Mitu jannat

Mitu jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mitu jannat, Digital creator, .

07/08/2025

নিজের পুরনো 'আমিকে' মে'রে ফেলতে হবে,
না হলে সে আমাকেই মে'রে ফেলবে!
কারন, আপনার জীবনের সবচেয়ে বড় শ'ত্রু
আশেপাশের মানুষরা না, ভাগ্যও না।
সবচেয়ে বড় শ'ত্রু হলো
আপনার ভেতরের শত শত “আমি”।
এই আমিগুলো এমন একেকটা ধুরন্ধর শ'ত্রু,
যেগুলো আপনাকে সফল হতে দেবে না,
শান্তিও পেতে দেবে না।
এক আমি বলে: আজকে না কালকে পড়াশোনা করবো!
আরেক আমি বলে: ব্যর্থ হলে লোকে কি বলবে রে?
এক আমি শুধু প্রেমে পাগল,
ভাবে লাইফের টার্গেট হলো ইনবক্সে রিপ্লাই!
এক আমি কষ্ট পেলেই ড্রামা শুরু করে,
মনে করে সব খারাপ তার সাথেই হয়েছে।
আরেক আমি অন্যের কথায় চলে,
নিজের স্বপ্নের কোনো দামই নাই!
এইসব বেকার আমিগুলো একসাথে আপনার লাইফকে খানাখন্দে ভর্তি করে দেয়। আর আপনি বসে থাকেন,
মনে করেন “আমার লাইফে কিছুই ভালো হচ্ছে না!”
কিন্তু বাস্তবতা হলো,
নতুন শক্তিশালী আমি তৈরি করতে হলে পুরনো বেকার আমিগুলোকে এক এক করে মে'রে ফেলতে হবে।

06/08/2025

সবকিছু মেনে নেওয়ার পরও
যখন কষ্ট হয়-
সত্যি বলতে তখন নিজের বলে
আর কিছুই অবশিষ্ট থাকে না!
মনে হয় যেন, দেহ থেকে প্রাণটা বেড়োলেই
আমার এই সবকিছু থেকে মুক্তি মিলবে!
কারণ সমস্তকিছু চুপচাপ মেনে নেওয়া
ব্যাপারটা এতোটাও সহজ না!

25/07/2025

কেউ যত্নে পাথরে ফুল ফুটায়
আর কেউ অযত্নে ফুল কে পাথর বানায়🖤🌸

16/07/2025

কথার আঘাত খুবই মারাত্মক,
কথার আঘাতে মানুষকে জীবন্ত পিষে ফেলা যায়,
কিছু কিছু মানুষের কথা আঘাত আমার রুহু অবধি গিয়েছে,,ক্ষতবিক্ষত করেছে আমার হৃদয়কে💔😅

15/07/2025
নিজেকে পরিবর্তন করা কঠিন,কিন্তু অসম্ভব কিছু না,,,!!
13/07/2025

নিজেকে পরিবর্তন করা কঠিন,
কিন্তু অসম্ভব কিছু না,,,!!

13/07/2025

তুমি অনেক দেরিতে বুঝবে,আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানো নয় তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে, যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল। যে চোখে শুধু তোমাকে দেখতো, যে মন তোমার প্রতিটি না বলা কথা বোঝার চেষ্টা করত।

একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম। তখন হয়তো তোমার বুকের ভেতরের এক অদ্ভুত শূন্যতা বাজবে, কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে, এই স্বার্থপর দুনিয়ায় নিখাদ ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে, অনুভবের দারিদ্র্যের, তুমি ধীরে ধীরে পুড়ে যাবে।

আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব,,,। অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষন্নতায়, নদীর একাকিত্বে বা পাহাড়ের নিস্তব্ধতায় তুমি আমাকে খুঁজে পাবে,,,,। কিন্তু সে পাওয়াটা হলো শুধু অনুভবে, বাস্তবে নয়।
তখন হয়তো মনে হবে '' ইশ!যদি আর একবার সময়কে পেছনে নেয়া যেত! ''কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না। মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফেরেনা। বুঝবে ঠিকই ,,,, খুঁজবেও ঠিকই,,,কিন্তু আমি আর ফিরব না। 💔💔

