাপ-দাদাদের, পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ করবে তারাও তাগূতের (সীমালঙ্ঘনকারীদের) অন্তর্ভুক্ত।

আহলান ওয়া সাহলান, ১৪৪৭ হিজরীবর্ষ।নতুন হিজরীবর্ষ উপলক্ষে আল কুর'আনের দারসের পক্ষে থেকে উম্মাহর সকল সদস্যকে জানাই মোবারকবা...
26/06/2025

আহলান ওয়া সাহলান, ১৪৪৭ হিজরীবর্ষ।
নতুন হিজরীবর্ষ উপলক্ষে আল কুর'আনের দারসের পক্ষে থেকে উম্মাহর সকল সদস্যকে জানাই মোবারকবাদ।

23/06/2025

"আনাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ.

তিনটি জিনিস মৃত ব্যক্তির পেছনে পেছনে যায়- তার পরিবার-পরিজন, তার ধন-সম্পদ ও তার আমল। তা থেকে দুটি জিনিস ফিরে আসে, একটি তার সঙ্গে থেকে যায়। ফিরে আসে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ আর থেকে যায় তার আমল।

সহীহ বুখারী, হাদীস ৬৫১৪ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬০৭০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

22/06/2025

আজকের আয়াত/হাদীস

"আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন,

سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيُّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ রা. পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসউদ রা. আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জিহাদ ফী সাবীলিল্লাহ (আল্লাহ্‌র পথে জিহাদ)। ইবনে মাসউদ রা. বলেন, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলেছেনই, যদি আমি আরও বেশী জানতে চাইতাম, তাহলে তিনি আমাকে আরও বলতেন।

সহীহ বুখারী, হাদীস ৫২৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫০২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

20/06/2025

হে যুবকরা তোমাদের কি হয়েছে?
মুফতি জসিম উদ্দিন (হাফি:)

20/06/2025

"তবে কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?"(সূরা মুহাম্মাদ, আয়াত ২৪ )

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Minal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share