Mahmud Hasan Mitu

Mahmud Hasan Mitu আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তারই উপর নির্ভর করি। তিনি মহা আরশের বর

15/06/2025
28/05/2025

শুভ সকাল

27/05/2025

"অর্ধেক রুটি ভাগ করে খাইলেও কুকুর প্রেমে পড়ে যায়,
অথচ মানুষের উপকার সারাজীবন করলেও—
ভালোবাসা দূরের কথা, কৃতজ্ঞতাটুকুও মেলে না!"

06/05/2025

জীবনটা আসলে খুবই ছোট...

অনেক সময় আমরা ভাবি, সবকিছু পরে করব। আজ না হোক, কাল করব। কিন্তু কেউ কি জানে, আগামীকাল আমাদের কপালে আছে কিনা?

জীবনটা খুব বেশি হিসেব কষে চলে না। কখন, কী হয়ে যায়—তা আমরা কেউই বলতে পারি না। তাই প্রতিটি দিনকে শেষ দিনের মতো ভালোবাসুন। যার সঙ্গে কথা বলা দরকার, আজই বলুন। যাকে ক্ষমা করা দরকার, আজই ক্ষমা করে দিন।

সবচেয়ে বড় কথা—জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহর জন্য ব্যবহার করুন। কারণ, দিন শেষে আমরাই চলে যাব, স্মৃতি রয়ে যাবে।

আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখেন।

আলহামদুলিল্লাহআমার  বাবা হজব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমিতে।  এটি আমাদের পরিবারের জন্য এক পরম সৌভাগ্যের ও বরকতময় মুহূ...
05/05/2025

আলহামদুলিল্লাহ
আমার বাবা হজব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমিতে। এটি আমাদের পরিবারের জন্য এক পরম সৌভাগ্যের ও বরকতময় মুহূর্ত।
দয়া করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্‌ তা'আলা তাকে সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে হজ সম্পন্ন করার তাওফিক দেন এবং কবুল করে নেন।

হজ মাবরুরের দোয়া রইল।
আল্লাহ্‌ আমাদের সবাইকে এই মহান ইবাদতের তাওফিক দান করুন। আমিন।

04/05/2025

"আপনার পছন্দের দামি জামা-কাপড়গুলো আলমারিতে তুলে রাখেন, বিশেষ কোনো আয়োজনে বা উৎসবে পড়ার জন্য। কিন্তু আপনি কখনো খেয়াল করে দেখেছেন, আপনি যে বেঁচে আছেন, সুস্থ আছেন — এর থেকে বড় উদযাপন কি হতে পারে? জমিয়ে না রেখে, নিজের পছন্দের জিনিসগুলো ব্যবহার করুন। বেঁচে থাকাই তো বড় উদযাপন!"

Good night Dhaka
29/04/2025

Good night Dhaka

আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন সবাই।
25/04/2025

আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন সবাই।

Address

Nilphamari
Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Hasan Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share