12/07/2025

''লোভী আর স্বার্থপর কখনোই সম্পর্কের মর্যাদা দিতে জানে না,,,,
তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে,,,!💔

নির্জন,নিঃশব্দ,নিরিবিলি,কেউ নেই। শেষ গন্তব্যে!🥺💔
12/07/2025

নির্জন,নিঃশব্দ,নিরিবিলি,কেউ নেই। শেষ গন্তব্যে!🥺💔

প্রিয় তোমার চোখের সামনে ভেঙ্গে পড়া গ্রামটা তোমার চোখের সামনে কতটা উন্নত হল,,গ্রামে রাজুর বাড়ি করার জায়গা হবে না করে ওর ব...
12/07/2025

প্রিয় তোমার চোখের সামনে ভেঙ্গে পড়া গ্রামটা তোমার চোখের সামনে কতটা উন্নত হল,,গ্রামে রাজুর বাড়ি করার জায়গা হবে না করে ওর বাড়ি টাও হলো,পদ্মা সেতু হবে না হবে না করে হয়ে গেল,সরকার পতন হবে না হবে না করে হয়েই গেল,ছোট দেশটা মাথা উঁচু করে দাড়াইল,যার বাড়ি কাচা থাকার কথা তার বাড়িও পাকা হইলো,প্রিয় তুমি কি একটা নিয়ম ভেঙ্গে আমার হবে না?
প্রতিদিন কত নিয়ম ভাঙ্গে পৃথিবীতে, তুমি ও তো আমার জন্য দু একটা নিয়ম ভাংতে পারো।শান্তির জন্যই তো মানুষ নিয়ম করে, জীবনের চেয়ে নিয়ম বেশি গুরুত্বপূর্ণ না।
আমিতো অনিয়ম জীবনযাপনের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি উদ্দেশ্যহীন।তুমি বুঝে নিয়ম ভেঙে আমার কাছে ফিরে আসতে পারো না । দেখা দিতে পারো না আমার হয়ে।
হওয়ার ছুতো ধরে গাছের একটা দূরবর্তী পাতাও পেয়ে যায় আর একটি পাতাকে ছুঁতে। আমি খালি তোমাকে ছুতে পারতেছি না কেন প্রিয়?
তুমি আমার হারিয়ে যাওয়া সেই সোনালী শৈশব, যাকে আমি রোজ খুয়াবে দেখি, আমি কি তোমায় ফিরে পাবো না প্রিয়?

দু- আনা প্রেম হলো চার আনা দুঃখ,তোমাকে দু-আনা প্রেম দিয়ে বুক পকেটে আমার করে কি রাখতে পারবো না? যত্ন করে ডানাওয়ালা পাখি খাঁচায় পুষে রাখা যায়, তুমি তো ডানাবিহীন মানুষ আমার খাচায় রাখতে পারবো কি?
তুমি আমার শরীরে প্রতিটি শিরায় ক্যান্সারের মতো ছড়িয়ে গেছো,প্রিয় তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো বলো?

নিঃশব্দ ঝড়ে যাওয়া বেলি ফুলের মতো, ঝরে যাক জীবনে ক্লান্তি আছে যত!
27/06/2025

নিঃশব্দ ঝড়ে যাওয়া বেলি ফুলের মতো,
ঝরে যাক জীবনে ক্লান্তি আছে যত!

