Md.Ataul Goni Osmani

Md.Ataul Goni Osmani আল্লাহকে ভয় কর ইসলামের পথে চলো

15/09/2025

Good night all my dear friend

বন্ধু মানে হাসির সাথি, দুঃখে সবার আগে,বন্ধু ছাড়া জীবন যাপন হয় না যে ভাগে।সুখে দুঃখে পাশে থাকে, দেয় না কোনো ধোঁকা,বন্ধু হ...
14/09/2025

বন্ধু মানে হাসির সাথি, দুঃখে সবার আগে,
বন্ধু ছাড়া জীবন যাপন হয় না যে ভাগে।
সুখে দুঃখে পাশে থাকে, দেয় না কোনো ধোঁকা,
বন্ধু হলো আলোর মতো, অন্ধকারে শিখা

12/09/2025

🌸✨ জুম্মা মোবারক ✨🌸
শুক্রবারের বরকতে হৃদয় ভরে দোয়ার আলো,
আল্লাহর রহমতে কাটুক জীবন ভালো।
🤲❤️

08/09/2025

সবাই কেমন আছো বন্ধুরা

07/09/2025
06/09/2025

🌿 ছোট্ট আলো 🌿

একটি ছোট্ট গ্রামে থাকত নীলা নামের এক কিশোরী। গ্রামটির মানুষরা খুব সাধারণ, কিন্তু তাদের হৃদয় ভরা ছিল ভালোবাসা আর আশা দিয়ে।

নীলা প্রতিদিন সকালে নদীর ঘাটে গিয়ে বসত। সে দেখত সূর্য কেমন করে ধীরে ধীরে আকাশে ওঠে, আলো ছড়িয়ে দেয় চারদিকে। নীলার স্বপ্ন ছিল একদিন সে পড়াশোনা করে শিক্ষক হবে, গ্রামের সব শিশুদের আলোর পথ দেখাবে।

কিন্তু সমস্যা ছিল বড়—তার পরিবার দরিদ্র, বই কেনার সামর্থ্য ছিল না। অনেকেই বলত, “নীলা, মেয়ে হয়ে এত স্বপ্ন দেখিস না, তুই কেবল সংসার সামলাস।”

কিন্তু নীলা হাল ছাড়ল না। সে গ্রামের পুরোনো স্কুলে গিয়ে ফেলে দেওয়া খাতার কাগজ কুড়িয়ে আনত, পুরোনো কলমে লিখতে শিখত। তার চোখে জ্বলত এক অদম্য আলো।

একদিন গ্রামের শিক্ষক দেখে বললেন,
“নীলা, তোমার ভেতরে যে আগুন আছে, তা একদিন পুরো গ্রামকে আলোকিত করবে।”

বছর কেটে গেল। নীলা সত্যিই শিক্ষক হলো। গ্রামের প্রতিটি শিশু তার কাছে পড়তে শুরু করল। ধীরে ধীরে অন্ধকার ভরা গ্রাম আলোর পথে এগিয়ে গেল।

আর মানুষরা বুঝল—
“আলো কখনও ছোট নয়। ছোট্ট একটি প্রদীপও পুরো ঘর আলোকিত করতে পারে।”

কাল ছেলেরে নিয়ে হাসপাতালে গিয়ে পিক নিলাম
30/08/2025

কাল ছেলেরে নিয়ে হাসপাতালে গিয়ে পিক নিলাম

কেমন লাগছে জায়গাটা
25/08/2025

কেমন লাগছে জায়গাটা

25/08/2025

বন্ধুরা সবাই কেমন আছো

24/08/2025

Good night friends

Address

Rajarhat, Kurigram
Rangpur
5610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Ataul Goni Osmani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share