FTAS Educational News

FTAS Educational News Educational news
(1)

30/06/2025

সবাইকে জানাই শুভ সন্ধ্যা

30/06/2025

সোমবার ৩০ জুন ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২
০৪ মুহররম ১৪৪৭
🌹শুভ সকাল সবাইকে🌹

#সকাল

28/06/2025

প্রশিক্ষণের নামে কোন লুটপাট চলবে না এর আগেও দেখেছি এই প্রশিক্ষণ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে নেয় আমলারা। যেখানে আমরা না খেয়ে থাকবো সেখানে প্রশিক্ষণ নিয়ে কি করব??? বাড়ি ভাড়া বাড়ান অন্তত আমাদের বাঁচতে দেন???

27/06/2025

আসসালামুয়ালাইকুম।
শুভ সকাল ゚viralシfypシ゚viralシalシ ゚

এভাবে আরো ভালো কিছু দেখতে চাই বিশেষ করে বাড়িভরা চিকিৎসা ভাতা। নজর পড়ুক তাদের অবহেলিত দিকগুলোর প্রতি।   ゚viralシfypシ゚vir...
23/06/2025

এভাবে আরো ভালো কিছু দেখতে চাই বিশেষ করে বাড়িভরা চিকিৎসা ভাতা। নজর পড়ুক তাদের অবহেলিত দিকগুলোর প্রতি।
゚viralシfypシ゚viralシalシ #বেসরকারি #বেসরকারী ゚

22/06/2025
নতুন নির্দেশনা    ゚viralシfypシ゚viralシalシ    #বেসরকারি  #বেসরকারী
15/06/2025

নতুন নির্দেশনা ゚viralシfypシ゚viralシalシ #বেসরকারি #বেসরকারী

08/06/2025

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, পরীক্ষার সয়ম কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে। এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। বিসিএসের মতো প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয়। তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

04/06/2025

অর্থ সংকট মেটাতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বুধবার (৪ জুন)
সিনিয়র সচিব বলেন, যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হচ্ছে তিনি অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পর অনেকের অনেক কাজ থাকে- হজে যান, বাড়িঘরের কাজ করেন। প্রতিমাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনক্রমে ৪০ হাজার টাকার কম না হয়। তার যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনো ক্রমে কম যাতে না হয়। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া।

সবার হয় বেতন বৃদ্ধি আর আমার কমেছে😭😭😭
04/06/2025

সবার হয় বেতন বৃদ্ধি আর আমার কমেছে😭😭😭

Address

Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when FTAS Educational News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share