22/08/2025
মা কে নিয়ে আর কি বলবো মা তো মায়ি হয়
“যার মা নেই, সে জানে হারানোর ব্যথা কত গভীর,
প্রতিদিন মনে পড়ে তার উষ্ণ আলিঙ্গন আর মমতা।
সেই হাসি যা কখনো ভুলা যায় না,
সেই দোয়া যা সবসময় পাশে ছিল।
আজ শুধু শূন্যতা আর স্মৃতিই বাঁচে,
কেউ বোঝে না এই হৃদয়ের দহন।
মা নেই, কিন্তু ভালোবাসা অমর থেকে যায়,
প্রতি ক্ষণে মনে করিয়ে দেয় জীবনের এক মহৎ যন্ত্রণাকে।” 💔🌙
Ft omor