07/08/2025
নিজের পুরনো 'আমিকে' মে'রে ফেলতে হবে,
না হলে সে আমাকেই মে'রে ফেলবে!
কারন, আপনার জীবনের সবচেয়ে বড় শ'ত্রু
আশেপাশের মানুষরা না, ভাগ্যও না।
সবচেয়ে বড় শ'ত্রু হলো
আপনার ভেতরের শত শত “আমি”।
এই আমিগুলো এমন একেকটা ধুরন্ধর শ'ত্রু,
যেগুলো আপনাকে সফল হতে দেবে না,
শান্তিও পেতে দেবে না।
এক আমি বলে: আজকে না কালকে পড়াশোনা করবো!
আরেক আমি বলে: ব্যর্থ হলে লোকে কি বলবে রে?
এক আমি শুধু প্রেমে পাগল,
ভাবে লাইফের টার্গেট হলো ইনবক্সে রিপ্লাই!
এক আমি কষ্ট পেলেই ড্রামা শুরু করে,
মনে করে সব খারাপ তার সাথেই হয়েছে।
আরেক আমি অন্যের কথায় চলে,
নিজের স্বপ্নের কোনো দামই নাই!
এইসব বেকার আমিগুলো একসাথে আপনার লাইফকে খানাখন্দে ভর্তি করে দেয়। আর আপনি বসে থাকেন,
মনে করেন “আমার লাইফে কিছুই ভালো হচ্ছে না!”
কিন্তু বাস্তবতা হলো,
নতুন শক্তিশালী আমি তৈরি করতে হলে পুরনো বেকার আমিগুলোকে এক এক করে মে'রে ফেলতে হবে।