❝সত্যিকারের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার আক্ষেপ খুবই বাজে! ❞যে মানুষটা সুযোগ থাকা সত্ত্বেও তোমার শরীর স্পর্শ না করে ...
27/06/2025

❝সত্যিকারের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার আক্ষেপ খুবই বাজে! ❞
যে মানুষটা সুযোগ থাকা সত্ত্বেও তোমার শরীর স্পর্শ না করে তোমার কপালটাকেই চুমু দিয়ে বিদায় নেয়,
জানো—সেই মানুষটা কখনোই তোমায় ঠকাবে না।

যে মানুষটা তোমার প্রতিটি হাসিতে চোখ মেলে বসে থাকে,
তোমার প্রতিটি বিষণ্নতা বুঝে ফেলে না বললেও—
সে কি ভুল মানুষ হতে পারে?
তার ভালবাসা হয়তো চিৎকার করে বলে না, কিন্তু প্রতিটা স্পর্শবর্জিত মুহূর্তে সে তোমায় আগলে রাখে।

যে তোমায় চায় নিজের একান্ত ভেতরটুকুতে,
যে তোমায় লুকিয়ে রাখতে চায় পৃথিবীর চোখের আড়ালে—
সে কোনো দখলচিহ্ন নয়,
সে নিজের ভাঙা বুকের ভেতর তোমার শান্তি গড়তে চায়।

তোমার সাথে হাজারটা ঝগড়ার পরেও
যে মানুষটা তোমার বিশ্বাস রক্ষা করে,
তোমার গোপন কথাগুলো গিলে ফেলে নিজের বুকের ভেতর,
সে অন্তত প্রতারক নয়—
বরং এক বিশ্বাসযোগ্য যুদ্ধাহত যোদ্ধা, যে ভালোবাসাকে কখনো মাটি ছোঁয়ায় না।

যে মানুষটা তোমার শাড়ি আর চুড়ির শব্দে বিভোর হয়ে যায়,
তোমার হাসিতে রাত জেগে ঘুম হারিয়ে ফেলে,
তাকে আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যায় না—
এ যুগের কোলাহলে সে এক ভালোবাসার সন্ন্যাসী।

তুমি চলে গেলে, তার চোখে যে জল জমে—
সে মানুষটা কখনোই তোমার কষ্টের কারণ হতে পারে না।
সে হয়তো অক্ষম এক ভালোবাসার গল্প হয়ে থাকবে,
তবুও তুমি জানবে—
সে তোমাকে পাওয়ার চেয়ে তোমার ভালো থাকাকেই বড় করে দেখেছে।

যে মানুষটা তোমায় আগলে রাখতে চায়,
যে তোমার নীরবতায়ও কথা খোঁজে,
যে তোমার শরীরের আকর্ষণ নয়—
তোমার ক্লান্ত মুখখানা স্পর্শ করতে চায় আঙুলের তুলো দিয়ে,
সে কখনোই কেবল শরীর চায়নি।
সে চেয়েছে—
তোমার অসহায়তা, তোমার হেড়ে যাওয়া, তোমার রক্ত-মাংসের মানুষ হয়ে ওঠা!

তাকে আঁকড়ে ধরো।
তোমার দামী লিপস্টিক নয়,
তোমার চোখের জল মুছতে চাওয়া সেই আঙুলটাকে ভুলে যেও না।

কারণ একদিন যখন সবাই তোমার রূপ দেখে মুগ্ধ হবে,
তখন সে– একমাত্র সেই মানুষটাই মনে থাকবে
যে তোমার রূপহীন ক্লান্ত মুখের পাশেও মাথা রেখে বলেছিল,
"ভয় পাস না, আমি আছি।"

তাকে হারিয়ে ফেলো না।
হারিয়ে গেলে তুমি হয়তো বাঁচবে,
কিন্তু কখনোই শান্তিতে বাঁচবে না।

কারণ— ভালোবাসা যখন ফিরে আসে না,
তখন তার প্রতিটি না বলা কথা বেঁচে থাকে আজীবন—
তোমার একাকিত্বে, তোমার চুপচাপ রাতগুলোর ভেতর।

❝ প্রকৃত ভালোবাসা আজকাল দুর্লভ — ভয়ংকর দুর্লভ। ❞
তাকে খুঁজে পেলে হাতছাড়া কোরো না।
কোরো না... কখনোই না।

©লেখায়: Mitu Akter

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share