Islamic Note's-نور

Islamic Note's-نور কখনো হতাশ হবেন না, আপনার রব অবশ্যই যথেষ্ট আপনার জন্য।

28/09/2025

রিজিক নিয়ে এতো টেনশন কেন ভাই...🌺

28/09/2025

প্রতিদানের আশা ছাড়াই অন্যের উপকার করো।...

28/09/2025

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!

এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,
অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে 'জীবনসঙ্গী সুনির্ধারিত' কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন।

কারো 'বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ।

আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।

বই: বিবাহ_সমাচার
শায়খ আলী তানভী

-(সংগৃহীত )

28/09/2025

আল্লাহ কখনোই তার বান্দাকে অযথা কষ্ট দেন না।প্রতিটি পরীক্ষার পিছনে রহমত!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
04/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে ব্যাক্তি জুমু'আর দিনসুরা কাহাফ্ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো...
04/09/2025

যে ব্যাক্তি জুমু'আর দিন

সুরা কাহাফ্ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।

মিশকাতুল মাসাবীহ:২১৭৫

তাপমাত্রা পাপমাত্রাদুটিই বেড়ে চলেছে। একটির হিসাব আছে আরেকটির নেই!কথা: সংগৃহীত
02/09/2025

তাপমাত্রা পাপমাত্রা
দুটিই বেড়ে চলেছে। একটির হিসাব আছে আরেকটির নেই!

কথা: সংগৃহীত

ডাবল স্ট্যান্ডার্ড!!
01/09/2025

ডাবল স্ট্যান্ডার্ড!!

Address

Lalmonirhat
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Note's-نور posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share